ডিয়ার ক্রাস

ডিয়ার ক্রাস ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
বাট কে"সে🤔 জানিনা😁 My name Is Mou
(21)

15/06/2025

শীতকালে ফ্লোরে পা দিতাম না, এমন কি সারাবছর ই জুতা পড়ে হাটি, আর এখন ফ্লোরে গড়াগড়ি করি,🌚🌛😭
অহংকার পতনের মূল 💔

06/06/2025

গরুর মাংসের সাথে আলু
পক্ষে নাকি বিপক্ষে 👇

25/05/2025
14/05/2025

প্লিজ একজন মা তার মেয়েকে খুুজে পেতে সাহায্য করুন,, সবাই শেয়ার করেন প্লিজ 🙏 এই ছোট্ট মেয়েটিকে আদিতমারিতে পাওয়া গেছে তবে সে তার I পরিচয় অথবা বাসার ঠিকানা কিছুই বলতে পারছে না l তার পরিচিত কেউ থাকলে দ্রুত এই নাম্বারের যোগাযোগ করুন! আলহামদুলিল্লাহ মেয়েটি সুরক্ষিত আছে!!
যোগাযোগ নাম্বার 01770818657

14/05/2025

জীবনটা হোক কৃষ্ণচূড়া ফুলের মতো
কৃষ্ণচূড়া ফুল যেভাবে জেগে উঠেছে প্রকৃতির মাঝে ঠিক তেমন ভাবে জেগে উঠুক প্রতিটি মানব জীবন।
ফুল তো নির্দিষ্ট মৌসুমে, নির্দিষ্ট সময়ে জন্য জেগে উঠেছে। কিন্তু মানব তোমার জেগে ওঠা যেন নির্দিষ্ট সময়ের জন্য না হয়!

10/05/2025

বাহিরে গেলে মানুষ এমন ভাবে তাকিয়ে থাকে যেনো ছামার সিজনে "কালো" মানুষ দেখে নাই..😪

07/05/2025

তুমি আমার ক্লান্ত মস্তিষ্কে মিশে থাকা এক সমুদ্র ভালোবাসা ,,🥰❤️

আল্লাহ বোনটিকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন আমিন
07/05/2025

আল্লাহ বোনটিকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন আমিন

ছবিটা দেখে বুক হুহু করে ওঠে ?
মনে হয়না? হয়তো আমারই বোন?
আদরমাখা স্বপ্ন নিয়ে ঘুমাচ্ছিল?
পেটের দিকটার জমাট র-ক্ত দেখে আৎকে উঠলেন?
দুমড়ে মুচড়ে যাচ্ছে হৃদয়?

তাতে কি আসে যায়?
চেহারা দেখে বলেন তো মেয়েটা ভারতীয়, বাংলাদেশী নাকি পাকিস্তানি ?
রক্ত দেখে অনুমান করুন তো মেয়েটা হিন্দু, মুসলিম, শিক নাকি ইহুদি?

বলতে পারছেন না তাই না?
আমিও মৃত পায় চোখের দিকে তাকিয়ে প্রশ্নগুলো ভাবছিলাম!
যেই চোখ মৃ-ত্যু দেখে, তারা কী প্রিয়তম মা, বাবা, ভাইয়ের আর্তনাদ শুনতে পায়?
খামচে ধরা হাতটা ধরে তারা কী ফিরে আসে প্রিয়তম গানে?

টাইমলাইনে রেখে দেন শেয়ার করে!
আপনার প্রিয়তম'র ছবি খুব শীঘ্রই এই তালিকায় যুক্ত হবে যারা যু-দ্ধ চাচ্ছিলেন, পৈশাচিক আনন্দ পান মিসাইলের গর্জনে! হয়ত ময়ূখ রঞ্জন বা আজতাক বাংলার এখন একটু আরাম হবে! এরকম কোটি মানুষের রক্তের গঙ্গায় হোলি খেলা হবে, ভাববেন না এই আগুন বাংলাদেশ অবধি আসবেনা!

আসবে!
পুরো পৃথিবী এই নরকে জ্বলবে এখন!

এটাই শেষের শুরু!

আপনি ভারত নাকি পাকিস্তানের পক্ষে?
হিন্দু নাকি মুসলমানের পক্ষে?
এমন অমূলক প্রশ্ন করে নিজেদের মধ্যে দ্বিধা বাড়াবে শত শত কোটি মানুষ!

অথচ আমি আ-মৃ-ত্যু বলব, আমি মানুষের পক্ষে! তোমাদের ধর্ম, তোমাদের রাজনীতির নোংরা খেলার জন্য একটা মানুষও যদি মরে, আমি তার বিপক্ষে!

আপনাদের মা-ছেলের দেখা করার জন্য  বহু মা - ছেলের চির বিচ্ছেদ ঘটেছে --ম্যাডাম বহু সন্তান চিরতরে পঙ্গু হয়ে গেছে--অনেকেই অন্...
06/05/2025

আপনাদের মা-ছেলের দেখা করার জন্য বহু মা - ছেলের চির বিচ্ছেদ ঘটেছে --ম্যাডাম
বহু সন্তান চিরতরে পঙ্গু হয়ে গেছে--অনেকেই অন্ধত্ব বরণ করেছে।
এর মাঝে আপনার দলের কর্মীরাও আছে।
জুলাই বিপ্লবের আমাদের বিপ্লবী হাসনাত আবদুল্লাহ - আব্দুল হান্নানের উপর হামলা হয়েছে - বাকিরাও ঝুঁকিতে ---
আর এদিকে আপনার দলের অনেক কর্মীরা --হাততালি দিয়েছে,
দাঁতবের বেহায় কুত্তার মত হেসেছে -- এ কেমন নির্লজ্জতা--তামাশা-মশকরা,
জুলাই বিপ্লবের নিহত আহতদের সাথে -জাতির সাথে --
আপনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, এজন্যই আপনি আমাদের সবার কাছে আপোষহীন নেত্রী, দল সংস্কার করুন- দলের চিহ্নিত চাঁদাবাজ দূর্নীতিবাজদের বহিষ্কার করুন, যারা ভারতের দালালী করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

আপনার কাছে আমাদের 🇧🇩 চাওয়া এতোটুকুই।

06/05/2025

অপ্রয়োজনীয় নাটকের চেয়ে,
স্পষ্ট প্রত্যাখান শ্রেয়!'

05/05/2025

🔥 ব্রেকিং নিউজ
📌শিঘ্রই প্রকাশিত হবে বহুল আলোচিত ১৯ তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার

📌শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম এইচএসসি পাশ
📌HSC 2024 ব্যাচ আবেদন করতে পারবেন

আবেদন করতে চাইলে এখন থেকে প্রিপ্যারেশন শুরু করুন। 👌
আর বেশি বেশি শেয়ার করে অন্য দের আবেদন করার করে প্রিপারেশন নেওয়ার সুযোগ দিন!!

ওরা পূর্ণতা নিয়ে ব্যস্ত থাকুক, আমরা আকাশ ভরা তারা গুনি 🐈😭
05/05/2025

ওরা পূর্ণতা নিয়ে ব্যস্ত থাকুক, আমরা আকাশ ভরা তারা গুনি 🐈😭

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডিয়ার ক্রাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category