Sara's dream

Sara's dream ✨ Sara's Dream ✨
Motivation | Lifestyle | FB Tips
Inspiring hearts & helping you grow online. Follow for real stories & social media guidance!

for sponsored or collab email to➡️ [email protected]

আবার হারিয়ে যাব খুব শীঘ্রই সেম প্লেসে ইনশাআল্লাহ 🥰
11/07/2025

আবার হারিয়ে যাব খুব শীঘ্রই সেম প্লেসে ইনশাআল্লাহ 🥰

মানুষকে ভালোবাসা দিলে কি শুধু কষ্টই পাওয়া যায় আপনার কি মত?কমেন্ট বক্সে জানাবেন
11/07/2025

মানুষকে ভালোবাসা দিলে কি শুধু কষ্টই পাওয়া যায় আপনার কি মত?কমেন্ট বক্সে জানাবেন

💰 আর্থিক স্টেবিলিটি চাই? তাহলে প্ল্যানিংটা এমন হওয়া উচিত…আজকের দুনিয়ায় শুধু ইনকাম করলেই হবে না, আর্থিক স্টেবিলিটি (Fi...
09/07/2025

💰 আর্থিক স্টেবিলিটি চাই? তাহলে প্ল্যানিংটা এমন হওয়া উচিত…

আজকের দুনিয়ায় শুধু ইনকাম করলেই হবে না, আর্থিক স্টেবিলিটি (Financial Stability) অর্জনের জন্য দরকার সঠিক পরিকল্পনা আর ডিসিপ্লিন। নিচের পয়েন্টগুলো যদি মেনে চল, তাহলে ধীরে ধীরে একটা শক্ত আর সেফ ফিনান্সিয়াল লাইফ তৈরি হবে ইনশাআল্লাহ্।

---
🔸 1. আয় ও খরচের হিসাব রাখুন
প্রতি মাসে কত আয় হচ্ছে আর কোন খাতে কত খরচ হচ্ছে, সেটা লিখে রাখুন। ছোট ছোট খরচগুলোও বাদ দেবেন না।

🔸 2. জরুরি ফান্ড তৈরি করুন
অভ্যর্থ পরিস্থিতির জন্য ৩-৬ মাসের খরচ জমিয়ে রাখুন। এটা যেন হয় আপনার সেফটি নেট।

🔸 3. ঋণ কমান, সঞ্চয় বাড়ান
যত দ্রুত সম্ভব ঋণ শোধ করে ফেলুন এবং প্রতিমাসে ইনকামের একটা অংশ সঞ্চয়ে রাখুন।

🔸 4. বাজেট তৈরি করুন
একটা রিয়েলিস্টিক মাসিক বাজেট বানান — যেন খরচ কখনোই আয়ের চেয়ে বেশি না হয়।

🔸 5. একাধিক ইনকাম সোর্স গড়ে তুলুন
ফ্রিল্যান্সিং, ইনভেস্টমেন্ট, ডিজিটাল প্রোডাক্ট, অনলাইন সার্ভিস — কিছু একটা শুরু করুন যেন একটাই ইনকামের উপর নির্ভর না করতে হয়।

🔸 6. ভবিষ্যতের জন্য ইনভেস্ট করুন
সেভিং অ্যাকাউন্ট, DPS, মিউচুয়াল ফান্ড বা হালাল শেয়ার মার্কেটে ইনভেস্ট করার চিন্তা করুন।

---

📝 মনে রাখবেন— আর্থিক স্টেবিলিটি মানে লাখ টাকা থাকা নয়, বরং নিজের ইনকাম-খরচ নিয়ন্ত্রণে থাকা।

শুধু এখন না, ভবিষ্যতেও যেন চিন্তামুক্ত থাকা যায়, সে জন্য আজ থেকেই একটু একটু করে পরিকল্পনা শুরু করুন।



📌 আপনি কীভাবে নিজের আর্থিক স্টেবিলিটি গড়ে তুলছেন? কমেন্টে শেয়ার করুন!

