Sharif's Statement

Sharif's Statement A Digital creator

13/08/2025

কালো অন্তরের মানুষগুলো সাদা পাথর রাখলো না।

09/08/2025

আল্লাহ তায়ালার বিস্ময়কর সৃষ্টি মানুষ। মানুষ সৃষ্টির বিভিন্ন পর্যায় সম্পর্কে আল্লাহ তায়ালা কুরআনে বর্ণনা দিয়েছেন।

#মানুষ সৃষ্টি #মাতৃগর্ভ #সৃষ্টি রহস্য

06/08/2025

শেখ হাসিনার পতনের শেষ ৩ বছরের ধারাবাহিকতা অনুযায়ী এই ১ বছরে কী কী সম্ভাবনা ছিল:

১. আরো কোন মেগা প্রজেক্টের পরিকল্পনা একনেকে পাশ হতো।
২. ১ ডলারের দাম দেড়শো টাকা হতো।
৩. এস আলম আরো কিছু ব্যাংক দখল করতো
৪. ব্যাংকগুলোর সামনে মানুষের কাঙালের মতো দাঁড়িয়ে থাকতো নিজের টাকা তোলার জন্য।
৫. বর্ষার মৌসুমে পেয়াজ- মরিচের দাম হয়তো হাজারে পৌঁছে যেতো।
৬. তেলের দাম ডাবল সেঞ্চুরি করতো।
৭. দেশের মাথাপিছু ঋণের পরিমাণ দেড় লাখ কোটি টাকায় পৌছাতো।
৮. নতুন নতুন গুমের জন্য আরো কিছু আয়না ঘর তৈরি করতে হতো।
৯. সিংগাপুর ও কানাডার ধনীর তালিকায় আরো কিছু বাংলাদেশীর নাম যুক্ত হতো।
১০. ভারতের ফরেন রেমিট্যান্স সোর্সিং কান্ট্রি হিসেবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় থেকে প্রথম স্থানে উন্নীত হতো।

03/08/2025

গাজায় ইসরাইলী বাহিনীর জঘন্যতার কাহিনী :

অবরুদ্ধ গাজার ছোট্ট শিশু আমির। একটু খাবারের আশায় ১২ কি. মি রাস্তা খালি পায়ে পার সে পৌঁছে ত্রাণ দেওয়ার স্থান। তার হাড্ডিসাড় দেহে ছেঁড়া জামাটা যেন কাধ বেয়ে পড়ে যাচ্ছে। তার দুচোখে শুধু ভাসছে এই ত্রাণের জন্য অপেক্ষা করছে তার পরিবারের অন্যারা। সে ত্রাণ পেয়ে তাই কৃতজ্ঞতায় ত্রাণের দ্বায়িত্বে থাকা একজন মার্কিন কর্মকর্তার হাতে চুমু খায়। সেই কর্মকর্তা তার স্মৃতিচারণে লেখেন যে সে আমাকে ছোঁয়ার চেষ্টা করলে আমি হাঁটু গেড়ে বসে পড়ি, তখন সে আমার দুই গাল তার দূর্বল হাত দিয়ে নেড়ে দেয় এবং ইংরেজিতে থ্যাংক ইউ বলে ত্রাণ সামগ্রী নিয়ে তার পরিবারের দিকে রওনা দেয়। এরপরই তাদের দিকে জল কামান ও গুলি ছুঁড়তে থাকে ইসরাইলী বাহিনী। ছেলেটি ভয়ে দৌড়াতে থাকে এবং এক পর্যায়ে একটা গুলি তার দূর্বল দেহের পেছন দিয়ে ঢুকে সামনে দিয়ে বেড়িয়ে যায়। ইসরাইলী ইহুদি বাহিনীর বর্বরোচিত হামলায় ছেলেটা শহীদ হয়ে যায়। এভাবে ইহুদিরা গাজায় মানবেতিহাসের জঘন্যতম হামলা চালিয়ে আসছে।

03/08/2025

আপনি সমাজের জন্য, সমাজের মানুষের জন্য যত উপাকারই করেন, কোন দিন একটুর জন্যই সব ভুলে যাবে। পরিবারের জন্য যা করবেন সেটাই শ্রেষ্ঠ বিনিয়োগ।

02/08/2025

বাংলাদেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি, ডা: শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি চলছে। দল ও পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।

31/07/2025

জুলাই ঘোষণাপত্রের দাবিতে শাহবাগে চলছে অবরোধ কর্মসূচি।

পুতির দানার পরিবর্তে কেন আঙুল দিয়ে তাসবিহ গুনবেন? আল্লাহ তায়ালার তাসবিহ পড়ে তার সমস্ত সৃষ্টি। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের উচ...
31/07/2025

পুতির দানার পরিবর্তে কেন আঙুল দিয়ে তাসবিহ গুনবেন?

আল্লাহ তায়ালার তাসবিহ পড়ে তার সমস্ত সৃষ্টি। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের উচিত বেশি বেশি তাসবিহ পড়া। অনেকেই তাসবিহ হিসাব করেন পুতির দানা গুনে। কিন্তু যদি তাতে আল্লাহর দেওয়া আমাদের হাতের কড় গুলি ব্যবহার করি সেটাই উত্তম। কারণ:
১. কিয়ামতের দিনে মুখ বন্ধ করে দেওয়া হবে এবং হাতকে আল্লাহ কথা বলার ক্ষমতা দিবেন। হাতের মাধ্যমে ভালো কাজ বা খারাপ কাজ কী কী করা হয়েছে সব বলে দিবে।

২. হাতের মাধ্যমে সহজে গোনা যায়, সব সময় সাথেই থাকে এবং এতে প্রদর্শনেচ্ছা প্রকাশের সুযোগ কম।

৩. অনেকেই আমরা আকুপাংচার চিকিৎসার কথা জানি, জাপানে যেটা খুবই জনপ্রিয়। এতে হাতের তালুর বিভিন্ন স্থানে টিপে টিপে বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়। তাসবিহ পড়ার সময় আঙুলে টিপের মাধ্যমে মানুষ বিভিন্ন শারীরিক সমস্যা থেকে আল্লাহর রহমতে মুক্তি পেতে পারে।

সর্বোপরি আল্লাহ হাতের কড় গুলো দিয়েছেন এমন ভাবে যাতে গোনা যায় তাই এর ব্যবহার করাই উত্তম।

29/07/2025

সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত।
সুরা আসর- ১-২

29/07/2025

কখনো আপনার বৃদ্ধ পিতা-মাতার সামনে নিজের অভাব প্রকাশ করবেন না। তাহলে তারা আপনার কাছ থেকে কিছু গ্রহণ করতে দ্বিধা করবে এবং আপনি বঞ্চিত হবেন।

28/07/2025

মক্কা থেকে মদীনার পথ কেমন পাহাড়ি ও দূর্গম, সেটা দেখুন।
#মক্কা #মদিনা #হিজরত

এমনও মানুষ হয়!!!
28/07/2025

এমনও মানুষ হয়!!!

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharif's Statement posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sharif's Statement:

Share