Kitten lover

Kitten lover এক আল্লাহর গুলাম আমি

27/12/2024

# Kitten lover লিখিত গল্প

Send a message to learn more

বাণিজ্য বিভাগের কয়েকজন ছাত্র চায়ের দোকানে বসে মার্কেটিং নিয়ে আলোচনা করছিল। একজন বয়স্ক ভদ্রলোক তাদের আলোচনা মন দিয়ে শু...
02/11/2024

বাণিজ্য বিভাগের কয়েকজন ছাত্র চায়ের দোকানে বসে মার্কেটিং নিয়ে আলোচনা করছিল। একজন বয়স্ক ভদ্রলোক তাদের আলোচনা মন দিয়ে শুনছিলেন।

হঠাৎ ভদ্রলোকটি ছাত্রদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি তোমাদের নতুন শিক্ষক। আমি কি মার্কেটিং বিষয়টি সহজ দুএকটি কথায় ব্যাখ্যা করতে পারি?

ছাত্ররা কৌতূহলী হয়ে তার দিকে তাকাল।

ভদ্রলোক বলতে শুরু করলেন, মনে করো তুমি কোনো বিয়ে বাড়ীতে দাওয়াত খেতে গিয়েছ। তো সেখানে এক অসামান্য সুন্দরী মেয়ের দেখা পেলে।

🛑 তুমি তার কাছে গিয়ে বললে, "আমি উচ্চশিক্ষিত এবং ধনী। তুমি কি আমায় বিয়ে করবে?" এটাকে বলে সরাসরি বিপণন (ডাইরেক্ট মার্কেটিং)।

🛑 তোমার বন্ধু তার কাছে গিয়ে তোমাকে দেখিয়ে বলল, "ও উচ্চশিক্ষিত এবং ধনী। তুমি কি ওকে বিয়ে করবে?" এটাকে বলে বিজ্ঞাপন।

🛑 মেয়েটি নিজেই তোমার কাছে এগিয়ে এসে বলল, 'আপনি উচ্চশিক্ষিত এবং ধনী। আপনি কি আমায় বিয়ে করবেন?' এটাকে বলে ব্র্যান্ড ভ্যালু।

🛑 তুমি বিয়ের প্রস্তাব দেবার পর মেয়েটি জানাল যে, সে বিবাহিতা। এটাকে বলে চাহিদা ও জোগানের ফারাক (ডিম্যান্ড সাপ্লাই গ্যাপ)।

🛑 তুমি মেয়েটির কাছে গিয়ে কিছু বলার আগেই আরেকজন তাকে বিয়ের প্রস্তাব দিল এবং মেয়েটি সম্মত হয়ে তার সাথে চলে গেল। এটাকে বলে প্রতিযোগিতা (কম্পিটিশন)।

🛑 তুমি মেয়েটিকে বিয়ের অফার দেবার সাথে সাথে সে তোমার গালে ঠাস করে একটা চড় মারল। এটাকে বলে উপভোক্তার প্রতিক্রিয়া (কাস্টমার্স ফিডব্যাক)।

🛑 তুমি যখন মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলে সেই সময় তোমার স্ত্রী এসে উপস্থিত হল। এটাকে বলে নতুন ব্যবসাক্ষেত্রে প্রবেশ করার ঝুঁকি (রিস্ক অফ এন্টারিং নিউ মার্কেট)।

🛑 তুমি যখন মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয়ে গেল। বিয়ের বছরখানেক পর তোমাদের ঘরে একটি ছেলে বা মেয়ে সন্তান জন্মগ্রহণ করল। একে বলে উৎপাদন (প্রডাকশন)‌।

ছাত্ররা হতভম্ব!

মিডিয়াতে সব কিছুই রঙিন, তবে বাস্তবতা কিছু ফ্যাকাশে।😊@@ফলোয়ারলিখিত গল্প
29/10/2024

মিডিয়াতে সব কিছুই রঙিন, তবে বাস্তবতা কিছু ফ্যাকাশে।😊
@@ফলোয়ারলিখিত গল্প

02/10/2024
11/09/2024

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! কবিরাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন, Md Salam

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Md. Shofik Ahemmed Dev, Humayun Kabir, Hm...
06/09/2024

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Md. Shofik Ahemmed Dev, Humayun Kabir, Hm Al Mamun, Amena Amena, Said Ur Rahaman, MD Uzzol Mia

এর সাথে MD Riaz Ali – আমাকে তার সেরা ফ্যানদের একজন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে! 🎉
03/09/2024

এর সাথে MD Riaz Ali – আমাকে তার সেরা ফ্যানদের একজন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে! 🎉

