25/06/2025
জুন মাসে পল্লী বিদ্যুতের কিছু কার্যক্রম:
১. সিস্টেম লস কমানোর জন্য পারচেজ কমাতে হবে। তাই লাইন রক্ষণাবেক্ষণের নামে চলে ফোর্স লোডশেডিং। মানে হুদাই বিদ্যুৎ বন্ধ রাখে।
২. বিদ্যুৎ বিল অন্যান্য মাসের তুলনায় মে ও জুন মাসে বেশি করতে হয়। কারণ সিস্টেম লস কমাতে হবে। এতে মিটার রিডার কাম-ম্যাসেঞ্জারগণের উপর চলে হেমার।
৩. সমিতির কর্মচারীদের উপর চলে অত্যাচার। সকাল ৭/৮ টায় অফিসে উপস্থিত হতে হবে। শুক্র থেকে শনি সারাদিন রোদ-বৃষ্টিতে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে হয়।