11/10/2024
🚫ধর্ম যার যার উৎসব সবার!
উক্ত বাক্যটাকে ধর্মীয় আয়নায় পরীক্ষা করার আগে যুক্তির আয়নায় একটু পরীক্ষা করুন।
আচ্ছা আমাদের উৎসব যেমন দুই ঈদ—এটা কি আমাদের ইবাদত না ? আমাদের দুইটা ঈদ কি আমাদের ধর্ম না? যদি ইবাদত বা ধর্ম হয় তাহলে আমরা ঐ বাক্যের মাধ্যমে ধর্ম বা উৎসবকে আলাদা করে স্লোগান দিচ্ছি কেন ?
যেটা আমাদের উৎসব (দুই ঈদ) সেটাই আমাদের ধর্ম। দুইটা কখনোই আলাদা বিষয় নয়।
অতএব ধর্ম যার যার উৎসব সবার এ বাক্যটাই ভুল ❌