
21/07/2025
রাজনৈতিক বিবেচনায় সারের ডিলারশিপ দেওয়া হবে না। - কৃষি উপদেষ্টা
ঢাকা, ৬ শ্রাবণ (২১ জুলাই):
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজনৈতিক বিবেচনায় কোনো ডিলারশিপ দেওয়া হবে না। সারের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে যোগ্যদেরকে বিবেচনায় নেওয়া হবে। উপদেষ্টা আজ কৃষি মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, কৃষি খাতে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে সার ক্রয়ের সকল প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, বন্যায় দেশের পাঁচটি জেলায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় সারের মূল্য পরিশোধ করতে সরকার হিমশিম খেয়েছে। তবে সে সংকট সরকার কাটিয়ে উঠেছে। আগামী নভেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত আছে। তিনি আরো বলেন, সরকার সাশ্রয়ী মূল্যে সার আমদানির চেষ্টা করছে। সম্প্রতি মালয়েশিয়ার সাথে সার ক্রয়ের বিষয়ে চুক্তি হয়েছে। আপাতত সারের কোনো ঘাটতি নেই বলে তিনি জানান।
তথ্যবিবরণী নম্বর : ২৪২
#কৃষি #সার #ডিলারশিপ