The Daily Morning Voice

The Daily Morning Voice We Dare The Fear
(1)

কুমিল্লা চান্দিনা সাবেক পৌর মেয়র ও আ'লীগ নেতা মফিজুল আটকএ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক ম...
15/07/2025

কুমিল্লা চান্দিনা সাবেক পৌর মেয়র ও আ'লীগ নেতা মফিজুল আটক

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলামকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত আনুমানিক সোয়া ৮ টায় চান্দিনা পৌরসভার মহারং পশ্চিম পাড়া থেকে তাকে গ্রেফতার করে চান্দিনা থানা পুলিশ।

আটক মফিজুল ইসলাম (৫৫) চান্দিনা পৌরসভার মহারং গ্রামের হাজী আলী মিয়ার ছেলে।
পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এবং উত্তরা থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া কুমিল্লার চান্দিনা থানায়ও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে মো. মফিজুল ইসলাম ২০১৬ সাল বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন। ২০২১ সাল পর্যন্ত তিনি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে বাংলাদেশ ছাত্রলীগ এর কর্মী হিসেবে রাজনীতিতে আসেন তিনি। এর পর চান্দিনা উপজেলা যুবলীগ এবং পরবর্তীতে ১৯৯৯ সাল থেকে তিনি চান্দিনা পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন।

ঘটনার সত্যতা নিশ্চি ত করে কুমিল্লা চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি মামলায় গ্রেফতার করে তাকে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

15/07/2025

"কম্প্রোমাইজ করতে শিখে গেছে অন্তর্বর্তীকালীন সরকার"

কুমিল্লা দেবীদ্বারে জঙ্গল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারএ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার দেবীদ্বারের এলাহাবাদ ইউন...
15/07/2025

কুমিল্লা দেবীদ্বারে জঙ্গল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দেবীদ্বারের এলাহাবাদ ইউনিয়নের গৌরসার গ্রামে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সুজাত আলীর পরিত্যক্ত বাড়ির পাশের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলর এলাহাবাদ ইউনিয়নের গৌরসার গ্রামের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সুজাত আলীর পরিত্যক্ত বাড়ির পাশের জঙ্গলের বসবাসকারী এক ব্যক্তি প্রথমে মরদেহটি দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে ডেকে আনেন এবং থানা পুলিকে খবর পাঠায় খবর পেয়ে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুলের নেতৃত্বে একদল পুলিশ স্থলে পৌছে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতেরমরদেহ উদ্বার শেষে মাজহারুল ইসলাম জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন আগে নারীটিকে হত্যা করে নির্জন এ জঙ্গলে ফেলে রাখা হয়েছে। বয়স আনুমানিক চল্লিশের মতো। শরীরে এখনও তেমন পচন ধরেনি, তবে মুখমণ্ডলে পোকা ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, “মরদেহের পেটের অংশ অস্বাভাবিকভাবে ফুলে আছে, সম্ভবত তিনি গর্ভবতী ছিলেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সিআইডি, পিবিআই ও নারী পুলিশ সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁদের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, দিনের বেলা নির্জন থাকলেও রাতের বেলায় ওই এলাকায় মাদকসেবী ও বিভিন্ন অপরাধীর আনাগোনা বেড়েছে। তারা অভিযোগ করেন, “রাতে এখানে যেসব তরুণদের দেখা যায়, তাদের অনেকেই প্রভাবশালী পরিবারের সন্তান।

কাল ১৬ জুলাই, গোপালগঞ্জে যাচ্ছে এনসিপি! ..
15/07/2025

কাল ১৬ জুলাই, গোপালগঞ্জে যাচ্ছে এনসিপি!
..

15/07/2025
"জুলাই পদযাত্রা" ভোলায় এনসিপির সমাবেশের জনসমাগম। নতুন বাংলাদেশ বিনির্মানে সারাদেশে পদযাত্রা করছে এনসিপি। ছবি: এনসিপির মি...
15/07/2025

"জুলাই পদযাত্রা" ভোলায় এনসিপির সমাবেশের জনসমাগম। নতুন বাংলাদেশ বিনির্মানে সারাদেশে পদযাত্রা করছে এনসিপি।

ছবি: এনসিপির মিডিয়া উইং

15/07/2025

আমেরিকার ট্যারিফ মোকাবেলায় সরকারকে পূর্ণ সমর্থন দেবে বিএনপি।

15/07/2025

সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই জামায়াত।

Wednesday, July 16, 2025Shraban 1, 1432 BS Muharram 20, 1447 Hijri The Daily Morning Voice- Copies- Vol. 03, No. 324For ...
15/07/2025

Wednesday, July 16, 2025
Shraban 1, 1432 BS
Muharram 20, 1447 Hijri

The Daily Morning Voice- Copies- Vol. 03, No. 324
For Online E-paper Visit https://epaper.dailymorningvoice.com

15/07/2025

প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’করেছে এনসিপি, নিবন্ধন কি পাবে?

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত ‘জনতার সামনে’ অনুষ্ঠানে সরকারি কার্যক্রমের পরিপন্থী বিষয়বস্তু উপস্থাপন করায় বিটি...
15/07/2025

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত ‘জনতার সামনে’ অনুষ্ঠানে সরকারি কার্যক্রমের পরিপন্থী বিষয়বস্তু উপস্থাপন করায় বিটিভির অনুষ্ঠান নির্বাহী বেগম মাহবুবা ফেরদৌসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। রোববার (১৩ জুলাই) এ বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে।

15/07/2025

আওয়ামী লীগ বাংলাদেশে স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা ও গনতন্ত্র কখনো চায় না!

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when The Daily Morning Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share