15/07/2025
বড় চিংড়ি মাছের পুর ভরা কাটলেট রেসিপি (মানহা রেসিপির স্টাইলে)
উপকরণ:
চিংড়ির
বড় চিংড়ি মাছ (ছাড়ানো ও কুচানো) – ৫০০ গ্রাম
আলু সেদ্ধ – ১ কাপ
পেঁয়াজ কুচি – ১ কাপ
আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ
লবণ, গোলমরিচ – স্বাদমতো
ডিম – ২টি
ব্রেডক্রাম্বস – কোটিংয়ের জন্য
পুরের জন্য:
পেঁয়াজ কুচি – ১/২ কাপ
কাঁচা মরিচ কুচি – ৪–৫টি
ধনে পাতা – ২ টেবিল চামচ
লবণ ও চাটমসলা – পরিমাণমতো
সরিষার তেল – ১ চা চামচ
প্রস্তুত প্রণালী ধাপে ধাপে:
১️ পুর তৈরি:
একটি বাটিতে পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনে পাতা, লবণ, চাটমসলা ও সরিষার তেল মিশিয়ে নিন।
চাইলে সামান্য ভেজে নিতে পারেন, তবে কাঁচা পুর থাকলে বেশি রসালো হয়।
২️ চিংড়ির খোলস বা বাইরের মিশ্রণ:
কুচানো চিংড়ি, সেদ্ধ আলু, পেঁয়াজ, আদা-রসুন বাটা, লবণ, গোলমরিচ একসাথে ভালো করে মেখে নিন।
হাতে নরম মিশ্রণ হয়ে গেলে সেটাকে ৫–৬ ভাগ করে নিন।
৩️ পুর ভরা কাটলেট তৈরি:
প্রতিটি ভাগ হাত দিয়ে চেপে গোল বা ওভাল শেপ দিন।
মাঝখানে ফাঁক করে পুর দিয়ে আবার ঢেকে দিন।
যেন পুর বের হয়ে না যায়, খেয়াল রাখবেন।
৪️ ডিম ও ব্রেডক্রাম্বস:
প্রতিটি কাটলেট ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বসে গড়িয়ে নিন।
চাইলে ১০–১৫ মিনিট ফ্রিজে রেখে সেট করুন।
৫️ ভাজার ধাপ:
কড়াইতে তেল গরম করুন।
মাঝারি আঁচে দুই পাশ ভালোভাবে লালচে হওয়া পর্যন্ত ভাজুন।
পরিবেশন আইডিয়া:
সাথে টমেটো সস, ধনেপাতার চাটনি, অথবা সরষে চাটনি।
গরম গরম পরিবেশন করলে সবচেয়ে ভালো খেতে লাগবে।