90's Emotions ヅ

90's Emotions ヅ 𝗔𝘀𝘀𝗮𝗹𝗮𝗺𝘂𝗮𝗹𝗮𝗶𝗸𝘂𝗺ツ
A POSITIVE MIND FINDS OPPORTUNITY IN EVERYTHING🪐

I am a thriller book!📖
Throughout the book - mystery and adventure prevail.

No one can understand the language of this book♡●🤍

27/09/2025

মানুষের সাথে পরিচয় হওয়ার আগে যদি ১ মিনিটের একটা ট্রে'ই'লার দেখা যাইতো, উপকার হইতো!❤️

14/09/2025

কেউ ঘুমাচ্ছে, কেউ ঘুমানোর জন্য ছটফট করছে,
আবার কেউ ঘুমিয়ে যাওয়া মানুষটার অপেক্ষা করছে!
আহারে জীবন। ☺️

- এটি দাসত্ব নয় মূলত এটি সম্মান যত্ন এবং ভালোবাসার বহিঃপ্রকাশ!🤍✨🎀
09/09/2025

- এটি দাসত্ব নয় মূলত এটি সম্মান যত্ন এবং ভালোবাসার বহিঃপ্রকাশ!🤍✨🎀

09/09/2025

জীবন সঙ্গী হিসেবে উত্তম সেই ব্যক্তি, যিনি সঙ্গীর অভিযোগ ধৈর্য ধরে শুনেন, ভুলগুলোকে মেনে নেন এবং ভালোবাসার মানুষটিকে খুশি রাখতে নিজের ভূল গুলো শুধরানো মানসিকতা রাখেন।

পুরুষ তার অধীনস্থ নারীদের সুরক্ষা নিয়ে যে কতটা সতর্ক এই ছবিটা তার একটি ছোট্ট প্রমাণ মাত্র ।ছেলেটির পাশে বসে আছে এক মুরু...
09/09/2025

পুরুষ তার অধীনস্থ নারীদের সুরক্ষা নিয়ে যে কতটা সতর্ক এই ছবিটা তার একটি ছোট্ট প্রমাণ মাত্র ।

ছেলেটির পাশে বসে আছে এক মুরুব্বী মহিলা হতে পরে মা অথবা অন্য কেউ।

শহরে জ্যাম ধাক্কাধাক্কি থাকে সেই কথা মাথায় রেখে নিজের হাত বাকা করে দিয়ে হলেও তাকে আগলে রেখেছে যাতে পিছন দিক থেকে কোনো ধাক্কা আসলে পরে না যায়।

এভাবেই প্রতিটি পুরুষ তার অধীনস্থ নারীদের আগলে রাখে এতে তাদের স্বাধীনতা হরণ করা হয়না বরং তারা সম্মানিত ও মূল্যবান তার প্রমাণ হয়।

আমার কোন দুঃখ নেই...যা আছে তা কেবলই ভুল, আমি দুঃখ বলতে শুধু বুঝি আমার করা যাবতীয় সব ভুল, যেই ভুলগুলো আমায় নিক্ষেপ করছে...
09/09/2025

আমার কোন দুঃখ নেই...

যা আছে তা কেবলই ভুল, আমি দুঃখ বলতে শুধু বুঝি আমার করা যাবতীয় সব ভুল, যেই ভুলগুলো আমায় নিক্ষেপ করছে দুঃখের ভয়ংকর সমুদ্রে।

সুতরাং দুঃখ গুলো আমার কর্ম-ফল..!

08/09/2025

পৃথিবী তোমার পকেটকে সম্মান করে, তোমার কষ্টকে নয়। 💔
শুধুমাত্র একজন মায়ের ভালোবাসা নিঃশর্ত। 🌹

আমার একখান ঘর হইল না, ঘরের পর একখান মানুষ হইল না। জীবনটা হইল যাযাবরের মত, ছন্নছাড়া, পথহারা বিবাগীর একতারার সুর যতো।ক্লা...
08/09/2025

আমার একখান ঘর হইল না,
ঘরের পর একখান মানুষ হইল না।
জীবনটা হইল যাযাবরের মত,
ছন্নছাড়া, পথহারা বিবাগীর একতারার সুর যতো।
ক্লান্ত সন্ধ্যায় ঘরে ফিরে,
তোমার মুখ আর দেখা হইলো না।
ঘামে ভেজা দুপুরে, তোমার তাল পাখার বাতাসে
আমার প্রাণ জুড়াইলো না।
শিশির ভেজা ঘাসে,তোমার সাথে হাটা হইল না।
বসন্ত বিকেলে,চন্দ্রা নদীর পাড়ে
তোমার একখান গান,শোনা হইল না।
পূর্ণিমা রাতে, উঠোনে পাটি পেতে
তোমায় লইয়া একখান গান,
আর বান্ধা হইল না।
যাযাবর এ জীবনে, কত মেলা ঘুরলাম।
কিন্তু মেলা হইতে ফেরার পথে,
তোমার জন্য আলতা-চুড়ি আর কেনা হইলো না।
মেলা শেষে,বেলা ফুরায়ে এলে
গ্রাম্য হাটুরের মতো,
ঘরে ফেরার তাড়া আর হইল না।
আমার একখান ঘর হইলো না,
ঘরের পর একখান,
মানুষ হইল না...
...মেঘ

08/09/2025

- ভালোবাসা তো বেকারত্বের সময় হয়, সফলতা দেখে তো শুধু সম্পর্ক গড়ে ওঠে!'🖤😌

08/09/2025

বদলে দিতে চাও? আগে নিজে বদলাও!

অনেককিছুই বদলে দিতে ইচ্ছে করে তাই না?
তাহলে আগে নিজে বদলাও। আত্মশুদ্ধি ছাড়া অন্যকে শুদ্ধ করা যায় না। একজন মাতাল আরেকজন মাতালকে উপদেশ দিতে পারে না। দিস ইজ অ্যাবসার্ড!

08/09/2025

সময় থাকতে যাকে মূল্য দিবে না, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না। কারণ আত্মসম্মান সবারই আছে!

- শান্তি দিও শাস্তি ও দিও, তবে মৃ"ত্যুর আগ পর্যন্ত সঙ্গ দিও!🖤🌸🙂
08/09/2025

- শান্তি দিও শাস্তি ও দিও, তবে মৃ"ত্যুর আগ পর্যন্ত সঙ্গ দিও!🖤🌸🙂

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when 90's Emotions ヅ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 90's Emotions ヅ:

Share