Sheikh Lamiya

Sheikh Lamiya Hi! I’m Lamiya.I’m learning digital marketing at NextGen It.

💢 Importance  of customer communication:⭐The more you communicate with your customers, the more likely they are to remem...
23/03/2023

💢 Importance of customer communication:

⭐The more you communicate with your customers, the more likely they are to remember you and your business. You need a communication strategy so you can determine which communication method is best for your business and your target customers. Consider your customer demographics before you settle on a method.

💢Importance of communication in management are:

(1) basis of co-ordination (2) smooth working of an enterprise (3) basis of decision-making (4) enhances managerial efficiency (5) promotion of co-operation and industrial peace (6) establishment of effective leadership and (7) morale-building and motivation.

💢6 tips for communication skills are;-

1) Positive body language should be there.
2) Transparency & Honesty ie policy, ethics must be completed.
3) Always give accurate information.
4) Personalization.
5) Professional language should be used.
6) Executive listening should be a good listener.

🛑এফিলিয়েট মার্কেটিং কি ? 💢এফিলিয়েট মার্কেটিং এমন একটি উপায় বা মাধ্যম যার দ্বারা আমরা যেকোনো অনলাইন কোম্পানির ডিজিটাল প্র...
14/03/2023

🛑এফিলিয়েট মার্কেটিং কি ?

💢এফিলিয়েট মার্কেটিং এমন একটি উপায় বা মাধ্যম যার দ্বারা আমরা যেকোনো অনলাইন কোম্পানির ডিজিটাল প্রোডাক্ট (Digital product), অনলাইন স্টোরের ফিজিক্যাল প্রোডাক্ট (physical product) বা অনলাইন কিনতে পাওয়া যেকোনো জিনিস, নিজের ওয়েবসাইট, ব্লগ, সোশ্যাল মিডিয়া পেজ বা ইউটিউবের চ্যানেলে “এফিলিয়েট লিংক এর মাধ্যমে” প্রোমোট (promote) করতে পারি।

এবং,যখনি সেই প্রোমোট করা জিনিসটি আপনার দেয়া লিংকের মাধ্যমে গিয়ে লোকেরা কিনবেন বা প্রোমোট করা লিংকের মাধ্যমে PRODUCT এর official ওয়েবসাইটে গিয়ে অন্য কোনো product কিনবেন, তখন আপনাকে সেই প্রোডাক্টটি বিক্রি করানোর জন্য কিছু commission টাকা দেয়া হয়।
এটাকেই এফিলিয়েট মার্কেটিং বলে।

🛑কিভাবে এফিলিয়েট মার্কেটিং মার্কেটিং বিশ্বকে প্রভাবিত করে?

💢বর্তমানে পুরো বিশ্ব এখন চলছে শুধু এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অর্থাৎ মার্কেটিং যেই কমিউনিটি আছে, এই মার্কেটিং এর বৃহৎ অংশ রল যেটা প্লে করছে সেইটা কিন্তু এই এফিলিয়েট মার্কেটিংটাই প্লে করে আসছে।এবং এই এফিলিয়েট মার্কেটিং ছাড়া বর্তমানে মার্কেটিং কমিউনিটি প্রায় বলা যায় অসম্ভব।
মানে মার্কেটিং এর মধ্যে 90% বা 80% অবদান দেখা যাচ্ছে এফিলিয়েট মার্কেটিং এ শুধু।

🛑এফিলিয়েট মার্কেটিং এর জন্য মার্কেটপ্লেস কি?

