মসলকে ফুলতলী কাফেলা

মসলকে ফুলতলী কাফেলা আসসালামুয়ালাইকুম
গ্রুপে আপনাকে স্বাগতম।
মসলকের প্রচারে বা প্রয়োজনে এই গ্রুপ।
ধন্যবাদ

বাংলাদেশ আনজুমানে তালমীযে ইসলামীয়া, শ্রীমঙ্গল উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী সম্পন্ন।তারিখ: ২০ জুন ২০২৫ইংস্থান: শ্রীমঙ্গল আন...
20/06/2025

বাংলাদেশ আনজুমানে তালমীযে ইসলামীয়া, শ্রীমঙ্গল উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী সম্পন্ন।

তারিখ: ২০ জুন ২০২৫ইং
স্থান: শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাযিল ডিগ্রি মাদ্রাসা, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

বাংলাদেশ আনজুমানে তালমীযে ইসলামীয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে ঈদ-উল-আদ্বহা ২০২৫ উপলক্ষে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাযিল ডিগ্রি মাদ্রাসায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালমীযে ইসলামীয়ার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের প্রতিনিধিবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে তালমীয সদস্যদের মিলনমেলা ছাড়াও ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও দোয়া মাহফিল।

উপজেলা সভাপতি মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শায়েল আহমদ এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ছাত্রনেতা আবুল কাশেম- সহ সভাপতি, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, মৌলভীবাজার জেলা, তিনি তার বক্তব্যে বলেন, “ঈদের আনন্দ কেবল ব্যক্তিগত নয়, বরং সামাজিক ও সাংগঠনিক বন্ধনকে দৃঢ় করার এক অনন্য সুযোগ। তালমীযে ইসলামীয়ার মতো সংগঠনের মাধ্যমে যুব সমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে।”

বিশেষ অতিথির বক্তব্যে জেলা তালামীযের অফিস সম্পাদক হাফেজ রুমেন চৌধুরী বলেন, “আমাদের নতুন প্রজন্মকে নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের সংগঠনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
জনাব এবিএম সামছুদ্দোহা খানঁ আবু বকর সাহেব, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, শ্রীমঙ্গল পৌর শাখা
জনাব ময়ীনু্ল ইসলাম জাকির সাহেব, প্রভাষক নবিগঞ্জ সরকারি কলেজ
এছাড়াও আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা তালামীযের সাবেক সভাপতি জনাব রাকিবুল ইসলাম সালেহ, মাওলানা বুরহান উদ্দিন শাহরিয়ার, সাধারণ সম্পাদক আঞ্জুমানে আল-ইসলাহ শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শাখা, উপজেলা সহ সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন ইমন, নাজির আহমদ শামিম, সাংগঠনিক সম্পাদক হাফিজ রুহুল আমিন, শ্রীমঙ্গল শহর শাখা সভাপতি রায়হান উদ্দীন, সাধারণ সম্পাদক হৃদয় আলম, সিন্দুরখান ইউনিয়ন সভাপতি মুজাম্মিল হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ প্রমুখ

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার প্রত্যয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বার্তা প্রেরক,
আরাফাত ইসলাম
প্রচার ও প্রকাশনা সম্পাদক,
তালমীযে ইসলামীয়া
শ্রীমঙ্গল উপজেলা শাখা
০১৭৩৮-৬৯৩৬০৩

পবিত্র ঈদুল আদহা উপলক্ষ্যে দেশে-বিদেশে অবস্থানরত সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ সহ সর্বস্তরের ছাত্র-জনতার প্রতি তালাম...
06/06/2025

পবিত্র ঈদুল আদহা উপলক্ষ্যে দেশে-বিদেশে অবস্থানরত সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ সহ সর্বস্তরের ছাত্র-জনতার প্রতি তালামীযে ইসলামিয়ার শুভেচ্ছা— ঈদ মুবারক

06/06/2025
06/06/2025

পবিত্র ঈদুল আদহা উপলক্ষ্যে দেশে-বিদেশে অবস্থানরত সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ সহ সর্বস্তরের ছাত্র-জনতার প্রতি তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতির শুভেচ্ছা— ঈদ মুবারক

আলহামদুলিল্লাহ!প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লতিফি হ্যান্ডস এর পক্ষ থেকে সহস্রাধিক অসহায় দীনদুঃখী মানুষের ম...
05/06/2025

আলহামদুলিল্লাহ!

