07/04/2025
█▒▒▒ সাম্প্রতিক তথ্য/Update Information ▒▒▒█
মার্চ/২০২৫ মাসে রেকর্ড ৩২৯ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।
👁️🗨️
গত ঈদুল ফিতরের আগে রেকর্ড পরিমাণ আয় পাঠিয়েছেন প্রবাসীরা। ১ মাসেই এসেছে ৩২৯ কোটি ডলার, যা এক মাসের হিসাবে যেকোনো সময়ের চেয়ে বেশি। বিদেশ থেকে প্রবাসীরা বৈধ পথে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন।