04/08/2025
আজ দূর থেকে দেখছিলাম দুই ভাইয়ের জীবন যুদ্ধ।
না, তাদের হাতে নেই দামী নৌকা, নেই ইঞ্জিনচালিত জাহাজ।
তবুও নদীর পাড়ে দাঁড়িয়ে বারবার জাল ফেলছেন — শুধু আশায়,
"এইবার হয়তো একটাও মাছ উঠবে!"
এই ভিডিওটা শুধু মাছ ধরার নয়,
এটা দৃঢ় মনোবল আর বেঁচে থাকার প্রতীক।
এইরকম মানুষেরা আমাদের আশেপাশেই আছে — চুপচাপ লড়াই করছে প্রতিদিন।
আপনিও দেখুন, হয়তো আপনার দিনটাকেও একটু মানবিক করে তুলবে।
#জীবনেরছবি #মানবিকভাষ্য #বাংলারনদী #মাছধরা