Munshiganjer Kontho

Munshiganjer Kontho বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশই একমাত্র লক্ষ

গজারিয়া প্রেসক্লাব কমিটির মেয়াদ উত্তীর্ণের চার মাসের অধিক সময় অতিবাহিত হলেও বিভিন্ন অনুষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ পদবী ব্যবহা...
01/07/2025

গজারিয়া প্রেসক্লাব কমিটির মেয়াদ উত্তীর্ণের চার মাসের অধিক সময় অতিবাহিত হলেও বিভিন্ন অনুষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ পদবী ব্যবহার করে বক্তব্য দিয়ে যাচ্ছেন। এটা খুবই লজ্জাজনক।
শিগ্রই প্রেসক্লাবে নির্বাচনের দাবি গজারিয়ায় কর্মরত সাংবাদিকদের।

10/04/2025

মুন্সীগঞ্জ শ্রীনগরে বালাসশুর চৌরাস্তায় মার্কেট নির্মাণে আদালত নিষেধাজ্ঞার পরেও বালু ভরাটের চেষ্টায়
বাধা দেওয়ায় মারধর ও রড চুরির অভিযোগ।

10/04/2025

মেঘনা নদীতে চলাচলকারী নৌযানে এভাবেই চলছে বেপরোয়া চাঁদাবাজি। সিটি গ্রুপের মালিকানাধীন হোসেন্দী অর্থনৈতিক অঞ্চল সংলগ্ন মেঘনা নদী থেকে ধারণ করা ভিডিও। ছিনতাইয়ে শিকার বাল্কহেডের পাশের বাল্কহেড থেকে রাসেল নামে এক নৌযান শ্রমিক ভিডিওটি ধারণ করে বলে জানা যায়।

23/03/2025

মুন্সিগঞ্জ গজারিয়ায় চাঁদার দাবিতে বেকারিতে হামলার অভিযোগ.

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের জামালদি স্টান্ড এলাকায় শুক্রবার মাগরিব নামাজের আগমুহূর্তে আলিফ বেকারি প্রতিষ্ঠানে আনোয়ার হোসেন আনার (৫০) সহ ১০/১২ জন হামলা চালায় এমনই অভিযোগ করেছে বেকারির মালিক মোঃসুমন সরকার (৩৫)।

স্থানীয় সূত্র এবং থানার অভিযোগের ভিত্তিতে জানতে জায়,প্রায় দীর্ঘদিন যাবত আনোয়ার হোসেন আনার নেতৃত্বে জামাদি স্টান্ডে আলিফ বেকারি ও সততা সুইট এর কর্নধার মোঃসুমন মিয়া কে নানা ভাবে চাঁদা দিতে চাপ প্রয়োগ করে আসছিল।

সুমন জানায়,তার বাসা কুমিল্লার বি-বাড়িয়া জেলার কসবা উপজেলায়।তিনি দীর্ঘদিন জাবত এখানে ব্যবসা করে আসতেছিল।এখানে তার শ্বশুর বাড়ির মানুষ ছাড়া তেমন কেউ নেই।সে জন্য তাকে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল তারা।

আনোয়ার হোসেন আনার(৫০),দেলোয়ার হোসেন দেলা(৪৫),রেনুমিয়া(৪৫),আক্তার(৩৮), রাজিব(৩৫),রাব্বি(২২),আল ইসলাম (২০),দ্বিন ইসলাম(১৮)সহ আরো ৪/৫ জন গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায় সুমন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।এতে করে সুমন মিয়া বেকারির গেইট লাগিয়ে দিলে উক্ত ব্যক্তিরা বেকারির গেইট সহ বাহিরে থাকা আসবাবপত্র ভাংচুর করে।

প্রসঙ্গ,গেল ১৮ মার্চ আনোয়ার হোসেন আনার এর নির্দেশে মোঃদেলোয়ার হোসেন দেলা,মোঃরেনুমিয়া,
মোঃআক্তার,মোঃরাজিব,বিকাল ৫ টায় আলিফ বেকারির সামনে পাকা রাস্তার উপর জামালদি স্টান্ডে ব্যবসা করতে হলে ৬০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেয় সুমন কে।সুমন জানায়,আমি তাদের দাবিকৃত চাঁদার টাকা না দিলে আমাকে প্রাণে মেরে ফেলবে এবং ব্যবসা প্রতিষ্ঠানে বড় ধরনের ক্ষতি করে বলে চলে যায়।এ চাঁদার টাকার জন্য গতকাল ২১ তারিখ আসলে টাকা দিতে রাজি না হওয়ার এ ঘটনা ঘটায়।

এ বিষয়ে রাজিব জানায়,আমাদের জমি সংক্রান্ত জামেলা রয়েছে। এখানে চাঁদার কোনো কথা হয়নি।তবে আমার ভাই কে মারার কারনে আমার বাতিজারা সুমনের বেকারর সামনে গিয়েছিল।

গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানায়,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুন্সিগঞ্জ গজারিয়ায় চাঁদার দাবিতে বেকারিতে হামলার অভিযোগ.  মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের জামালদি স্টান্ড...
23/03/2025

মুন্সিগঞ্জ গজারিয়ায় চাঁদার দাবিতে বেকারিতে হামলার অভিযোগ.

