জনগণের পল্লী বিদ্যুৎ - Palli Bidyut

জনগণের পল্লী বিদ্যুৎ - Palli Bidyut Love roaming to beautiful world.
(3)

টিস্যু হিসেবে ব্যবহার করতে পারেন!
06/09/2025

টিস্যু হিসেবে ব্যবহার করতে পারেন!

06/09/2025

*গণছুটি বাস্তবায়নে করণীয় দিকনির্দেশনা*

১। আগামীকাল ০৭/০৯/২৫ খ্রী: সকাল ১০-১১ টার মধ্যে জোনাল/সাব জেনাল/এরিয়া অফিস/অভিযোগ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধি (সর্বোচ্চ সংখ্যক) ছুটির ফরম ফিল আপ সহ সদর দপ্তরে উপস্থিত হবেন।

২। দুপুর ১২ টার মধ্যে সকল ছুটির ফরম একত্রিত করে সুশৃংখলভাবে জেনারেল ম্যানেজার মহোদয়ের নিকট জমা দিয়ে সবাই স্ব স্ব অবস্থান হতে স্টেশন ত্যাগ করবেন।

৩। কোন সমিতিতে জেনারেল ম্যানেজার মহোদয় অনুপস্থিত থাকলে জেনারেল ম্যানেজার মহোদয়ের দপ্তরে জমা রেখে স্টেশন ত্যাগ করবেন।

৪। ছুটির ফর্মের সাথে সাথে অফিসিয়াল মোবাইল (সিম সহ) ও মোটর সাইকেল এর চাবি জমা প্রদান করবেন।

৫। আরইবি'র কুচক্রী মহল বা জেনারেল ম্যানেজার মহোদয় ছুটির ফরম জমাদানে বাধা প্রদান করলে ছুটির ফর্ম রেখে তাৎক্ষণিক ষ্টেশন ত্যাগ করবেন।

৬। আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য কোন মাধ্যমে ভয়ভীতি বা হেনস্থা করার অপচেষ্টা করলে বা উস্কানি দিলে বিবাদে না গিয়ে তাৎক্ষণিক স্টেশন ত্যাগ করবেন।

৭। *গণ ছুটি বাস্তবায়নের আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য কোন মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের আটক, গ্রেফতার বা নির্যাতন করা হলে সবাই যে যেই অবস্থানে আছেন এক যোগে স্টেশন ত্যাগ করবেন। সেক্ষেত্রে নতুন কোন নির্দেশনার অপেক্ষা করবেন না। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে*

৮। সরকারের পর্যায়ে থেকে দাবি পূরণের লিখিত কোন প্রজ্ঞাপন ব্যতীত কর্মসূচি চলমান থাকবে। কোন গুজবে বিভ্রান্তি না হয়ে সবাই সতর্ক থাকবেন।

গণ ছুটি কার্যক্রম সফল করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হল।
*অস্তিত্বের প্রশ্নে আমরা আপসহীন*
প্রচারে...
বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন

05/09/2025

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি-কে স্বৈ #রাচারমুক্ত করতে বিদ্যুৎ যো #দ্ধারা প্রস্তুত!

03/09/2025

গত বছর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা তাদের দাবী মানা হয়নি বলে প্রতিবাদ স্বরূপ ১ থেকে ২ ঘন্টা প্রতীকী বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছিল। এরপর সারা দেশ তাদেরকে নিন্দা জানিয়েছিল। রাষ্ট্রদোহী হিসাবে অনেক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল, চাকরিচ্যুত করা হয়েছিল। তখন আওয়ামী দোসর হিসাবে তাদের আখ্যা দেয়া হয়েছিল। বহুদিন ধৈর্য্য ধরে জেলে জীবন কাটিয়ে তাদেরকে জাতির কাছে প্রমান করতে হয়েছে যে দেশকে অস্থিতিশীল করা বা দেশের মানুষকে সমস্যায় ফেলা তাদের উদ্দেশ্য ছিল না। নানান অভিযোগ ও প্রতিকুলতার মধ্যে ধৈর্য্য ধরে তারা এসব মিথ্যাচারের পেছনে যে আরইবির ভূমিকা ছিল তা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। আসলে পল্লী বিদ্যুৎ সমিতিকে কিছুই করতে হয়নি, আরইবির নিপীড়নমুলক নীতি, শোষনমূলক ব্যবস্থা, কর্মীদের প্রতি অমানবিক ব্যবহার, ও অব্যাহত দুর্নীতির প্রমান দিয়ে আরইবি নিজেই তার স্বৈরাচারী চরিত্রকে জনগনের কাছে স্পষ্ট করেছে। গত জুন মাসে কর্মীদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে আবার শান্তিপূর্ণ আন্দোলন থেকে সরে আসতে বলা হয়।

