শেখ রাজু আহমদ

শেখ রাজু আহমদ Professional chuckle-monger and resident of Comic-Conland.Catch my infectious giggling on.

04/07/2025
03/07/2025
03/07/2025
ইরান এখন বুঝতে পারছে যে মস্কোতে পুতিন যেসব কথা বলেছেন—“মিত্র” হওয়ার—সেগুলো শুধু শব্দের ফুলঝুরি, বাস্তবে লবডঙ্কা। জানুয়ার...
25/06/2025

ইরান এখন বুঝতে পারছে যে মস্কোতে পুতিন যেসব কথা বলেছেন—“মিত্র” হওয়ার—সেগুলো শুধু শব্দের ফুলঝুরি, বাস্তবে লবডঙ্কা।

জানুয়ারির ১৭ তারিখে মস্কোতে “Comprehensive Strategic Partnership” নামে পুতিন ও ইরানি প্রেসিডেন্টের মধ্যেএকটি চুক্তি সই হয়। । যদিও চুক্তির শিরোনাম অনেক বড়ো, তার ভেতরে লেখা নেই কোনো যুদ্ধজাহাজ, বিমান বা সৈন্য পাঠানোর প্রতিশ্রুতি—এটা স্পষ্ট হয়ে গেছে যে এই চুক্তি কোনো সামরিক বন্ধুত্ব নয়, বরং কূটনৈতিক নাম মাত্রের একটি দলিল ।

ইরানের সাম্প্রতিক সংঘাতের মুহূর্তে রাশিয়া শুধুই লিপ সার্ভিসই দিয়ে গেছে, তাছাড়া আর কিছুই নই।
রাশিয়ার আসল লক্ষ্য স্পষ্ট—তারা মধ্যপ্রাচ্যে নিজেদের ভূ–রাজনৈতিক ভূমিকা দৃঢ় করতে চায়, পাশাপাশি তেলের দামে ওঠাপড়া হলে অর্থনৈতিক মুনাফাও নিতে চায়। যুদ্ধ বড় হলে তেলের বাজার কাঁপবে, রুশ স্বার্থ হাসিল হবে।

ব্যাংকিং ব্যবস্থা বিপর্যয়ের দ্বারপ্রান্তে**অর্থনৈতিক ইতিহাসে নজিরবিহীন সঙ্কটের মুখে বাংলাদেশ:🏦 (প্রকাশিত: ডেইলি ইন্ডাস্ট...
18/06/2025

ব্যাংকিং ব্যবস্থা বিপর্যয়ের দ্বারপ্রান্তে**
অর্থনৈতিক ইতিহাসে নজিরবিহীন সঙ্কটের মুখে বাংলাদেশ:🏦

(প্রকাশিত: ডেইলি ইন্ডাস্ট্রি, ১৮ জুন, ২০২৫, বুধবার)

বাংলাদেশ বর্তমানে তার অর্থনৈতিক ইতিহাসের অন্যতম কঠিন সময় অতিক্রম করছে। দেশের আর্থিক ভিত্তি চরম চাপের মুখে রয়েছে—অভ্যন্তরীণ দুর্বলতা এবং বৈশ্বিক প্রতিকূলতার সম্মিলিত প্রভাবে। ব্যাংকিং খাতে স্থিতিশীলতা নষ্ট হয়েছে, খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে, বিনিয়োগ স্থবির, জনআস্থা তলানিতে এবং মুদ্রাস্ফীতি বেড়ে চলেছে।

ব্যাংকিং খাতে গভীর সঙ্কট:🏦

দেশের ব্যাংকিং খাত, যা একসময় অর্থনীতির মেরুদণ্ড ছিল, বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। নতুন সরকারের ক্ষমতায় আসার পর ১৪টি ব্যাংকের বোর্ড বাতিল করা হয়। liquidity সংকট ভয়াবহ রূপ নেয়। পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করার উদ্যোগ নেওয়া হলেও তা তেমন কাজ করেনি।
মার্চ ২০২৫ পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৫৫ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ২৪.১৩ শতাংশ। বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান বলেন, “এটি শুধু একটি সংখ্যা নয়—এটি দুর্নীতি, রাজনৈতিক হস্তক্ষেপ এবং দুর্বল নিয়ন্ত্রক ব্যবস্থার বহিঃপ্রকাশ।”

