We are the people of Bangladesh - WAPOB

We are the people of Bangladesh - WAPOB বাংলাদেশি মানুষের জীবন, সংস্কৃতি ও সংগ্রামের গল্প
✦ ঐক্যের শক্তি, পরিবর্তনের স্বপ্ন �

আমনার মতামত দিন, এবং শেয়ার করে আপনার বন্ধুদের মতামত ও জানুন..!! এখনই সময় এদের বিরুদ্ধে গণ-আন্দোলনের..!!
28/10/2025

আমনার মতামত দিন, এবং শেয়ার করে আপনার বন্ধুদের মতামত ও জানুন..!! এখনই সময় এদের বিরুদ্ধে গণ-আন্দোলনের..!!

ঢাকার স্বনামধন্য একটা স্কুলের আইডি কার্ড অথচ এই কার্ডে নাই ফ্যামিলির বা গার্ডিয়ানের নাম্বার বা প্রতিষ্ঠানের নাম্বার বা ব...
22/10/2025

ঢাকার স্বনামধন্য একটা স্কুলের আইডি কার্ড অথচ এই কার্ডে নাই ফ্যামিলির বা গার্ডিয়ানের নাম্বার বা প্রতিষ্ঠানের নাম্বার বা ব্লাড গ্রুপ।
কিছুদিন আগে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সংঘটিত বিমান দূর্ঘটনায় আইডি কার্ডে নাম্বার বা ব্লাড গ্রুপ না থাকার প্রয়োজনীয়তা আমরা সবাই উপলব্ধি করতে পেরেছি।
আশা করি কতৃপক্ষ বিষয়টা সুনজরে দেখবে।
কতৃপক্ষের কাছে যাওয়া সম্ভব না বা গোপনীয়তার স্বার্থে নাম পরিচয় মুছে দেওয়া হলো।

03/10/2025
আলহামদুলিল্লাহ 🤲 গাজায় এক টুকরো বাংলাদেশ। শহিদুল আলম ভাই গাজায় অবস্থান করছেন।
03/10/2025

আলহামদুলিল্লাহ 🤲
গাজায় এক টুকরো বাংলাদেশ। শহিদুল আলম ভাই গাজায় অবস্থান করছেন।

কক্সবাজার ভ্রমনে ইচ্ছুক পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস...
03/10/2025

কক্সবাজার ভ্রমনে ইচ্ছুক পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।
১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। (টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণ করার উদ্যোগ নিয়েছে)
২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন।
৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।
৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম।
৫. কিটকটে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মীকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ দেখলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন।
৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনার ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন।
৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবে এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।
৯. বিচ-বাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।
১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।
১১. কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।
১২. হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।
১৩. খোলা পরিবেশে, ও অপরিস্কার স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।
১৪. কক্সবাজার বিচ এলাকা ও এর আশপাশ নিরাপদ তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকা এভয়েড করাই উত্তম।
১৫. যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭, এএসপি ০১৩২০১৫৯২০৯, অতিরিক্ত পুলিশ সুপার ০১৩২০১৫৯০৩৫
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন ২৪/৭ পর্যটকদের নিরাপত্তা ও সেবায় কাজ করে যাচ্ছে। আপনাদের সবার সহযোগিতায় একান্তই কাম্য।

আপেল মাহমুদ অতিরিক্ত ডিআইজি টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।

24/09/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Khusru, Rabbi Ahmed

✈️ প্রতারণার নতুন কৌশল – সাবধান থাকুনদেশ থেকে বিদেশে বা বিদেশ থেকে দেশে যাতায়াতের সময় অনেকে কৌতূহলবশত লাগেজে নিজের বা পর...
17/09/2025

✈️ প্রতারণার নতুন কৌশল – সাবধান থাকুন

দেশ থেকে বিদেশে বা বিদেশ থেকে দেশে যাতায়াতের সময় অনেকে কৌতূহলবশত লাগেজে নিজের বা পরিবারের মোবাইল নম্বর লিখে রাখেন। কিন্তু জানেন কি? প্রতারক চক্ররা ঠিক এই নম্বরগুলোই এয়ারপোর্ট থেকে সংগ্রহ করে ফাঁদ পাতছে!

✅ যখনই আপনি বিমানে উঠে যান, মানে ইমিগ্রেশন ক্রস করার পর থেকে প্রতারকরা আপনার পরিবারের দেওয়া সেই নম্বরে ফোন করে।
তারা বলবে—
👉 “অমুক লোক (যিনি ভ্রমণ করছেন) ইমিগ্রেশনে সমস্যায় পড়েছেন। সমাধান করতে হলে এখনই টাকা পাঠাতে হবে।”

❌ অনেক সময় পরিবারের লোকজন না বুঝেই আতঙ্কিত হয়ে টাকা পাঠিয়ে দেন।

📌 আসলে এটি একটি প্রতারণা। এ ধরনের ঘটনার অভিযোগ প্রায়ই জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ আসে।

👉 তাই সবাইকে সচেতন থাকতে হবে।
👉 কারও ফোনে এ ধরনের কথা শুনলে যাচাই না করে কখনই টাকা পাঠাবেন না।

🔔 এই পোস্টটি শেয়ার করে প্রবাসী ভাই-বোন এবং তাদের পরিবারের সদস্যদের সচেতন করুন।

ধন্যবাদ ❤️

#প্রতারণা #সতর্কবার্তা #প্রবাসীভাই #প্রবাসীজীবন #সচেতনতা #৯৯৯

16/09/2025

শেষ পর্যন্ত পুলিশকেও ছাড়লো না 🤣🤣

জামাই উকিল। তাই জামাইয়ের ৭  টা সাদা শার্ট ও ২ টা কালো কোর্ট আছে। জামাই যখনই বউকে শ্বশুর বাড়ি থেকে আনতে যান, তখনই ৭ টা শা...
12/09/2025

জামাই উকিল। তাই জামাইয়ের ৭ টা সাদা শার্ট ও ২ টা কালো কোর্ট আছে।

জামাই যখনই বউকে শ্বশুর বাড়ি থেকে আনতে যান, তখনই ৭ টা শার্টের যেকোন ১ টার সাথে ম্যাচিং জিন্স পরে শ্বশুর বাড়ি চলে যান।

শ্বাশুড়ি তাঁকে আজ বলেই বসলো, "তোমার কি একটাই শার্ট? প্রতিবারই দেখি এই সাদাটাই পরে আসো!"

জামাই উকিলের আজ মেজাজ গরম ছিলো তাই বলে উঠল, "হ্যাঁ তাতে কি হয়েছে? আপনারও তো চারটি মেয়ে, সেই তো প্রতিবার বড়টাকেই ধরায়ে দেন আমি কি কিছু বলি?"

Address

Fulbaria

Telephone

+8801956191935

Website

Alerts

Be the first to know and let us send you an email when We are the people of Bangladesh - WAPOB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share