💢এফিলিয়েট মার্কেট প্লেস হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে বিভিন্ন প্রডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন। যার মাধ্যমে প্রতিটি পন্য বিক্রির জন্য আপনি কমিশন পাবেন।এফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনাকে প্রথমে যে কোনো একটি মার্কেট প্লেসে একাউন্ট খুলতে হবে।একাউন্ট খোলা সম্পূন ফ্রি এর জন্য কোনো চার্জ লাগবে না। অ্যামাজনের প্রডাক্ট শেয়ার করার জন্য amazon associate এ একাউন্ট খুলতে হবে।এছাড়াও জনপ্রিয় কিছু মার্কেট প্লেস হলো, AliExpress, Go Daddy,Udemy ইত্যাদি।

আমরা মূলত অ্যামজন নিয়ে কাজ করবো। কারন অ্যামজন বর্তমান সময়ে খুবই জনপ্রিয়।এছাড়াও অ্যামাজনের প্রডাক্ট এর পরিমান কয়েক মিলিয়ন।বৈশ্বিক ভিজিটরের পরিমান ও অ্যামজনের সবচাইতে বেশি।এজন্য এখনে টার্গেট ক্লিকের পরিমানও বেশি আসে।

⚡জনপ্রিয় কিছু এফিলিয়েট মার্কেট প্লেসঃ

★Amazon affiliate:-

💢বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এফিলিয়েট প্রোগ্রাম হচ্ছে অ্যামাজনের।এমন কোনো প্রডাক্ট নেই যা অ্যামাজনে নেই।অ্যামজনে শুধু আমেরিকা ছাড়াও ইংল্যান্ড,কানাডা,আস্টেলিয়া এবং আমাদের পাশ্ববর্তী দেশ ভারতেও রয়েছে।এর বৈশ্বিক কাস্টমারের পরিমানও বেশি,তাই প্রচুর সেল হয়।

★Udemy affiliate:-

💢বিশ্বের সবচাইতে অনলাইন কোর্স করানোর জন্য ওয়েবসাইট। Udemy তে সকল ধরনের কোর্সপাওয়া যাবে। এটার ব্যপক চাহিদা আছে।

আপনি চাইলে উপরের যে কোনো মার্কেট প্লেসে একাউন্ট করতে পারবেন।

🍁ডিজিটাল মার্কেটিং কি এবং এটির গুরুত্ব, সুবিধা এবং  প্রয়োজনীয়তাই বা কি? এই প্রশ্নটি এখন সবার। উদ্যোক্তা থেকে শুরু করে প্...
07/03/2023

🍁ডিজিটাল মার্কেটিং কি এবং এটির গুরুত্ব, সুবিধা এবং প্রয়োজনীয়তাই বা কি? এই প্রশ্নটি এখন সবার। উদ্যোক্তা থেকে শুরু করে প্রতিষ্ঠিত ব্যবসায়ী সবাই এখন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চায়। বর্তমান যুগ ডিজিটাল মার্কেটিং এর যুগ। এখন ঘরে বসে অনলাইনে কেনা কাটা থেকে শুরু করে, অনলাইনে ইনকাম করা সবটাই এই ডিজিটাল মার্কেটিং এর ওপর নির্ভর করে।🍁

♦️ডিজিটাল মার্কেটিং কী?

💢ডিজিটাল ডিভাইস এবং প্রযুক্তি (মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি) ব্যবহার করে কোন পণ্য বা সার্ভিসের প্রচারণা করাই হলো ডিজিটাল মার্কেটিং। যেটাকে অনলাইন প্রচারণা ও বলা হয়।

♦️ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব কী?

💢খরচ কমানোর ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব অপরিসীম। ডিজিটাল মার্কেটিং এর খরচ ট্রেডিশনাল মার্কেটিং এর খরচের চেয়ে অনেক কম আপনি কম খরচে অধিক সংখ্যক কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন এবং আপনার ব্যবসার লক্ষ্য পূরণ করতে পারবেন।

♦️ডিজিটাল মার্কেটিং এর সুবিধা কি কি?