তীব্র তারল্য সঙ্কট ও ঋণ স্থবিরতা:🏦

ব্যাংকগুলোর গ্রাহক আস্থা হ্রাস পেয়েছে। অনেক ব্যাংক নতুন ঋণ প্রদান বন্ধ করেছে। এ পরিস্থিতিকে #ক্রেডিট_গ্রিডলক হিসেবে অভিহিত করেছেন ড. রহমান—“ব্যাংকগুলো দুর্বল, ব্যবসায়ীরা বিনিয়োগে ভীত—এই অবস্থাই প্রকৃত অর্থনীতিকে শ্বাসরোধ করছে।”

জনআস্থা তলানিতে:🏦

ব্যাংকিং খাতে আস্থার অভাবে জনগণ সঞ্চয় তুলে নিচ্ছে। কেউ সরকারি ব্যাংকে, কেউ এনবিএফআই বা বিকল্প সঞ্চয় মাধ্যম বেছে নিচ্ছে। দুর্বল ব্যাংক একীভূতকরণ পরিকল্পনায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। ড. রহমান সতর্ক করে বলেন, “আস্থা ভেঙে গেলে মজবুত প্রতিষ্ঠানও ধসে পড়ে।”

ব্যবস্থাগত ব্যর্থতা ও বিনিয়োগ স্থবিরতা:🏦

ড. সেলিম রায়হান বলেন, “ব্যাংকিং খাতে খেলাপি ঋণের এই উত্থান নিছক পরিসংখ্যানগত নয়—এটি আর্থিক খাতের ভেতরের গভীর দুর্বলতা প্রকাশ করে।”
২০২৪ সালের ডিসেম্বরে মুদ্রাস্ফীতি দাঁড়ায় ১১.৩৮ শতাংশে। সরকার ২০২৫ অর্থবছরে তা ৬.৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করছে। তবে বিনিয়োগ কমে যাওয়ায় কর্মসংস্থান হ্রাস পাচ্ছে এবং অর্থনৈতিক গতি থেমে গেছে।

নিয়ন্ত্রণ ও সংস্কার প্রয়াস:🏦

নতুন সরকার ব্যাংকিং খাতে স্বচ্ছতা আনতে ডাটা টেম্পারিং বন্ধ, আন্তর্জাতিক ঋণ শ্রেণিবিন্যাস মানদণ্ড গ্রহণসহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে।

ড. সেলিম রায়হান আরও বলেন, “দীর্ঘদিনের রাজনৈতিক হস্তক্ষেপ ও নিয়ন্ত্রক ব্যর্থতার ফলেই এই বিপর্যয়। সরকার যে সংস্কার চেষ্টা করছে তা যথার্থ, তবে সফল হতে হলে চাই আন্তরিকতা ও স্বচ্ছতা।”

নীতিগত পদক্ষেপ ও উদ্ধার পরিকল্পনা:🏦

অন্তর্বর্তীকালীন সরকার, নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সংকট মোকাবেলায় বিভিন্ন নীতিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে—মনিটারি পলিসি কঠোর করা, সরকারি ব্যয় সংকোচন, বৈদেশিক সহায়তা নেওয়া এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে তদন্ত শুরু করেছে।

সংক্ষিপ্ত মন্তব্য:🖋️

বাংলাদেশের ব্যাংকিং খাত এখন এক ভয়াবহ মোড় ঘুরছে। একে শুধুই অর্থনৈতিক সঙ্কট বলে না—এটা এক গভীর বিশ্বাসহীনতার প্রতিচ্ছবি। এখন সময় এসেছে সত্যিকারের শুদ্ধিকরণের। যত দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, তত দ্রুতই ফিরে আসবে অর্থনীতির ছন্দ। নয়তো সামনে অন্ধকার।

(বাংলা অনুবাদ)

