শেখ রাজু আহমদ

শেখ রাজু আহমদ Professional chuckle-monger and resident of Comic-Conland.Catch my infectious giggling on.

Check out my 2025 YouTube Recap! Get yours at youtube.com/recap
07/12/2025

Check out my 2025 YouTube Recap! Get yours at youtube.com/recap

02/12/2025

🧠 ফ্রিডরিখ নিটশে ও গণতন্ত্র:

ফ্রিডরিখ নিটশে গণতন্ত্রকে খুবই সমালোচনামূলকভাবে দেখেছিলেন। তাঁর মতে গণতন্ত্র মানুষের উৎকর্ষকে দমিয়ে রাখে এবং সাধারণত্বকে উৎসাহিত করে। যেমন:
✍️ সমতার বিরোধিতা: গণতন্ত্র সমতার নামে অসাধারণ মানুষদের বিকাশকে বাধা দেয় বলে তিনি মনে করতেন।
✍️ অসুস্থতার প্রতীক: নিটশে গণতন্ত্রকে এক ধরনের অবক্ষয় বা মানসিক অসুস্থতা হিসেবে বর্ণনা করেছেন।
✍️ জনতার শাসন: তিনি গণতন্ত্রকে জনতার শাসন বা mob rule হিসেবে দেখতেন, যেখানে সংখ্যাগরিষ্ঠের ইচ্ছা অসাধারণ ব্যক্তিদের কণ্ঠকে চাপা দেয়।
✍️ মধ্যম মানের আধিপত্য: তাঁর মতে গণতন্ত্র সৃজনশীলতা ও শক্তিকে দমিয়ে রেখে সাধারণত্বকে প্রতিষ্ঠিত করে।
✍️ মানবিক উৎকর্ষের প্রতিবন্ধকতা: নিটশে বিশ্বাস করতেন গণতন্ত্র স্বাধীনতা ও শক্তিকে দুর্বল করে, আরাম ও দুর্বলতাকে উৎসাহিত করে।

📌 প্রেক্ষাপট:

♂️ নিটশের সমালোচনা কেবল রাজনৈতিক ছিল না, বরং সাংস্কৃতিক ও দার্শনিকও ছিল।
♂️তিনি পশ্চিমা সভ্যতার পতনের সঙ্গে গণতন্ত্রকে যুক্ত করেছিলেন, যেখানে করুণা, সমতা ও "পালের নৈতিকতা" অতিরিক্ত গুরুত্ব পাচ্ছিল।
♂️তবে তিনি কোনো স্বৈরতান্ত্রিক শাসনকেও সমর্থন করেননি; তাঁর মূল লক্ষ্য ছিল অসাধারণ ব্যক্তিদের বিকাশ।

29/11/2025

(মুখড়া - Mukhra)
আকাশজুড়ে হঠাৎ তুমি নিওন আলোর রেখা,
এই আঁধারে এলে তুমি, এ কেমন দেখা?
থমকে গেল রাত, আমার গানের সুর,
তোমার ওই ছায়াপথে আমি বহুদূর।
​(অন্তরা ১ - Antara 1)
কোথায় ছিলে এতদিন, সেই প্রশ্নটা থাক,
তোমার ওই নীরবতা, শুধু মন ছুঁয়ে যাক।
চেনা পথের বাঁকে আজ এ কোন মায়া,
যেন নীল সমুদ্রের বুকে ভাসছে রূপালী কায়া।
বাতাসে ভেসে আসা সেই অচেনা সুবাসে,
খুঁজি তোমাকে, প্রতি নিশ্বাসে।
​(মুখড়া - Mukhra)
আকাশজুড়ে হঠাৎ তুমি নিওন আলোর রেখা,
এই আঁধারে এলে তুমি, এ কেমন দেখা?
থমকে গেল রাত, আমার গানের সুর,
তোমার ওই ছায়াপথে আমি বহুদূর।
​(ব্রিজ - Bridge)
জানি এ গল্প আমার হাতে লেখা নয়,
তবু এই ক্ষণটুকু তো মিথ্যে অভিনয় নয়।
যদি হারিয়েও যাও কোনো এক ভোরে,
তোমার ওই আলোর স্মৃতি থাকবে মন জুড়ে।
​(অন্তরা ২ - Antara 2)
গাঙচিল উড়ে চলে যায়, তাদের ঠিকানা জানে,
আমি শুধু খুঁজি তোমায়, এই জনাকীর্ণ সন্ধানে।
তোমার চলার পথে কত ঢেউ ভাঙে,
আমার হৃদয়ের কথা শুধু তোমাকেই মাগে।
​(মুখড়া - Mukhra)
আকাশজুড়ে হঠাৎ তুমি নিওন আলোর রেখা,
এই আঁধারে এলে তুমি, এ কেমন দেখা?
থমকে গেল রাত, আমার গানের সুর,
তোমার ওই ছায়াপথে আমি বহুদূর।

26/11/2025
26/11/2025
26/11/2025
26/11/2025
26/11/2025

নিভে যাওয়া কাঠির বুকে শেষ আগুনের রেশ,
ধোঁয়ার ভাজে জন্ম নিল মায়ার এক দেশ।
পুড়ে গিয়েও সৃজন করে নতুন অবয়ব,
বাতাস জুড়ে ফিসফিসানি, নীরব কলরব।

Address

Fulbaria

Telephone

+8801755954440

Website

Alerts

Be the first to know and let us send you an email when শেখ রাজু আহমদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শেখ রাজু আহমদ:

Share