11/09/2024
বাংলাদেশের আফিয়া সিদ্দিকার নির্মম কাহিনী: একজন মুসলিম নারীর জন্য অমানবিকতার খাঁচায় আটকে থাকা হৃদয় বিদারক সত্যি, যা আপনাকে কাঁদাবে!💔😭
অবিচারের গর্ভে লুকিয়ে থাকা একটি হৃদয়বিদারক কাহিনী‚ পাকিস্তানের আফিয়া সিদ্দিকা এবং ইরাকের ফাতেমার কথা সবাই জানলেও, বাংলাদেশের আফিয়া সিদ্দিকা এবং ফাতেমারা আমাদের নামে বিচার দিতে দিতে হয়তো জান্নাতে চলে গিয়েছেন।
আজ আপনাদের বাংলাদেশের এক আফিয়া সিদ্দিকা এবং ফাতেমার ঘটনা শুনাবো।
RAB 1 এর কার্যালয় থেকে কিছু ভাই এবং একজন বোনকে হেলিকপ্টারে করে রাতের অন্ধকারে ভারতে বিহারের অবস্থিত একটি গোপন কার্যালয়ে পাঠানো হয়। RAB 1 নিয়মিত বাংলাদেশী গুম করা ব্যক্তিদের সেখানে পাঠাতো। তারা কারো ব্যাপারে বেশি ইনফরমেশন পাবে বলে আশা করতো, তাদেরকে ভারতে র এর হাতে তুলে দিয়ে আসতো। সেখানে র ২৪ ঘণ্টা গুম হওয়া ব্যক্তিদের উপর নির্যাতন করতো।
কোন নারী সেখানে পাঠানো হলে প্রথমবারেই গণধর্ষণ করতো। হ্যাঁ, RAB থেকে পাঠানো সেই বোনটিকে প্রথমদিনই র এর ৮-১০ জন সদস্যরা ২-২.৩০ ঘণ্টা ধর্ষণ করেছিলো। প্রথমে তারা তার লজ্জাস্থান দিয়ে ধর্ষণ করে। ধর্ষণের একপর্যায়ে একজন চিৎকার দিয়ে বলেছিলো, "মাগিকে এই যাইগা দিয়ে আর মজা পাচ্ছিনা, অন্য যাইগা দিয়ে কর।" এরপর একজন আসে, সে পায়ুপথে ধর্ষণ করে। বোনটি পায়ুপথে ধর্ষণের ফলে পায়খানা করে দিয়েছিলো।
বোনটিকে সাময়িক চিকিৎসা দেওয়ার ৩-৪ দিন পর আবারও গণধর্ষণ করে র এর সদস্যরা। ২ বার ধর্ষণে পুরো শরীর রক্তাক্ত হয়, পশুর মতন শরীরে কামড়িয়ে আহত করে, লজ্জাস্থান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। বোনটি সম্ভবত আলেমা/হাফেজা ছিলেন। তিনি ভালো আরবি এবং উর্দু বলতে পারতেন।
বোনটি আরবি এই কবিটা বলেছিলেন:
> "ক্বুম, ক্বুম, ইয়া আঁখি ইয়া উখতি, কাম তানামু? আশ'শামসু ওয়াল ক্বামারু লা ইয়ানামু।"
অর্থ: "হে আমার ভাই এবং হে আমার বোন, উঠো, উঠো, আর কতদিন ঘুমিয়ে থাকবে? সূর্য আর চাঁদের স্রষ্টা তো ঘুমান না।"
বোনটিকে কিছুদিন পর সেখান থেকে নিয়ে যাওয়া হয়, সম্ভবত ফজরের পর। এরপর আর কখনো সেখানে খোঁজে পাইনি। বোনটি একবার বলেছিলেন তার স্বামী কাশেমপুর কারাগারে বন্দী আছেন। তখন নামটি জানার সুযোগ হয়নি। তারা আমাদের কয়েকজনকে দেশে পাঠিয়ে দিয়েছিলো, এরপর কাশেমপুর তার পর বিভিন্ন মিডিয়াতে পূর্বের নিউজে খোঁজ করেও আমরা তার সন্ধান পাইনি। আমাদের সন্দেহ, ভারতে বোনটিকে হত্যা করা হতে পারে।
সেখানে আমাদের উপরই ২৪ ঘণ্টা নির্যাতন হতো, আমরা ব্যথায় কতর থাকতাম। বোনটি একবার আমাদেরকে দূর থেকে বলেছিলেন: "আমি যদি আত্মহত্যা করি আমার কি কবীরাহ্ গোনাহ হবে?" আমরা বোনটির প্রশ্নের জবাব দিতে পারিনি। সেখানে আরো কয়েকজন বাংলাদেশী বোন ছিলেন, তাদেরকে দূরে রাখা হতো, ফলে দেখার সুযোগ ছিলো না।
সেখানে আমরা নিয়মিত ধর্ষণের শব্দ পেতাম। আমাদের কিছু করার ছিলো না। বোন, আমাদের মাপ করে দিয়েন, আমরা আপনার ভাই হয়েও আপনার ইজ্জত রক্ষা করতে পারিনি!
“এমন ঘটনা আমাদের হৃদয়কে ভেঙে দেয়!💔😭 আমরা কি সত্যিই এর পরেও চুপ করে বসে থাকবো?”
“আপনার একটি শেয়ার এই বার্তা ছড়িয়ে দিতে সাহায্য করবে। আসুন, একসাথে আমরা ন্যায়ের জন্য আওয়াজ তুলি!”
©️Jamsed Hossen (সংগ্রহিত)