20/05/2025

**প্রযুক্তির ছায়ায় নিঃসঙ্গতা: এক নীরব বিপ্লব**

একবিংশ শতাব্দী আজ প্রযুক্তির সোনালি আলোর নিচে হাঁটে, আর আমরা মানুষ যেন নিজের ছায়ার সঙ্গেই কথা বলি। মোবাইল, ল্যাপটপ, স্মার্টওয়াচ—সবই আছে, শুধু নেই সময়ের সেই উষ্ণ স্পর্শ, চোখে চোখ রাখার গভীরতা। আমরা “কানেক্টেড” কিন্তু একা।

অফিসে বসে মেসেঞ্জারে চ্যাট করি, বাসায় ফিরে ফোনে চোখ রাখি, কিন্তু পাশে বসা মা-বাবার সঙ্গে হয়তো ঘণ্টার পর ঘণ্টা কোনো কথা হয় না। বন্ধুর জন্মদিনে ইনবক্সে উইশ করি, কিন্তু দেখা করতে আর ইচ্ছা হয় না। একে কি বলে অগ্রগতি, নাকি নিঃসঙ্গতার এক নতুন সংজ্ঞা?

এই নিঃসঙ্গতা আজ আর শুধু আবেগের বিষয় নয়, এটি মানসিক স্বাস্থ্যকেও গিলে খাচ্ছে নীরবে। ডিপ্রেশন, অ্যাংজাইটি—এই শব্দগুলো এখন শিশুর ডায়েরিতেও থাকে।

ভার্চুয়াল জগতে নয়, বাস্তব জগতে গল্প বলতে হবে। ফোন রেখে হাতে ধরা চাই বই, বার্তা নয়, বরং বারান্দায় বসে প্রকৃতির সঙ্গে হোক কথোপকথন।

মানুষকে মানুষ হতে হলে, প্রযুক্তির দাস নয় বরং তার মাস্টার হতে হবে। নিঃসঙ্গতার এই ছায়া কাটবে কেবল তখনই, যখন আমরা স্ক্রীণের বাইরে ফিরে আসবো, চোখে চোখ রাখব, আর বলব—“তুমি কেমন আছো?”

এ এক বিপ্লব—নীরব, ধীর, কিন্তু প্রয়োজনীয়। কারণ মানবিক স্পর্শ, অনুভব—এসবই তো আমাদের বাঁচিয়ে রাখে, প্রযুক্তি নয়।

12/05/2025

রাশাফ—
নামটা ছোট, কণ্ঠটা মৃদু,
কিন্তু তার চোখে লুকানো আছে এক গোটা জাতির কষ্টের শব্দ।

ক্ষুধায় ক্লান্ত... অপুষ্ট দেহ...
তবুও সে বলে—
"আমি আগের মতো হতে চাই..."
শুধু একটু...

সেই আগের দিন...
যেখানে খেলা ছিল...
ছিল মায়ের কোলে নিশ্চিন্ত ঘুম।
ছিল না কোনো বোমার শব্দ...
ছিল না এই অব্যক্ত যন্ত্রণা।

এখন রাশাফ শুধু দাঁড়িয়ে থাকে—
একটা শিশুর মুখ হয়ে,
একটি জাতির অশ্রু হয়ে...

তার চোখ জিজ্ঞেস করে—
“আমি তো কিছুই করিনি... তবুও কেন আমার শাস্তি?”

১৯৭০ সালের সমুদ্রসৈকতের একটি ছবি।এখানে নেই মোটা, উল্কি আঁকা কোনো মানুষ, নেই প্লাস্টিকের মতো কিছু... নেই সানবেড, ছাতা আর ...
12/05/2025

১৯৭০ সালের সমুদ্রসৈকতের একটি ছবি।

এখানে নেই মোটা, উল্কি আঁকা কোনো মানুষ, নেই প্লাস্টিকের মতো কিছু... নেই সানবেড, ছাতা আর সানগ্লাস, নেই নানা রকমের সান্সক্রীম ... নেই কোন মোবাইল ফোন (তখন তাই ভ্রমণ পিপাসুরা একে অপরের সঙ্গে কথা বলতো), এমনকি আকাশে নেই সাদা দাগের রেখা... কিছুই নেই, কিন্তু সব কিছুই যেনো আছে এই ছবিতে। 🌊💧

Address

Fulbaria

Telephone

+8801755954440

Website

Alerts

Be the first to know and let us send you an email when শেখ রাজু আহমদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শেখ রাজু আহমদ:

Share