14/03/2023
🛑এফিলিয়েট মার্কেটিং কি ?
💢এফিলিয়েট মার্কেটিং এমন একটি উপায় বা মাধ্যম যার দ্বারা আমরা যেকোনো অনলাইন কোম্পানির ডিজিটাল প্রোডাক্ট (Digital product), অনলাইন স্টোরের ফিজিক্যাল প্রোডাক্ট (physical product) বা অনলাইন কিনতে পাওয়া যেকোনো জিনিস, নিজের ওয়েবসাইট, ব্লগ, সোশ্যাল মিডিয়া পেজ বা ইউটিউবের চ্যানেলে “এফিলিয়েট লিংক এর মাধ্যমে” প্রোমোট (promote) করতে পারি।
এবং,যখনি সেই প্রোমোট করা জিনিসটি আপনার দেয়া লিংকের মাধ্যমে গিয়ে লোকেরা কিনবেন বা প্রোমোট করা লিংকের মাধ্যমে PRODUCT এর official ওয়েবসাইটে গিয়ে অন্য কোনো product কিনবেন, তখন আপনাকে সেই প্রোডাক্টটি বিক্রি করানোর জন্য কিছু commission টাকা দেয়া হয়।
এটাকেই এফিলিয়েট মার্কেটিং বলে।
🛑কিভাবে এফিলিয়েট মার্কেটিং মার্কেটিং বিশ্বকে প্রভাবিত করে?
💢বর্তমানে পুরো বিশ্ব এখন চলছে শুধু এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অর্থাৎ মার্কেটিং যেই কমিউনিটি আছে, এই মার্কেটিং এর বৃহৎ অংশ রল যেটা প্লে করছে সেইটা কিন্তু এই এফিলিয়েট মার্কেটিংটাই প্লে করে আসছে।এবং এই এফিলিয়েট মার্কেটিং ছাড়া বর্তমানে মার্কেটিং কমিউনিটি প্রায় বলা যায় অসম্ভব।
মানে মার্কেটিং এর মধ্যে 90% বা 80% অবদান দেখা যাচ্ছে এফিলিয়েট মার্কেটিং এ শুধু।
🛑এফিলিয়েট মার্কেটিং এর জন্য মার্কেটপ্লেস কি?
💢এফিলিয়েট মার্কেট প্লেস হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে বিভিন্ন প্রডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন। যার মাধ্যমে প্রতিটি পন্য বিক্রির জন্য আপনি কমিশন পাবেন।এফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনাকে প্রথমে যে কোনো একটি মার্কেট প্লেসে একাউন্ট খুলতে হবে।একাউন্ট খোলা সম্পূন ফ্রি এর জন্য কোনো চার্জ লাগবে না। অ্যামাজনের প্রডাক্ট শেয়ার করার জন্য amazon associate এ একাউন্ট খুলতে হবে।এছাড়াও জনপ্রিয় কিছু মার্কেট প্লেস হলো, AliExpress, Go Daddy,Udemy ইত্যাদি।
আমরা মূলত অ্যামজন নিয়ে কাজ করবো। কারন অ্যামজন বর্তমান সময়ে খুবই জনপ্রিয়।এছাড়াও অ্যামাজনের প্রডাক্ট এর পরিমান কয়েক মিলিয়ন।বৈশ্বিক ভিজিটরের পরিমান ও অ্যামজনের সবচাইতে বেশি।এজন্য এখনে টার্গেট ক্লিকের পরিমানও বেশি আসে।
⚡জনপ্রিয় কিছু এফিলিয়েট মার্কেট প্লেসঃ
★Amazon affiliate:-
💢বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এফিলিয়েট প্রোগ্রাম হচ্ছে অ্যামাজনের।এমন কোনো প্রডাক্ট নেই যা অ্যামাজনে নেই।অ্যামজনে শুধু আমেরিকা ছাড়াও ইংল্যান্ড,কানাডা,আস্টেলিয়া এবং আমাদের পাশ্ববর্তী দেশ ভারতেও রয়েছে।এর বৈশ্বিক কাস্টমারের পরিমানও বেশি,তাই প্রচুর সেল হয়।
★Udemy affiliate:-
💢বিশ্বের সবচাইতে অনলাইন কোর্স করানোর জন্য ওয়েবসাইট। Udemy তে সকল ধরনের কোর্সপাওয়া যাবে। এটার ব্যপক চাহিদা আছে।
আপনি চাইলে উপরের যে কোনো মার্কেট প্লেসে একাউন্ট করতে পারবেন।