08/07/2025
08/07/2025

যারা আমার পেইজের recommendation এ যেয়ে রিভিউ লিখবেন (ভালো খারাপ যাই হোক) , তাদের থেকে সবার recommendation নাম, ছবি সব আমার story তে শেয়ার করবো এখন থেকে…

📱 ফেসবুক নিয়ে কিছু সমস্যা, কিছু ভাবনা…এই প্ল্যাটফর্মটা আমাদের অনেক কিছু দিয়েছে—পরিচিতি, প্ল্যাটফর্ম, ইনকাম এমনকি অনেক ...
07/07/2025

📱 ফেসবুক নিয়ে কিছু সমস্যা, কিছু ভাবনা…

এই প্ল্যাটফর্মটা আমাদের অনেক কিছু দিয়েছে—পরিচিতি, প্ল্যাটফর্ম, ইনকাম এমনকি অনেক মানুষের ভালোবাসাও। কিন্তু দিনের শেষে কিছু সমস্যাও রয়ে যায়…

🔹 কখনো রিচ যায় না, মন ভেঙে যায়।
🔹 ভিডিও আপলোডের পর কোয়ালিটি নষ্ট হয়ে যায়।
🔹 অ্যালগরিদম কখন কাকে দেখাবে, সেটা বোঝা যায় না।
🔹 পেজে স্ট্রাইক আসে, অথচ কারণটাই বোঝা যায় না।
🔹 যারা কন্টেন্ট চুরি করে, তাদের রিচ যায় বেশি!

তবুও আমরা থেমে যাই না। কারণ এটা শুধু একটা অ্যাপ না, এটা আমাদের স্বপ্নের একটা বড় মাধ্যম।

তোমারও কি ফেসবুক নিয়ে এমন অভিজ্ঞতা হয়েছে? কমেন্টে শেয়ার করো। সমাধান দেওয়ার চেষ্টা করব। একসাথে ভাবি, শিখি আর এগিয়ে যাই।


🌤 শুভ সকাল… একরাশ আশার আলো নিয়ে! 🌤সকাল মানেই সব কিছুকে নতুন করে শুরু করার সুযোগ।মান-অভিমান, হতাশা, ক্লান্তি—সব পেছনে ফে...
05/07/2025

🌤 শুভ সকাল… একরাশ আশার আলো নিয়ে! 🌤

সকাল মানেই সব কিছুকে নতুন করে শুরু করার সুযোগ।
মান-অভিমান, হতাশা, ক্লান্তি—সব পেছনে ফেলে
আজ আবার গুছিয়ে নিতে পারো তোমার স্বপ্নগুলো।

তোমার হাসিটা হোক দিনের প্রথম উপহার,
আর তোমার মনটা থাকুক হালকা, শান্ত, নির্ভার।

🕊️ আল্লাহর উপর ভরসা রেখে বেরিয়ে পড়ো নতুন পথচলায়—
যেখান থেকে শুরু হবে তোমার নিজের গল্প,
নিজের মতো করে।

☕ একটা ভালো সকালের শুরু হোক
দু’একটা দোয়া, কৃতজ্ঞতা আর সাহস দিয়ে।

তোমার জন্য আজকের দিনটা হোক আশীর্বাদে ভরা।
শুভ সকাল প্রিয়! 🌸

#শুভসকাল #নতুনদিননতুনআশা #আল্লাহভরসা

বিপদ যখন আসে, চারদিক থেকেই আসে!একদিকে বাসা চেঞ্জ করার ঝামেলা—প্যাকিং, আনপ্যাকিং, নতুন জায়গায় মানিয়ে নেওয়ার চাপ।তার উপর আ...
04/07/2025

বিপদ যখন আসে, চারদিক থেকেই আসে!