প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লতিফি হ্যান্ডস এর পক্ষ থেকে সহস্রাধিক অসহায় দীনদুঃখী মানুষের মধ্যে কুরবানির গোশত বিতরণ করা হবে ইনশাআল্লাহ।

এবার কেবলমাত্র গোশত বিতরণেই সীমাবদ্ধ থাকবে না, প্রতি পরিবারকে গোশত রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণ হিসাবে একটি করে মসলার প্যাকেট প্রদান করা হবে।

আমাদের ক্ষুদ্র প্রয়াসের মূল লক্ষ্য ঈদের আনন্দ যেন সমাজের সকল স্তরে, সকল হৃদয়ে সমানভাবে ছড়িয়ে পড়ে।

আসুন আসহায় মানুষের এই খিদমতে আমরা সকলে শরীক হই। দান করতে পারেন নিচের দেয়া ওয়েবসাইটে।জাযাকাল্লাহু খাইরান

https://www.zeffy.com/donation-form/qurbani-2025-latifi-hands-inc

www.latifihands.org
Latifi Hands

রাতের আঁধারে মানবসেবায় শ্রীমঙ্গলে তালামীযে ইসলামিয়ার কর্মীরা।আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামিযে ই...
05/06/2025

রাতের আঁধারে মানবসেবায় শ্রীমঙ্গলে তালামীযে ইসলামিয়ার কর্মীরা।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার আওতাধীন বরুণা-হাজীপুর আঞ্চলিক শাখার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৪জুন) রাতের আঁধারে সমাজের অর্ধশতাধিক অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করে সংগঠনটি।

শাখা সভাপতি মোঃ মোবারক হোসাইন বলেন, নবিজি সা.-এর আদর্শ হচ্ছে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানো। সেই আদর্শ ধারণ করে বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার আওতাধীন বরুণা-হাজীপুর আঞ্চলিক শাখার উদ্যোগে অর্ধশতাধিক অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, প্রতিটি প্যাকেটে আলু, পেঁয়াজ, রসুন, তৈল, আদা, মরিচ, হলুদ, ধনিয়া, গরম মসলা, গরু মাংসের মসলা, লবণ ইত্যাদি ছিল।

নিউজ লিংক-

https://voiceofsreemangal.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/?fbclid=IwY2xjawKuqI1leHRuA2FlbQIxMQABHggHZiWFq3yaJM9gdlocJKoogFFuC7grfdc8nOGijgKb0B8Th6O79Nt_GdQB_aem_SMF3HCGBWQ4Mst1CZQ3swQ

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ২ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা-২০২৫
05/06/2025

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ২ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা-২০২৫

দশম হিজরী সনে রাসূল (সা.) এর বিদায় হজ্জ অনুষ্ঠিত হয়। লক্ষাধিক সাহাবি তাঁর সাথে উপস্থিত ছিলেন। বিদায় হজ্জ ছিলো তাঁর জীবন...
05/06/2025

দশম হিজরী সনে রাসূল (সা.) এর বিদায় হজ্জ অনুষ্ঠিত হয়। লক্ষাধিক সাহাবি তাঁর সাথে উপস্থিত ছিলেন। বিদায় হজ্জ ছিলো তাঁর জীবনের সর্বশেষ হজ্জ ও সর্বশেষ বিশ্বসম্মেলন। আর নবী জীবনের পরিপূর্ণতা সাধিত হয়েছে প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) এর বিদায় হজ্জের ভাষণে।

আল্লাহ তাআলা মহানবী (সা.)-কে প্রেরণ করেছেন দ্বীন ইসলামকে বিজয়ী ও পূর্ণতা দানের জন্য। যখন দ্বীন ইসলাম বিজয় ও পূর্ণতা লাভ করে তখন তিনি তাঁর বিদায়ের কথা অনুভব করেন।

দশম হিজরীর যিলহজ্জ মাসের ৯ তারিখ বিকালে আরাফাতের ময়দানে প্রায় দেড় লক্ষাধিক সাহাবীর সামনে যে বক্তব্য পেশ করেন তা ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণ হিসেবে সুপরিচিত।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া  শ্রীমঙ্গল উপজেলা শাখার আওতাধীন কালাপুর ইউনিয়নের বরুনা হাজীপুর আঞ্চলিক শাখার উদ্যোগ...
04/06/2025

