
26/06/2025
ভালো মানুষ গুলোর পরস এতো যে মধুময় হয়-তা বলে শেষ করা যায় না। আমি যখন ডিজিটাল মেলায় প্রথম স্থান অধিকার করি তখন আমাকে এভাবে দুই গুনি মানুষ এবং উপজেলা নির্বাহী অফিসার আমার পার্শ্বে এসে দাড়াই এবং ছবি তোলে। আল্লাহ যেন চলে যাওয়া মানুষগুলোকে জান্নাত বাসি করেন।আমরাও একদিন চলে যাবো ভালো মানুষ হয়ে যাওয়ার অপেক্ষায়। পৃথিবীর সকল মানুষকে মুমিন হওয়ার পরে যেন মৃত্য দেন। (আমিন)