Bhoot Golpo

Bhoot Golpo Bhoot Golpo

18/06/2025

"এম্বুলেন্স এর অশরীরী"

এই ঘটনাটি অডিও শুনতে আমাদের Youtube চ্যানেল টি ভিজিট করুন।

Video Link : https://youtu.be/pqPb_hDFLn4

--ঘটনাটি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বারপাড়া গ্রামের।
--ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন আমি তার মতো করেই পরার চেষ্টা করছি।
--ঘটনাটি আমার বন্ধুর বড় ভাই এর সাথে ঘটা।
--আমার বন্ধুর বড় ভাই গৌড়িপুর হাসপাতালের একজন অ্যাম্বুলেন্স চালক।
--উনি প্রতিদিন রাতে অ্যাম্বুলেন্স চালিয়ে রোগী বা লাশ আনা নেয়া করেন। কোনো দিন যদি রোগী বা লাশ না পান তাহলে ভাড়া টানেন অর্থাৎ প্যাসেঞ্জের আনা নেয়া করেন।
--তেমনি একদিন তিনি রোগী বা অন্য কোনো কাজ না পাওয়ায় তিনি ভাড়া টানার সিদ্ধান্ত নেন।
--তাই তিনি গৌরিপুর স্টেশন এ এসে কুমিল্লার কিছু পেসেন্জার নেন। প্রায় ৪-৫ জন পেসেঞ্জার ছিলেন তার গাড়িতে।
--এবং সেই ৪-৫ জন পেসেন্জার নিয়েই তিনি কুমিল্লার দিকে রওনা হন। তখন রাত আনুমানিক ১২ টা।
--প্রথম কিছুক্ষন সব কিছু ভালোই চলছিল। কিন্তু গাড়ি চালাতে চালাতে ড্রাইভার হটাৎ রাস্তার পাশে কিছু একটা জিনিস আবিষ্কার করে।
--পরে তিনি গাড়িটা থামালের আর তিনি সহ সব পেসেন্জার গাড়ি থেকে নেমে পড়লেন। তারপর তারা সবাই রাস্তার পাশে একটা মৃত লাশ পরে থাকতে দেখলেন।
--এই দৃশ্য টা কিন্তু সবাই দেখতে পেয়েছিলো। যেহেতু গাড়িটা অ্যাম্বুলেন্স ছিল তাই সবাই সিদ্ধান্ত নেয় এই লাশ টা কুমিল্লা মেডিকেল এ নিয়ে যাওয়ার জন্য।
--এখানে একটা কথা বলে রাখা ভালো যে তাদের মনে হচ্ছিলো যে লাশ টা এখনো ঠিক লাস হয়ে উঠেনি। এটা জীবিত কিছু একটা।
--তাই তারা কুমিল্লা মেডিকেল কলেজ এ নেয়ার সিদ্দান্ত নিলো সেটা। তারপর তারা লাশ টা গাড়িতে উঠায় তারপর ড্রাইভার গাড়ি চালানো শুরু করলো।
--এখানে বলা বাহুল্য যে ড্রাইভার একা সামনে ছিল আর পেসেন্জার ছিল পেছনে। অর্থাৎ পেসেন্জার লাশ এর সাথে ছিল।
--কিছুক্ষণ পর গাড়ির পেসেন্জার গাড়ি থামাতে বলে তারা সবাই ড্রাইভার কে বললো তারা সবাই চা নাস্তা খেয়ে আসবে।
--তারা ড্রাইভার কে রেখে চা নাস্তা খেতে গেলো তখন আনুমানিক ১ তা বাজে। ড্রাইভার অ্যাম্বুলেন্স নিয়ে রাস্তার পাশে অপেক্ষা করতে লাগলো।
--কিন্তু ১ ঘন্টা হয়ে গেলো পেসেন্জার দের আসার কোনো খবর নেই। তখন রাত আনুমানিক ২ টা।
--রাস্তায় কোনো যানবাহন নেই নেই কোনো আলো সুদু মাত্র ড্রাইভার অ্যাম্বুলেন্স এ বসে আছে।
--আর তার সাথে আছে একটি লাশ। এভাবে কিছুক্ষন অপেক্ষা করার পর হটাৎ ড্রাইভার কে পেছন থেকে কেউ একজন ডাক দিলো।
