
11/08/2025
ডিভাইস ফিতনার এই যুগে যখন একটি শিশু খুঁটিয়ে খুঁটিয়ে বই পড়ে, এমন দৃশ্যের চেয়ে সুন্দর আর কি হতে পারে বলুন তো? কিংবা যখন আপনি তাকে বই পড়ে শোনান আর সে বড় বড় চোখ করে আপনার দিকে তাকিয়ে থাকে মা-বাবা হিসেবে সেই মুহূর্তকে শুধু অনুভবই করা যায়, তাই না?
Neuroscience রিসার্চ বলছে, শিশুদের যখন গল্প পড়ে শোনানো হয়, তখন তাদের মস্তিষ্কের “narrative comprehension” ও “visual imagery” অংশ বেশি সক্রিয় হয়। সোজা বাংলায় বললে বই পড়ার অভ্যাস শিশুদের বোঝার ক্ষমতা আর কল্পনাশক্তিকে বাড়ায়।
এবার চিন্তা করুন, তার কল্পনার জগৎটা যখন সাজবে তার রবকে ঘিরে, দ্বীন আর আখিরাতকে ঘিরে। কেমন হবে ব্যাপারটা? তাই ডিভাইস কিংবা অর্থহীন বই নয়, বরং আপনার সন্তানের হাতে তুলে দিন এমন কিছু বই যা তাকে সত্যিকারের মুসলিম হয়ে উঠতে সাহায্য করবে।
🌹ইসলাহ তে সমকালীন প্রকাশনীর বই কিনলেই পাচ্ছেন ২৫% পর্যন্ত ছাড়! ভবিষ্যৎ উম্মাহ হোক জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ আজ থেকেই!
সমকালীন এর ছোটদের সেকশন লিটল উম্মাহর বই।
ইসলাহ পেইজের লিংক কমেন্টে :