23/03/2025
মুন্সিগঞ্জ গজারিয়ায় চাঁদার দাবিতে বেকারিতে হামলার অভিযোগ.
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের জামালদি স্টান্ড এলাকায় শুক্রবার মাগরিব নামাজের আগমুহূর্তে আলিফ বেকারি প্রতিষ্ঠানে আনোয়ার হোসেন আনার (৫০) সহ ১০/১২ জন হামলা চালায় এমনই অভিযোগ করেছে বেকারির মালিক মোঃসুমন সরকার (৩৫)।
স্থানীয় সূত্র এবং থানার অভিযোগের ভিত্তিতে জানতে জায়,প্রায় দীর্ঘদিন যাবত আনোয়ার হোসেন আনার নেতৃত্বে জামাদি স্টান্ডে আলিফ বেকারি ও সততা সুইট এর কর্নধার মোঃসুমন মিয়া কে নানা ভাবে চাঁদা দিতে চাপ প্রয়োগ করে আসছিল।
সুমন জানায়,তার বাসা কুমিল্লার বি-বাড়িয়া জেলার কসবা উপজেলায়।তিনি দীর্ঘদিন জাবত এখানে ব্যবসা করে আসতেছিল।এখানে তার শ্বশুর বাড়ির মানুষ ছাড়া তেমন কেউ নেই।সে জন্য তাকে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল তারা।
আনোয়ার হোসেন আনার(৫০),দেলোয়ার হোসেন দেলা(৪৫),রেনুমিয়া(৪৫),আক্তার(৩৮), রাজিব(৩৫),রাব্বি(২২),আল ইসলাম (২০),দ্বিন ইসলাম(১৮)সহ আরো ৪/৫ জন গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায় সুমন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।এতে করে সুমন মিয়া বেকারির গেইট লাগিয়ে দিলে উক্ত ব্যক্তিরা বেকারির গেইট সহ বাহিরে থাকা আসবাবপত্র ভাংচুর করে।
প্রসঙ্গ,গেল ১৮ মার্চ আনোয়ার হোসেন আনার এর নির্দেশে মোঃদেলোয়ার হোসেন দেলা,মোঃরেনুমিয়া,
মোঃআক্তার,মোঃরাজিব,বিকাল ৫ টায় আলিফ বেকারির সামনে পাকা রাস্তার উপর জামালদি স্টান্ডে ব্যবসা করতে হলে ৬০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেয় সুমন কে।সুমন জানায়,আমি তাদের দাবিকৃত চাঁদার টাকা না দিলে আমাকে প্রাণে মেরে ফেলবে এবং ব্যবসা প্রতিষ্ঠানে বড় ধরনের ক্ষতি করে বলে চলে যায়।এ চাঁদার টাকার জন্য গতকাল ২১ তারিখ আসলে টাকা দিতে রাজি না হওয়ার এ ঘটনা ঘটায়।
এ বিষয়ে রাজিব জানায়,আমাদের জমি সংক্রান্ত জামেলা রয়েছে। এখানে চাঁদার কোনো কথা হয়নি।তবে আমার ভাই কে মারার কারনে আমার বাতিজারা সুমনের বেকারর সামনে গিয়েছিল।
গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানায়,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।