Ahla Foundation

Ahla Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ahla Foundation, Digital creator, Fulbaria.

ধন-সম্পদ মহান আল্লাহর দান।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর আমরা তাদের যে জীবনোপকরণ দিয়েছি তা থেকে যারা গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করে, তাদের জন্যই রয়েছে আখিরাতের শুভ পরিণাম।

সাধারন একটা ছবি তাই না..? এই ছবি দেখে কি বুঝলেন..? যিনি পুরো জগত সৃষ্টি করলেন, তাকে কিভাবে কেউ তৈরি করবে..? 😊"You can ne...
27/06/2025

সাধারন একটা ছবি তাই না..? এই ছবি দেখে কি বুঝলেন..? যিনি পুরো জগত সৃষ্টি করলেন, তাকে কিভাবে কেউ তৈরি করবে..? 😊

"You can never create your creator”

এই গরুটা ছিলো তাহাজ্জুদের রেজাল্ট। ছোট করে একটা বিশ্বাসের গল্প বলি।আমরা জানতাম না এই বছর কোরবানি দিতে পারবো কিনা। আর গতব...
10/06/2025

এই গরুটা ছিলো তাহাজ্জুদের রেজাল্ট।

ছোট করে একটা বিশ্বাসের গল্প বলি।

আমরা জানতাম না এই বছর কোরবানি দিতে পারবো কিনা।

আর গতবছরের কোরবানির পর থেকে আমার ইচ্ছা ছিলো আমি কোরবানিতে একভাগ দিবো।

কোরবানির একমাস আগে আমি খুব আশাহত হয়ে রাতে আল্লাহকে বলতেসিলাম আমার ইচ্ছা ছিলো এইবার কোরবানি দিবো কিন্তু আর সুযোগ হইলো কই? ঠিকাছে পরের বছর হবে ইনশাআল্লাহ।

আমার সেদিনের প্রার্থনা ঐটুকুতেই শেষ।

ঠিক পরেরদিন সকালে ফোন আসে আমার কাছে
"আমি ব্র্যাক থেকে বলছি, আপনি কয়েকদিন আগে পরীক্ষা দিসিলেন। আপনি কি জয়েন করবেন?"

ব্র্যাকের একটা নিয়ম হলো আপনি যদি উৎসবের দুইদিন আগেও জয়েন করেন আপনাকে পুরা বোনাস দিয়ে দেয়া হবে।

এটা সেই বোনাসের গরু ছিলো আলহামদুলিল্লাহ।

আমি খুব স্ট্রাগলের ভিতর দিয়ে যাচ্ছিলাম।
তখন ভেঙে পড়ে গিয়ে রোজায় তাহাজ্জুদ ধরি এবং এটা চলমান থাকে জয়েন করার আগ পর্যন্ত।

(তাহাজ্জুদের পিছে একজন মানুষের ডিরেক্ট ইনফ্লুয়েন্স আছে। )

যেকোনো দোয়াই অ্যান্সার্ড হয়। কোনোটা কোনোটা ম্যাটারিয়ালাইজ হয়। আমারগুলা হচ্ছে।

আমি লিভিং এক্সাম্পল না হওয়ায় আপনাকে বলতেসি না আপনি তাহাজ্জুদ পড়েন। এটা বলবো দোয়া করেন। সব দোয়াই কবুল হয়।

আল্লাহ সূরা দুহার পাঁচ নাম্বার আয়াতে বলছেন
"তোমার পালনকর্তা সত্বরই তোমাকে দান করবে এবং তুমি সন্তুষ্ট হবেন"

ইয়েস ইনডিড ইট ইজ।

আবার একি সুরার শেষ আয়াতে বলছেন
"এবং তোমার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন"❤️

DREAM 🧡😭
21/05/2025

DREAM 🧡😭

09/05/2025
🌙 ঈদে দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়ান! 🌙প্রিয় সবাই ,এবারের ঈদে আমরা আমাদের ভালোবাসা ও সহানুভূতি ছড়িয়ে দিতে চাই। AHLA Foun...
17/03/2025

🌙 ঈদে দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়ান! 🌙

প্রিয় সবাই ,
এবারের ঈদে আমরা আমাদের ভালোবাসা ও সহানুভূতি ছড়িয়ে দিতে চাই। AHLA Foundation এর পক্ষ থেকে আমরা ঈদের বাজার ও ঈদ উপহার দেওয়ার জন্য কিছু দরিদ্র পরিবারকে সাহায্য করতে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য, যাতে এই ঈদে তারা একটি সুন্দর ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।

আমরা আপনাদের কাছ থেকে সাহায্য আশা করছি, যাতে আমরা:

✨ ঈদের জামা-কাপড়
✨ ঈদ খাদ্য প্যাকেজ
✨ ঈদে মিষ্টি ও অন্যান্য উপহার
✨ অর্থ সাহায্য

দরিদ্র পরিবারের কাছে পৌঁছাতে পারি এবং তাদের ঈদ আনন্দের অংশীদার হতে পারি।

👉 আপনার সাহায্য ও সহযোগিতা আমাদের জন্য অমূল্য।

আপনি আপনার হাদিয়ার পরিমান সরাসরি আমাদের মাধ্যমে করতে পারেন:

🔹 বিকাশ: ০১৭৩৪২০৪৭২৩

আসুন, আমরা সবাই মিলে ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিই!

ধন্যবাদ 🌙

আশা করি আপনি আহলা ফাউন্ডেশন এর সেবামূলক সকল কার্যক্রমে আপনি নিজ অবস্থান থেকে শারিরিক ও মানসিকভাবে সমর্থন করে এগিয়ে নিয়...
17/03/2025

আশা করি আপনি আহলা ফাউন্ডেশন এর সেবামূলক সকল কার্যক্রমে আপনি নিজ অবস্থান থেকে শারিরিক ও মানসিকভাবে সমর্থন করে এগিয়ে নিয়ে যাবেন।

সর্বশেষে আপনিও একজন আহলা ফাউন্ডেশন অর্থাৎ সর্বদা উম্মতের কল্যানে র গর্বিত সাথী -

17/03/2025

অসহায় ও বঞ্চিত শিশু ও পরিবারের জন্য ঈদ বাজার হাদিয়া দেবে -

Ahla Foundation

এক সপ্তাহ জীবনের লড়াই করে আজ ঢাকার সিএমএইচ  থেকে আট বছর বয়সী আছিয়া  লা'শ মাগুরায় নিয়ে যাওয়া হয়েছে।
13/03/2025

এক সপ্তাহ জীবনের লড়াই করে আজ ঢাকার সিএমএইচ থেকে আট বছর বয়সী আছিয়া লা'শ মাগুরায় নিয়ে যাওয়া হয়েছে।

💕
13/03/2025

💕

💛
31/12/2024

💛

15/11/2024

আমাদের চারপাশে দুক্ষে কস্টে কাটাচ্ছে অনেক প্রতিবেশি 😓

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Ahla Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share