💢ডিজিটাল মার্কেটিং এর সুবিধাসমুহঃ

★ডিজিটাল মার্কেটিং বিপণনের সবচেয়ে শক্তিশালী রুপ।
★ডিজিটাল মার্কেটিং কৌশলগুলি হল আপনার ব্যবসায়ের বিপণনের সবচেয়ে ব্যয়সাধ্য উপায়।
★ডিজিটাল মার্কেটিং বিপণনের সবচেয়ে পরিমাপযোগ্য মাধ্যম।
★ডিজিটাল মার্কেটিং সর্বাধিক সুবিধা হল এটি আপনাকে আপনার আদর্শ ক্রেতাদের লক্ষ্য করার সুযোগ দেয়।
★বিশ্বব্যাপী পৌঁছনো - একটি ওয়েবসাইট আপনাকে কেবলমাত্র একটি ছোট বিনিয়োগের জন্য নতুন বাজার এবং বিশ্বব্যাপী বাণিজ্য করার অনুমতি দেয়।

♦️ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা কী?

💢বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং একটি অপরিহার্য অংশ। কারণ মানুষ এখন যেকোন পণ্য ক্রয় করার আগে ইন্টারনেটে ওই পন্য সম্পর্কে জেনে বুঝে তারপর ক্রয় করে। তাছাড়া মানুষ এখন দোকানে ঘুরে ঘুরে না কিনে, অনলাইন থেকেই বেশিরভাগ কেনা কাটা করে থাকে।

তাই আপনি যদি একজন ব্যবসায়ী হন, তাহলে আপনার উচিত ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ব্যবসাকে মানুষের কাছে পৌঁছে দেয়া। আসুন আমরা বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তাগুলো জেনে নেই।

★সমগ্র বিশ্বে মোট প্রায় ২ বিলিয়ন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে।
★বর্তমান বিশ্বে মোট প্রায় ৫.১১ বিলিয়ন মানুষ মোবাইল ফোন ব্যবহার করে
★প্রায় ৮৪% বিক্রেতা, মার্কেটার সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ক্রেতার তথ্য সংগ্রহ করার জন্যে।
★সারা বিশ্বে ৫৫% মানুষ যেকোন পন্য ক্রয়ের জন্যে সামাজিক মাধ্যমের ওপর নির্ভরশীল।
★৭০% ক্রেতা যেকোন পণ্য কেনার আগে ইন্টার্নেটে সার্চ দিয়ে সেই পণ্য সম্পর্কে যাচাই বাছাই করেন।
★বিশ্বে প্রায় ৫১% ক্রেতা তাদের প্রয়োজনীয় কেনাকাটা অনলাইন থেকে মোবাইল ফোনের মাধ্যমে করে থাকে।

🍁বুঝতেই পারছেন, আধুনিক বিশ্বে নিজেকে ও নিজের ব্যবসার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ডিজিটাল মার্কেটিং শেখার কোনো বিকল্প নেই।❣️

রবার্ট ব্রুস একজন বিখ্যাত রাজা ছিলেন। তার রাজ্য তার শত্রুদের দ্বারা আক্রমণ করা হয়েছিল। তিনি সাহসিকতার সাথে যুদ্ধ করেছিলে...
02/03/2023

রবার্ট ব্রুস একজন বিখ্যাত রাজা ছিলেন। তার রাজ্য তার শত্রুদের দ্বারা আক্রমণ করা হয়েছিল। তিনি সাহসিকতার সাথে যুদ্ধ করেছিলেন কিন্তু হেরে গেলেন। নিজের জীবন বাঁচানোর জন্য তিনি তার রাজ্য থেকে পালিয়ে একটি দুর্গম গুহায় আশ্রয় নেন।রাজা তার অসুখী অবস্থার জন্য সর্বদা চিন্তাশীল মেজাজে ছিলেন। একবার তিনি গুহায় শুয়ে ছিল। হঠাৎ তিনি দেখলেন একটি মাকড়সা গুহার ছাদে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করছে। বারবার ব্যর্থ হলেও সাহস হারায়নি। অনেক ব্যর্থ চেষ্টার পর অবশেষে সে সফল হল। এটা দেখে রাজা তার রাজ্য ফিরে পেতে অনুপ্রাণিত হলেন। এরপর তিনি তার সৈন্যদের সংগ্রহ করেন এবং তার শত্রুদের উপর আবার আক্রমণ করেন। এই সময় তার শত্রুরা পরাজিত হয় এবং তিনি তার হারানো রাজ্য ফিরে পান।