একদিকে বাসা চেঞ্জ করার ঝামেলা—প্যাকিং, আনপ্যাকিং, নতুন জায়গায় মানিয়ে নেওয়ার চাপ।
তার উপর আমার বাবা অসুস্থ, সাথে বাচ্চাটাও অসুস্থ।

মনটা একদম ভেঙে পড়ছে মাঝে মাঝে, কিন্তু থেমে যাওয়ার উপায় নেই।
সবকিছু একসাথে সামলাতে হচ্ছে নিজের শক্তি দিয়েই।

এই সময়টা খুব কঠিন, তবে ইনশাআল্লাহ কেটে যাবে।
সবাই একটু দোয়া কইরেন 🧡

বাসা চেঞ্জ করা মানেই একটাই কথা—ঝামেলা অন দ্য হাইয়েস্ট লেভেল! 😩এই কয়দিন ধরে যা বুঝেছি, বাসা বদলানো শুধু জিনিসপত্র এক জায়গ...
02/07/2025

বাসা চেঞ্জ করা মানেই একটাই কথা—ঝামেলা অন দ্য হাইয়েস্ট লেভেল! 😩

এই কয়দিন ধরে যা বুঝেছি, বাসা বদলানো শুধু জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়া না—এটা আসলে এক ধরনের মানসিক ধৈর্যের পরীক্ষা।
প্রতিটা বাক্স খুললেই মনে হয়, “এইটা আমি কেন রেখে দিছিলাম?”
আর নতুন বাসায় ঢুকেই মনে হয়, “এই দেয়ালগুলা এখনো আমার না, তবে ইনশাআল্লাহ হয়ে উঠবে…”

📦 প্যাকিং, আনপ্যাকিং, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নতুন পরিবেশে খাপ খাওয়ানো—সব কিছু মিলে মাথার ওপর দিয়ে যাচ্ছে!
তবুও নিজেকে বলি,
আবার শুরু করি... এইবার গুছিয়ে, একটু ভালোভাবে, একটু নতুনভাবে। 🌸

সবাই দোয়া রাখবেন যেন এই ঝামেলার মাঝেও মানসিক শান্তি ধরে রাখতে পারি 🤍
খুব শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসবো নতুন নতুন কনটেন্ট নিয়ে 🥰

#বাসাচেঞ্জ


✍️ কলমে: সুলতানা ইয়াসমিনসবসময় সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের মনটা কতবার কষ্ট পেয়েছে, ভেবে দেখেছেন কখনো?কিছু মানুষ আছেন, য...
28/06/2025

✍️ কলমে: সুলতানা ইয়াসমিন
সবসময় সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের মনটা কতবার কষ্ট পেয়েছে, ভেবে দেখেছেন কখনো?
কিছু মানুষ আছেন, যাদের কথায় বা আচরণে বারবার আপনি অপমানিত বোধ করেন, ছোট হয়ে যান, বা বিষণ্নতায় ভোগেন। কিন্তু আমরা তবুও সেই সম্পর্কগুলো টিকিয়ে রাখার চেষ্টা করি—শুধু সমাজ, দায়, বা অভ্যাসের কারণে।

কিন্তু সত্যি হলো—মনের শান্তি বিলাসিতা নয়, এটা প্রয়োজন।
যে সম্পর্ক কেবল আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়, যা কেবল আপনার সময় ও আবেগকে গ্রাস করে—সেটা আর যাই হোক, সুস্থ সম্পর্ক নয়। সব সম্পর্ক রক্ষা করার দায়িত্ব একা আপনার নয়।

একটু দূরত্ব মানেই সম্পর্ক শেষ নয়—বরং এটা নিজের প্রতি সম্মান।
আপনি যদি প্রতিনিয়ত এমন কারো সঙ্গে থাকেন, যিনি আপনার অনুভূতিকে অগ্রাহ্য করেন, তাহলে একসময় নিজের অস্তিত্বই হারিয়ে ফেলবেন।

Self-respect মানেই মাঝে মাঝে 'না' বলা শেখা।
সবার ভালো থাকতে হলে আগে নিজেকে ভালো রাখতে হবে।
যে দূরত্ব আপনাকে মানসিক স্বস্তি দেয়, সেটা রাখা একেবারে ঠিক সিদ্ধান্ত।

নিজের শান্তির দায়িত্ব নিন।
Because peace is not optional—it’s essential.
Protect your peace, even if it means walking away.

