25/07/2025
কোন লোক তার কোন জীবনে কোন নর-নারী বা দেব-দেবী কে নিয়ে কল্পনায় কোন চরিত্র সাজিয়েছে। সেই চরিত্র কি কি ভাবে কাজ করেছে কি বলেছে তা দিয়ে আমরা কি করবো সেই বিষয় ভাবতে ভাবতেই জীবন শেষ। অথচ খারাপ হোক ভালো হোক বাঙালি জাতির জন্য গুরুত্বপূর্ণ ইতিহাস জানা থেকে বঞ্চিত করা হচ্ছে। ঘটনাতো ঘটেছিলো..
এগুলা আমাদের ইতিহাস। এসকল চরিত্র বাদ দিয়ে ইতিহাস জানা প্রয়োজন। নয়তো প্রকৃত ইতিহাস আমরা আগের ন্যায় হারিয়ে ফেলবো।