শিক্ষা: আপনি সফল না হওয়া পর্যন্ত চেষ্টা করুন এবং ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করুন।

👉শুধু মাত্র ২ মিনিট সময় নিয়ে নিচের বিষয়গুলো পড়বেন👈---------যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের ৪ট...
02/03/2023

👉শুধু মাত্র ২ মিনিট সময় নিয়ে নিচের বিষয়গুলো পড়বেন👈
---------
যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের ৪টা সমস্যা খুবই লক্ষনীয় -
১. আমার তো টাকা নেই।
২. আমার পরিবার চায় না
৩. সামনে পরীক্ষা আছে
৪. আমি কি পারব?
তো তাদের জন্য বলছি-
--
১. আমার তো টাকা নেই- আরে‌ ভাইয়া যার টাকা আছে তার তো কাজ করার দরকার নেই আপনার আমার টাকা নেই বলেই তো করতে হবে। ভাই টাকা তো আমার ও ছিল না আমি তো জোগাড় করেছি, আপনাকেও করতে হবে। আজেবাজে অনেক কাজে টাকা নষ্ট করতে পারেন কিন্তু নিজের ক্যারিয়ার এর জন্য কেন পারবেন না?
--
২. পরিবার চায়না- ভাইয়া, আপনি যে রিলেশন করেন সেটা কি আপনার পরিবার চায়? আপনি সারাদিন মোবাইল টিপেন এটা কি আপনার পরিবার চায়?
আপনি যখন কিছু করবেন তখনই তো আপনার পরিবার আপনাকে Support করবে..তো ঐ যে Support টা ওইটা পাওয়ার জন্যই তো আপনাকে কিছু একটা করতে হবে😊
কিন্তু আসল সমস্যা পরিবার না, আসল সমস্যা হচ্ছে "টাকা"।
--
৩. সামনে পরীক্ষা আছে- হরতাল ভাইয়া আপনার পরীক্ষা আছে, কিন্তু কথা হলো দিনে কত ঘন্টা আপনি পড়াশোনা করেন? আপনি এই লকডাউনে কয়দিন পড়েছেন? সারাদিন অনলাইন এ পড়ে থাকেন না,?! ভাই, পরীক্ষা হচ্ছে একটা অজুহাত, সরকার ২ বছর ধরে পরীক্ষার তারিখ বদলাচ্ছে তবুও আপনি পরীক্ষার অজুহাত দেন।
কিন্তু আসল সমস্যা আপনার পরীক্ষা ও না, আসল সমস্যা হচ্ছে "টাকা"।
--
৪. আমি কি পারব? - এই কথাটা কখনো মাথায় আনবেন না যে আমি কি পারব? সব সময় ভাববেন অন্য কেউ যদি পারে তাহলে আমি কেন পারব না??তার থেকে তো আমার কিছুতে কমতি নেই...শুধু এতটুকু ভাববেন এই ফ্রিলান্সিং সেক্টরে যদি একজন ব্যক্তি সফল হয় তাহলে সেই একজন ব্যক্তিই হবেন আপনি।
যদি নিজের প্রতি প্রতি একটু বিশ্বাস রাখেন তাহলে আপনাকে সফলতার দ্বারে যাওয়া লাগবে না...সফলতা আপনার কাছে এসে ধরা দিবে🥰🥰
কিন্তু এটাও আসল সমস্যা না, আসল সমস্যা হচ্ছে ওই যে, "টাকা"।
সব সমস্যার একটাই কারণ সেটা হচ্ছে "টাকা"। ভাই আমি একটা কথাই বলবো যার কোটি কোটি টাকা আছে তার কাজের দরকার নাই আপনার নেই বলেই আপনাকে "টাকা" জোগাড় করে কাজ শুরু করতে হবে।
তাই যারা এখন ও সিধান্ত নিতে পারছেন না তাদের বলি এখনও সময় আছে
সঠিক সিদ্ধান্ত নিন 🥰🥰

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh Lamiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sheikh Lamiya:

Share