Rupana

Rupana আপনার ভরসা আমাদের প্রাপ্তি

28/07/2023

“গল্প এখনো আগের মতোই, কিছুই হয়নি শোধ,
আমার এখানে বৃষ্টি এখনো, তোমার ওখানে রোদ।”

_____সাদাত হোসাইন

28/07/2023

সংসার হয়ে গেলে একটা মেয়ে সবথেকে বেশি কী হারায় জানেন?
যত্ন!
কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন।
কেউ তার কথা শোনবে সেই যত্ন।
প্রচন্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন।

এতসব হারিয়েও মেয়েরা কী রকম সংসার আগলে ধরে জীবন পাড় করে দেয়!
ছুটি নেই, ছাড় নেই, চোখের পানির দাম নেই তাও সংসার আগলে ধরে থাকতে মেয়েদের কী প্রবল আগ্রহ!
এই আগ্রহকে কী যেন বলে?
বোকা বোকা একটা নাম আছে এই আগ্রহের।
মায়া!
নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম "মায়া"।
অথচ তার জন্যই কারো মায়া হয়না!
কেমন অদ্ভুত না ব্যাপারটা?

লেখা:তৃধা আনিকা

28/07/2023

কোন কোন রাতে অপূর্ব জোছনা হয়। সারা ঘর নরম আলোয় ভাসতে থাকে।
ভাবি, একা একা বেড়ালে বেশ হতো।
আবার চাদর মুড়ি দিয়ে নিজেকে গুটিয়ে ফেলি। যেন বাইরের উথাল
পাথাল চাঁদের আলোর সঙ্গে আমার কোন যোগ নেই।
মাঝে মাঝে বৃষ্টি নামে। একঘেয়ে কান্নার সুরের মতো সে শব্দ।
আমি কান পেতে শুনি। বাতাসে জাম গাছের পাতার সর সর শব্দ হয়।
সব মিলিয়ে হৃদয় হা হা করে উঠে।
আদিগন্ত বিস্তৃত শূন্যতায় কি বিপুল বিষণ্ণতাই না অনুভব করি। জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে। একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবছি.........

- হুমায়ূন আহমেদ

(শঙ্খনীল কারাগার)

28/07/2023

কাউকে অপমান করতে যোগ্যতা লাগে না কিন্ত কাউকে সম্মান করতে অনেক বেশি যোগ্যতার প্রয়োজন হয়।সেই যোগ্যতা অনেকের মধ্যে বর্তমানে নেই।সেই শিক্ষা এমনি এমনি কারোর মধ্যে জন্মায় না পরিবার থেকে শিখানো হয় কিছু কিছু ক্ষেত্রে নিজের মাধ্যমে হয় সেটা।🩵🌸

28/07/2023

যদি যেতে চাও, যাও
আমি পথ হবো চরণের তলে
না ছুঁয়ে তোমাকে ছোঁব
ফেরাবো না, পোড়াবোই হিমেল অনলে।

'অচল প্রেমের পদ্য ৬'
----- হেলাল হাফিজ

27/07/2023

বুকের মধ্যে একটু আধটু দুঃখ পোষা
কিন্তু খুবই ভালো আছি
এইতো বেশ ঘুরছি ফিরছি
লম্ফঝম্পে দিন পেরুচ্ছি
একটু খোঁচা, একটু ব্যথার টনটনানি
তবু বলবো দিব্যি আছি!

__সুনীল গঙ্গোপাধ্যায়

27/07/2023

' হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি
অজান্তেই চমকে ওঠি
জীবন, ফুরালো নাকি! '

__ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

27/07/2023

" আজ তোমাকে অনেক নামে ডাকতে ইচ্ছে করছে।
ডাকব?
আজকে তুমি প্রথম শ্রাবন,সঙ্গে চাঁপার গন্ধ।
মাখব? " 🌼

- পূর্নেন্দু পত্রী

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Rupana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rupana:

Share