
16/11/2023
বিদায় সাউথ আফ্রিকা। এমন আশাহত সেমি ফাইনাল শুধুমাত্র সাউথ আফ্রিকা দ্বারা সম্ভব এবং তারা কান্না চোখে বিদায় নেয় প্রতিবার৷ শেষের দিকে মার্করামের বল স্বপ্ন দেখাল৷ তবে, ফিল্ডিং ও কপাল দুটোই সাথে ছিলো না তাদের। এতো এতো মিস্টেক। সত্যিই খারাপ লাগছে। তাদের কান্না চোখ বারবার দেখতে সত্যিই ভালো লাগে না। বোধহয় ক্রিকেট নিজেও এমন দেখতে চায় না আর৷
চোকার্স খাতা থেকে নিজেদের নাম সরিয়ে নিতে পারলো না সাউথ আফ্রিকা। ১৯৯২ সালে বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ করেই সেমি ফাইনাল খেলে ফেলে দলটা। পরবর্তীতে ১৯৯৯,২০০৭, ২০১৫ এবং ২০২৩ বিশ্বকাপ সেমি ফাইনাল খেলেও কান্না চোখে বিদায়। ফাইনাল তাদের কাছে স্বপ্ন।