পল্লীবিদ্যুত সমিতি সেই প্রতিশ্রুতির উপর ভরসা করে আবার তিন মাস অপেক্ষা করে। এর মধ্যে আবার শুরু হয়েছে ফেসবুক পোস্টের জন্য সাসপেন্ড করা, এক দিনের নোটিশে বদলী। এমনকি অসুস্থ ও শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিরাও বাধ্য হয়েছেন অল্প সময়ের নোটিশে বদলি হতে।

সংস্কারের জন্য প্রথম কমিটির প্রস্তাব আরইবির মনপুত হয়নি মনে হয় কারণ সেখানে দ্বৈত ব্যবস্থার অবসানের সুপারিশ করা হয়েছে। তাই আবার কমিটি করেছে।

গতকাল যদি নীলফামারীর শ্রমিকদের উপর পুলিশের আক্রমণ দেখি, তাহলে বোঝা যাবে যে এই সরকার কোনো সমস্যার সমাধান না করে, জিইয়ে রেখে, শোষনের শিকার মানুষকে রাস্তায় নামতে উৎসাহিত করছে। রাস্তায় নামার পর আবার গুলি করছে। এই অরাজকতা সৃষ্টির জন্য দায়ী সরকারের অবিবেচক সিদ্ধান্ত। কিছু হলেই তারা অযৌক্তিক অজুহাত দেয়।

এখন জনগন কি ধরে নেবে? গত অক্টোবর মাসে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ করাই কি তবে ঠিক ছিল? সরকার কি এটাই প্রমান করতে চায়? কঠোর অবস্থানে না গেলে যদি কথা না শোনে তাহলে কী উপায় তারা বাকী রেখেছে?

যমুনায় পুলিশের গুলি দিয়ে অভ্যর্থনা জানানোর পূর্বাভাস দিচ্ছে মনে হয় আবার। নাহলে আর কী ব্যখ্যা থাকতে পারে এমন আচরণের?

©

02/09/2025
পল্লী বিদ্যুৎ সমিতির আজকের অবস্থান কর্মসূচী।
31/08/2025

পল্লী বিদ্যুৎ সমিতির আজকের অবস্থান কর্মসূচী।

30/08/2025

সর্বনাশহয়ে যাচ্ছে!

20/08/2025

বিদ্যুৎ নাই, কিন্তু মিটার পালস দিচ্ছে। রিডিং ৩২ ইউনিট থেকে হয়ে গেছে ৬৮০! পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অকেজো মিটার এইগুলা। গ্রাহক হয়রানি চরমে।

04/08/2025

১৫% প্রণোদনা কি আরইবি একাই খাবে??

পল্লী বিদ্যুৎ সমিতির ১৫% কোথায়?

25/06/2025

জুন মাসে পল্লী বিদ্যুতের কিছু কার্যক্রম:

১. সিস্টেম লস কমানোর জন্য পারচেজ কমাতে হবে। তাই লাইন রক্ষণাবেক্ষণের নামে চলে ফোর্স লোডশেডিং। মানে হুদাই বিদ্যুৎ বন্ধ রাখে।

২. বিদ্যুৎ বিল অন্যান্য মাসের তুলনায় মে ও জুন মাসে বেশি করতে হয়। কারণ সিস্টেম লস কমাতে হবে। এতে মিটার রিডার কাম-ম্যাসেঞ্জারগণের উপর চলে হেমার।

৩. সমিতির কর্মচারীদের উপর চলে অত্যাচার। সকাল ৭/৮ টায় অফিসে উপস্থিত হতে হবে। শুক্র থেকে শনি সারাদিন রোদ-বৃষ্টিতে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে হয়।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when জনগণের পল্লী বিদ্যুৎ - Palli Bidyut posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share