খেলার বার্তা

খেলার বার্তা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from খেলার বার্তা, Digital creator, Fulbaria.

লর্ড টেস্টে ভারতের জন্য অপেক্ষা করছে ঘাসযুক্ত সবুজ পিচ
08/07/2025

লর্ড টেস্টে ভারতের জন্য অপেক্ষা করছে ঘাসযুক্ত সবুজ পিচ

Lionel Messi and Cesc Fabregas 21 years ago! 📸
26/06/2025

Lionel Messi and Cesc Fabregas 21 years ago! 📸

একের পর এক টপ সাইনিং করছে লিভারপুল বোর্ড। নেক্সট সিজনে সম্ভাব্য সব ট্রফি জিততে মুখিয়ে তারা, এর জন্য নতুন করে দল সাজাচ্ছে...
26/06/2025

একের পর এক টপ সাইনিং করছে লিভারপুল বোর্ড।

নেক্সট সিজনে সম্ভাব্য সব ট্রফি জিততে মুখিয়ে তারা, এর জন্য নতুন করে দল সাজাচ্ছে কোচ আরনে স্লট।


বাংলাদেশের বিপক্ষে ৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করলো শ্রীলঙ্কা
26/06/2025

বাংলাদেশের বিপক্ষে ৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করলো শ্রীলঙ্কা

Siraj being Siraj. 💁‍♂️
24/06/2025

Siraj being Siraj. 💁‍♂️

দারুণ এক নাটকীয় ম্যাচে পালমেইরাসের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও জয় হাতছাড়া করলো ইন্টার মায়ামি! ম্যাচের শেষ দিকে ব্রাজিলি...
24/06/2025

দারুণ এক নাটকীয় ম্যাচে পালমেইরাসের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও জয় হাতছাড়া করলো ইন্টার মায়ামি! ম্যাচের শেষ দিকে ব্রাজিলিয়ান জায়ান্টরা গোল করে স্কোরলাইন ২-২ করে ফেলে। তবে ড্র হলেও দুই দলই জায়গা করে নিয়েছে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে ✅

🥈গ্রুপ 'এ' থেকে দ্বিতীয় হয়ে উঠেছে মেসির ইন্টার মায়ামি। আর তাই এবার তাদের সামনে চ্যাম্পিয়নস লিগ জয়ী প্যারিস সেন্ট জার্মেইন (PSG)! এই ম্যাচে আবার দেখা হবে মেসি বনাম PSG - পুরনো দলের বিপক্ষে মাঠে নামবেন লিও! ⚔️

🔰 অন্যদিকে গ্রুপের সেরা হয়ে পালমেইরাস খেলবে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর বিপক্ষে।

❌ দিনের আরেক রোমাঞ্চকর লড়াইয়ে পোর্তো ও আল আহলি ৪-৪ গোলে ড্র করলেও কেউই পরের রাউন্ডে যেতে পারেনি।

🌟 এবং একটা জাদুকরী তথ্য –
মেসি এখনও পর্যন্ত জীবনে কখনও কোনো টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েননি!
এই রেকর্ড এখনও অটুট। অভাবনীয় ধারাবাহিকতা! 👑

লিওনেল মেসি আসলে শুধু নাম নয়।সে এক ধীর আগুন, যে নিভে না।সে ছোটখাটো গড়নের মানুষ, কিন্তু তার স্বপ্নের উচ্চতা মাপার কোনো যন...
23/06/2025

লিওনেল মেসি আসলে শুধু নাম নয়।

সে এক ধীর আগুন, যে নিভে না।

সে ছোটখাটো গড়নের মানুষ, কিন্তু তার স্বপ্নের উচ্চতা মাপার কোনো যন্ত্র পৃথিবীতে তৈরি হয়নি।

মাঠের সবুজ ঘাসে যখন সে পা রাখে, বল যেন নিজের ইচ্ছায় তার কাছে যায়।

সে শুধু গোল দিতে জানে না, জানে সময়কে থামিয়ে রাখতে, জানে হৃদয়ের ভিতরে দাগ কেটে যেতে।

মেসির গল্প শেষ হওয়ার নয়।

কারণ যারা আকাশের তারা হয়ে ওঠে, তাদের আলো নিভে গেলে ও তারা থাকে মানুষের মনে।

২৪ জুন, আকাশ এই তারাকে বিশ্বে পাঠিয়েছিল, যাতে বিশ্ব বুঝে, তারার উজ্জ্বলতা কতোটুকু।

শুভ জন্মদিন, লিওনেল মেসি। যিনি আমাকে ফুটবলের প্রেমে আসক্ত করেছেন, আমার মতো একটা প্রজন্মকে ফুটবল প্রেমে বেধে রেখেছেন।

Thank You ❤️
21/06/2025

Thank You ❤️

Lionel Messi scores his 50th goal for Inter Miami 🐐🇦🇷
19/06/2025

Lionel Messi scores his 50th goal for Inter Miami 🐐🇦🇷

একজনের বয়স সেপ্টেম্বরে ৪১ এ পড়বে, আরেকজনও ৪০ পেরিয়ে খেলবে বোধহয়।থিয়াগো সিলভা - সার্জিও রামোস তবুও প্রমাণ করে যাচ্ছে...
18/06/2025

একজনের বয়স সেপ্টেম্বরে ৪১ এ পড়বে, আরেকজনও ৪০ পেরিয়ে খেলবে বোধহয়।

থিয়াগো সিলভা - সার্জিও রামোস তবুও প্রমাণ করে যাচ্ছে যে কেনো তাঁদেরকে নিজেদের প্রজন্মের বেস্ট টু কন্সিডার করা হয়।

সিলভা রাতে ডর্টমুন্ডের বিপক্ষে ডিফেন্সিভ মাস্টারক্লাস দিয়েছিল, সকালে রামোস মন্টেরির জার্সিতে ক্লাব ওয়ার্ল্ড কাপে গোল করে দেখিয়ে দিল যে গোল করার ক্ষুধা এখনো কমেনি তাঁর।

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন।
16/06/2025

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন।

🚨২০২৫ এশিয়া কাপ চলতি বছরের সেপ্টেম্বর মাসে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে।যোগ্যতা অর্জনকারী দলসমূহ:ভারত 🇮🇳পাকিস্তান...
16/06/2025

🚨২০২৫ এশিয়া কাপ চলতি বছরের সেপ্টেম্বর মাসে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে।

যোগ্যতা অর্জনকারী দলসমূহ:
ভারত 🇮🇳
পাকিস্তান 🇵🇰
শ্রীলঙ্কা 🇱🇰
আফগানিস্তান 🇦🇫
বাংলাদেশ 🇧🇩
সংযুক্ত আরব আমিরাত 🇦🇪
ওমান 🇴🇲
হংকং 🇭🇰

ফরম্যাট:
৮ দল – ২টি গ্রুপে বিভক্ত হয়ে খেলা হবে।
এরপর থাকবে সুপার ফোর ও ফাইনাল।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when খেলার বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share