,★★★*শব্দ করে হাসতে মানা*★★★P★কসম★ এক লোক বিক্রির উদ্দেশ্যে দুধ নিয়ে বাজারে গেলে। এক ক্রেতা এসে দুধ নাড়া-চাড়া দিয়ে জিজ্ঞ...
26/06/2024

,
★★★*শব্দ করে হাসতে মানা*★★★
P

★কসম★

এক লোক বিক্রির উদ্দেশ্যে দুধ নিয়ে বাজারে গেলে। এক ক্রেতা এসে দুধ নাড়া-চাড়া দিয়ে জিজ্ঞেস করল, দুধে পানি মিশান নাই তো? লোকটি বলল, না, ক্রেতা বললেন, ঠিক ঠিক বলছেন তো? লোকটি বলল, খোদার কসম! আমি দুধে পানি মিশাইনি। এবার ক্রেতা যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখে তাতে তিন ভাগই পানি, এক ভাগ মাত্র দুধ। কি জনাব আপনি মিথ্যা কসম খেলেন কেন? লোকটি বলল, আমি তো মিথ্যা কসম খাইনি, আমি বলছি দুধের সাথে পানি মিশাইনি; বরং পানির সাথে দুধ মিশিয়েছি! আমার কসম মিথ্যা হলো কি করে?

সাবধান: এই ধরণের প্রতারণার ব্যবসা সমাজে অহরহই চলছে এতে জন সাধারণ প্রতারিত হচ্ছে আর কিছু অসাধু ব্যবসায়ী কালো টাকার পাহাড় গড়ছে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন-

من غش فليس مناযে ধোকা দেয়, সে আমার উম্মত নয়। ধোকাবাজী
থেকে সাবধান

★*শব্দ করে হাসতে মানা*★★ইনশাআল্লাহঘটনাটি আমার উস্তায মুফতি আমিনী রহঃ এর জবানে বহুবার শুনেছি এক ব্যক্তি হাটে যাচ্ছিল গরু ...
14/06/2024

★*শব্দ করে হাসতে মানা*★★
ইনশাআল্লাহ

ঘটনাটি আমার উস্তায মুফতি আমিনী রহঃ এর জবানে বহুবার শুনেছি এক ব্যক্তি হাটে যাচ্ছিল গরু কিনতে। রাস্তায় এক পথিকের সাথে দেখা।

পথিক: কোথায় যাচ্ছেন ভাই?

ক্রেতা। গরু কিনতে হাটে যাচ্ছি।

পথিক: ইনশাআল্লাহ বলেন। ভাল কাজে ইনশাআল্লাহ বলতে হয়। ক্রেতা। এতে আমার ইনশাআল্লাহ বলার কি আছে? পকেটে টাকা আছে। হাটে গরু আছে। যাব, কিনবো, ব্যাস।

তারপর হাটে গিয়ে সে একটি গরু পছন্দ করলো। দাম ঠিক করে টাকার জন্য পকেটে হাত দিল। কিন্তু পকেটের টাকা হাওয়া। পকেটমার পকেট কেটে টাকা নিয়ে চম্পট। তখন সে অস্থির হয়ে বলতে লাগলো হায় হায়। একি হলো। শেষে নিরাশ ও হতাশ হয়ে পকেটে হাত বুলাতে বুলাতে বাড়িতে ফিরতে লাগল। রাস্তায় আবার ঐ পথিকের সাথে দেখা।

পথিক: কি ভাই, গরু কিনেছেন?

ক্রেতা: কি আর বলবো, ইনশাআল্লাহ।

পথিক: কেন, কি হয়েছে?

ক্রেতা: হাটে গেলাম ইনশাআল্লাহ। গরু পছন্দ করলাম ইনশাআল্লাহ, দাম ঠিক হলো ইনশাআল্লাহ, টাকার জন্য পকেটে হাত দিলাম ইনশাআল্লাহ। কিন্তু পকেটমার টাকা নিয়ে গেছে ইনশাআল্লাহ। গরু কেনা হয়নি ইনশাআল্লাহ, বাড়ি ফিরে যাচ্ছি ইনশাআল্লাহ।

পথিক: কথায় কথায় ইনশাআল্লাহ মানায় না। কেবল ভবিষ্যতের কাজে ইনশাআল্লাহ বলতে হয়। জায়গা মতো ইনশাআল্লাহ বললে কাজ হয়, বেজায়গায় বললে কাজ হয় না। আগেই যদি ইনশাআল্লাহ বলতেন এতো বিপদ হতো না।

শিক্ষাঃ মানুষ স্বচ্ছল অবস্থায় আল্লাহকে স্মরণ করতে চায় না। বিপদে পড়লেই আল্লাহ ছাড়া কিছুই বুঝে না। অথচ স্বাচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহকে ডাকার নির্দেশ দেয়া হয়েছে।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kitten lover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share