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের জামালদি স্টান্ড এলাকায় শুক্রবার মাগরিব নামাজের আগমুহূর্তে আলিফ বেকারি প্রতিষ্ঠানে আনোয়ার হোসেন আনার (৫০) সহ ১০/১২ জন হামলা চালায় এমনই অভিযোগ করেছে বেকারির মালিক মোঃসুমন সরকার (৩৫)।

স্থানীয় সূত্র এবং থানার অভিযোগের ভিত্তিতে জানতে জায়,প্রায় দীর্ঘদিন যাবত আনোয়ার হোসেন আনার নেতৃত্বে জামাদি স্টান্ডে আলিফ বেকারি ও সততা সুইট এর কর্নধার মোঃসুমন মিয়া কে নানা ভাবে চাঁদা দিতে চাপ প্রয়োগ করে আসছিল।

সুমন জানায়,তার বাসা কুমিল্লার বি-বাড়িয়া জেলার কসবা উপজেলায়।তিনি দীর্ঘদিন জাবত এখানে ব্যবসা করে আসতেছিল।এখানে তার শ্বশুর বাড়ির মানুষ ছাড়া তেমন কেউ নেই।সে জন্য তাকে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল তারা।

আনোয়ার হোসেন আনার(৫০),দেলোয়ার হোসেন দেলা(৪৫),রেনুমিয়া(৪৫),আক্তার(৩৮), রাজিব(৩৫),রাব্বি(২২),আল ইসলাম (২০),দ্বিন ইসলাম(১৮)সহ আরো ৪/৫ জন গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায় সুমন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।এতে করে সুমন মিয়া বেকারির গেইট লাগিয়ে দিলে উক্ত ব্যক্তিরা বেকারির গেইট সহ বাহিরে থাকা আসবাবপত্র ভাংচুর করে।

প্রসঙ্গ,গেল ১৮ মার্চ আনোয়ার হোসেন আনার এর নির্দেশে মোঃদেলোয়ার হোসেন দেলা,মোঃরেনুমিয়া,
মোঃআক্তার,মোঃরাজিব,বিকাল ৫ টায় আলিফ বেকারির সামনে পাকা রাস্তার উপর জামালদি স্টান্ডে ব্যবসা করতে হলে ৬০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেয় সুমন কে।সুমন জানায়,আমি তাদের দাবিকৃত চাঁদার টাকা না দিলে আমাকে প্রাণে মেরে ফেলবে এবং ব্যবসা প্রতিষ্ঠানে বড় ধরনের ক্ষতি করে বলে চলে যায়।এ চাঁদার টাকার জন্য গতকাল ২১ তারিখ আসলে টাকা দিতে রাজি না হওয়ার এ ঘটনা ঘটায়।

এ বিষয়ে রাজিব জানায়,আমাদের জমি সংক্রান্ত জামেলা রয়েছে। এখানে চাঁদার কোনো কথা হয়নি।তবে আমার ভাই কে মারার কারনে আমার বাতিজারা সুমনের বেকারর সামনে গিয়েছিল।

গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানায়,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা পুরান বাউশিয়ায় মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় কিশোর গ্যাং এর হামলায় আহত হয়ে মুমূর্ষু হয়ে হাসপ...
20/03/2025

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা পুরান বাউশিয়ায় মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় কিশোর গ্যাং এর হামলায় আহত হয়ে মুমূর্ষু হয়ে হাসপাতালে গজারিয়া প্রেসক্লাবের সদস্য রাজধানী টিভির সাংবাদিক মাসুদ আহমেদ এর উপরেই নেক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি 1/ সজিব পিতাঃ আহসান উল্লাহ কালা ২/ রাজিন পিতাঃ কাসেম ভূইয়া ৩/ জাহিদ পিতাঃ মাহফুজ মিয়া অপরিচিত ৪/৫ জন মাদক বিক্রি ও সেবন করতে বাধা দেওয়ায়

গুয়াগাছিয়ায় মেঘনা নদীতে অভিযান বিদেশী পিস্তল জব্দ।মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তল চক্রের বিরুদ্ধে ভ্রা...
15/03/2025

গুয়াগাছিয়ায় মেঘনা নদীতে অভিযান বিদেশী পিস্তল জব্দ।

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তল চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় একটি বিদেশী পিস্তল জব্দ করেন।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীর গুয়াগাছিয়া নামক স্থানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে নির্বাহী ম্যাজিস্ট্রটের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ মামুন শরিফ। ও গজারিয়া কোষ্টগার্ডের সার্বিক সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে একটি পিস্তল (বিদেশী) এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছেন বলে জানা গেছে।

15/12/2024

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Munshiganjer Kontho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Munshiganjer Kontho:

Share