--ড্রাইভার মনে করেছে পেসেন্জার চা নাস্তা করে চলে এসেছে আর ড্রাইভার কারো গাড়িতে উঠার শব্দ পেলো।
--ড্রাইভার মনে করলো পেসেন্জার গাড়িতে উঠছে। তাই ড্রাইভার পিছনে ফিরে তাকালো পিছনে ফিরে তাকিয়ে সে যা দেখলো তা দেখার জন্য সম্পূর্ণ অপ্রস্তুত ছিল সে সেই মুহূর্তে।
--সে দেখলো লাশটি বসে রয়েছে। আর তার দিকে বড় বড় লাল ২ টি চোখ করে চেয়ে রয়েছে।
--এই দৃশ্য দেখে সে এত ভয় পেলো যে সে আবার গাড়ি ব্যাক করে গৌরী পুরের দিকে চালাতে লাগলো।
--এভাবে কিছুক্ষন চালানোর পরে সে লাশটা তার পাশের সিটে আবিষ্কার করলো। এই দৃশ্য দেখার পর তার ভয় আরো বেড়ে যায়।
--এবং সেই লাশটি তার সাথে কথা বলা শুরু করলো। সে ভয়ে আরো স্পিড বাড়িয়ে গাড়ি চালাতে শুরু করল।
--এক পর্যায় সে গৌরী পুর হাসপাতালে পৌঁছে যায়। তারপর তার সহকর্মীরা তাকে গাড়িতে সেন্সলেস অবস্থায় পায়।
--তারপর তার সহকর্মীরা তার জ্ঞান ফেরান। তারপর কি হয়েছিল তা জিজ্ঞেস করা হলে সে আবোল তাবোল বলা শুরু করে।
--অর্থাৎ সে সম্পূর্ণ রূপে উন্মাদ এর মতো আচরণ করছিলো। সে তার সহকর্মীদেরকেও বিশ্বাস করছিলোনা।
--আর সবচেয়ে মজার বেপার যেটা হলো তার সহকর্মীরা তার সেই গাড়িতে কোনো লাশ খুঁজে পায়নি।
--কিন্তু ড্রাইভার এর সিটের পাশের সিটে এবং পেছনের সিটে অনেক রক্ত পরে থাকতে দেখা গেছে।
--তারপর থেকে সেই ড্রাইভার সাড়ে ৪ মাস উন্মাদ এর মতো ছিল।
--তারপর তাকে অনেক চিকিৎসা করে সুস্থ করা হয়। এই ছিল ঘটনাটি।
--আসা করছি আপনাদের ভালো লেগেছে।

অনুমতি ছাড়া এই গল্পটি কেউ কপি করে নিয়ে অন্যের Facebook ID, Page, বা Group - এ পোস্ট করবেননা।

01/05/2025

কান্নার শব্দ | Horror Story | Bhoot Golpo

01/05/2025

পানবেতার শালগাছ | Horror Story | Bhoot Golpo

10/04/2025

নিষিদ্ধ ঘর | Horror Story | Bhoot Golpo

10/04/2025

ভুতুড়ে রেলস্টেশন | Horror Story | Bhoot Golpo

.com

10/04/2025

শ্মশানের ডাক | Horror Story | Bhoot Golpo

10/04/2025

লিফটের ৭ম তলা | Horror Story | Bhoot Golpo

10/04/2025

হাসপাতালের অশরীরী | Horror Story | Bhoot Golpo

.com

08/04/2025

পরিত্যক্ত বাড়ির রহস্য | Horror Story | Bhoot Golpo

.com

13/05/2023

জঙ্গলের ভয়ানক মেয়ের ঘটনা | E-mail Story | Bhoot Golpo

11/05/2023

কুড়েঘরের ভয়ানক ঘটনা | E-mail Story | Bhoot Golpo

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Bhoot Golpo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category