
20/06/2025
বাংলাদেশ আনজুমানে তালমীযে ইসলামীয়া, শ্রীমঙ্গল উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী সম্পন্ন।
তারিখ: ২০ জুন ২০২৫ইং
স্থান: শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাযিল ডিগ্রি মাদ্রাসা, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
বাংলাদেশ আনজুমানে তালমীযে ইসলামীয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে ঈদ-উল-আদ্বহা ২০২৫ উপলক্ষে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাযিল ডিগ্রি মাদ্রাসায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালমীযে ইসলামীয়ার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের প্রতিনিধিবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে তালমীয সদস্যদের মিলনমেলা ছাড়াও ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও দোয়া মাহফিল।
উপজেলা সভাপতি মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শায়েল আহমদ এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ছাত্রনেতা আবুল কাশেম- সহ সভাপতি, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, মৌলভীবাজার জেলা, তিনি তার বক্তব্যে বলেন, “ঈদের আনন্দ কেবল ব্যক্তিগত নয়, বরং সামাজিক ও সাংগঠনিক বন্ধনকে দৃঢ় করার এক অনন্য সুযোগ। তালমীযে ইসলামীয়ার মতো সংগঠনের মাধ্যমে যুব সমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে।”
বিশেষ অতিথির বক্তব্যে জেলা তালামীযের অফিস সম্পাদক হাফেজ রুমেন চৌধুরী বলেন, “আমাদের নতুন প্রজন্মকে নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের সংগঠনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
জনাব এবিএম সামছুদ্দোহা খানঁ আবু বকর সাহেব, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, শ্রীমঙ্গল পৌর শাখা
জনাব ময়ীনু্ল ইসলাম জাকির সাহেব, প্রভাষক নবিগঞ্জ সরকারি কলেজ
এছাড়াও আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা তালামীযের সাবেক সভাপতি জনাব রাকিবুল ইসলাম সালেহ, মাওলানা বুরহান উদ্দিন শাহরিয়ার, সাধারণ সম্পাদক আঞ্জুমানে আল-ইসলাহ শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শাখা, উপজেলা সহ সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন ইমন, নাজির আহমদ শামিম, সাংগঠনিক সম্পাদক হাফিজ রুহুল আমিন, শ্রীমঙ্গল শহর শাখা সভাপতি রায়হান উদ্দীন, সাধারণ সম্পাদক হৃদয় আলম, সিন্দুরখান ইউনিয়ন সভাপতি মুজাম্মিল হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ প্রমুখ
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার প্রত্যয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বার্তা প্রেরক,
আরাফাত ইসলাম
প্রচার ও প্রকাশনা সম্পাদক,
তালমীযে ইসলামীয়া
শ্রীমঙ্গল উপজেলা শাখা
০১৭৩৮-৬৯৩৬০৩