✍️ কলমে: সুলতানা ইয়াসমিনহীনমন্যতা—নিজেকে ভুলভাবে দেখার অভ্যাস!আমরা অনেক সময় অন্যকে দেখে নিজেকে ভুলে যাই।নিজেকে নিয়ে সন্...
27/06/2025

✍️ কলমে: সুলতানা ইয়াসমিন

হীনমন্যতা—নিজেকে ভুলভাবে দেখার অভ্যাস!

আমরা অনেক সময় অন্যকে দেখে নিজেকে ভুলে যাই।
নিজেকে নিয়ে সন্দেহ জন্মায়—
“আমি কি যথেষ্ট ভালো?”
“ওর মতো হতে পারবো তো কখনো?”
এই ভাবনা থেকেই জন্ম নেয় হীনমন্যতা।

হীনমন্যতা আসলে আমাদের মনেই বাস করে।
বাইরের কেউ আমাদের ছোট করে দেখে না, যতটা আমরা নিজেকে ছোট করে ভাবি।
তুমি যেদিন বুঝবে,
🌿 তোমার মত করে কেউ চিন্তা করতে পারে না,
🌿 তোমার অভিজ্ঞতা, কষ্ট আর আনন্দ—সবই তোমার শক্তি,
সেদিন থেকেই হীনমন্যতা তোমার ভেতর থেকে জায়গা ছেড়ে চলে যাবে।

তুলনা নয়, চেষ্টা করো নিজেকে প্রতি দিন একটু করে ভালো করার।
নিজেকে ভালোবাসো, নিজের ভুলগুলো ক্ষমা করো,
কারণ তুমি নিজেই নিজের সবচেয়ে বড় সাথী।

🔖 #হীনমন্যতা #নিজেকে_ভালোবাসো #সুলতানা_ইয়াসমিন #জীবন_বোধ

🌸 সম্পর্ক এমন এক বন্ধন 🌸সম্পর্ক এমন একটা অদৃশ্য বন্ধন, যা আমাদের জীবনের সবটুকু রঙ দিয়ে সাজিয়ে তোলে।এটা শুধু ভালোবাসা বা ...
26/06/2025

🌸 সম্পর্ক এমন এক বন্ধন 🌸

সম্পর্ক এমন একটা অদৃশ্য বন্ধন, যা আমাদের জীবনের সবটুকু রঙ দিয়ে সাজিয়ে তোলে।
এটা শুধু ভালোবাসা বা দায়িত্ব না, এটা একধরনের নিরাপত্তা—একটা আশ্রয় যেখানে আমরা নিজের মতো করে ভেঙে পড়তে পারি, আবার গড়ে উঠতেও পারি।

সম্পর্ক মানে— কখনো কারো চোখের ভাষা বুঝে নেওয়া,
কখনো নিঃশব্দে পাশে থাকা,
কখনো গভীর রাত জেগে শুধু মন খারাপ শুনে যাওয়া।

একটা সুন্দর সম্পর্ক আপনাকে ভালোবাসা দেয়,
শ্রদ্ধা দেয়,
ভরসা দেয়,
আর সবচেয়ে বড় কথা—"আপনি একা নন" এই অনুভূতিটা দেয়।

সব কিছুই সময়ের সাথে বদলে যেতে পারে, কিন্তু একটা সত্যিকারের সম্পর্ক?
তা কখনো পুরনো হয় না, বরং সময়ের সাথে আরও গভীর হয়ে ওঠে।

তাই সম্পর্ককে গুরুত্ব দিন, সময় দিন, আর কৃতজ্ঞ থাকুন… কারণ সত্যিকারের সম্পর্ক—সবকিছু দেয়, বিনিময়ে শুধু ভালোবাসা চায়। ❤️

#সম্পর্ক #ভালোবাসা #মনছোঁয়া

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Sara's dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share