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার আওতাধীন কালাপুর ইউনিয়নের বরুনা হাজীপুর আঞ্চলিক শাখার উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে "খাদ্য সামগ্রী বিতরণ" করা হয়। তালামীযের কর্মীরা রাতে সবার বাড়িতে বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দেন।

উপহার সামগ্রীর বিবরণ।
আলু-
পিঁয়াজ
রসুন
তৈল
আদা
মরিচ গুড়া
হলুদ গুড়া
ধনিয়া গুড়া
গরম মসলা
গরু মাংসের মসলা
লবণ।

وَاذْكُرُوا اللهَ فِي أَيَّامُ مَعْدُودَتُ-অর্থাৎ তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো। (আল কুরআন, সূরা বাকারা: ...
04/06/2025

وَاذْكُرُوا اللهَ فِي أَيَّامُ مَعْدُودَتُ
-অর্থাৎ তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো। (আল কুরআন, সূরা বাকারা: ২০৩)

৯ যিলহজ্জ (শুক্রবার) ফজরের নামাজের পর থেকে ১৩ যিলহজ্জ (মঙ্গলবার) আসর পর্যন্ত তাকবীরে তাশরীক পাঠ করা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব।

আনজুমানে আল ইসলাহ তায়েফ শাখার কাউন্সিল সম্পন্ন আলহামদুলিল্লাহ, সৌদি আরবে আনজুমানে আল ইসলাহ তায়েফ শাখার কাউন্সিল সম্পন্ন ...
01/06/2025

আনজুমানে আল ইসলাহ তায়েফ শাখার কাউন্সিল সম্পন্ন

আলহামদুলিল্লাহ, সৌদি আরবে আনজুমানে আল ইসলাহ তায়েফ শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আনজুমানে আল ইসলাহ সৌদি আরবের সমন্বয়ক জনাব আলহাজ্ব শামসুল ইসলাম।
কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিতে নিম্নলিখিত কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা জনাব হেলাল আহমদ, সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সহ সভাপতি হাফিজ মো. আবুল বাশার, সহ সভাপতি মো. তরাজ হোসেন, সাধারণ সম্পাদক ক্বারী মো. রুবেল আহমদ, সহ সাধারণ সম্পাদক হাফিজ ক্বারী মো. শাহান আহমদ শাহীন, সাংগঠনিক সম্পাদক হাফিজ আক্তার আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রশীদ, প্রচার সম্পাদক মো. আসাদ আহমদ, সহ প্রচার সম্পাদক মো. শিব্বির আহমদ, অর্থ সম্পাদক মো. আইনুল হক, অফিস সম্পাদক এম জাহাঙ্গীর আলম, সহ অফিস সম্পাদক মো নুরুল ইসলাম রুমান, প্রশিক্ষণ সম্পাদক মো. শেখ ফুল হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আসাদ আহমদ,
সদস্য - বশির আহমদ, সাইফুর রহমান, রেজাউল ইসলাম, মামুন আহমদ, আক্তার আহমদ, আব্দুল লতিফ, মাহবুব আহমদ।

আলহামদুলিল্লাহ!বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া এম.সি. কলেজ শাখার উদ্যোগে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের...
31/05/2025

আলহামদুলিল্লাহ!
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া এম.সি. কলেজ শাখার উদ্যোগে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী আগত সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

পরীক্ষায় আগত শিক্ষার্থীদের কলম ও বিশুদ্ধ পানি উপহার হিসেবে প্রদান করা হয় এবং আসন বিন্যাস খুঁজে পেতে সহায়তা করেন তালামীযের স্বেচ্ছাসেবী কর্মীবৃন্দ। পাশাপাশি পরীক্ষার্থীদের মালামাল নিরাপদে সংরক্ষণ করে পরীক্ষার পর তা যথাযথভাবে হস্তান্তর করা হয়।

তালামীযে ইসলামিয়া এম.সি. কলেজ শাখা কৃতজ্ঞচিত্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাওয়া এই যে—তিনি যেন আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টাকে তাঁর সন্তুষ্টি এবং প্রিয় হাবীব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সন্তুষ্টির জন্য কবুল করে নেন। আমিন।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ছাত্রনেতা আরিফ হোসাইন সামাদ ও সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দীন মানিক।

এছাড়াও এম.সি. কলেজ শাখার দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন: সভাপতি দেলোয়ার হোসাইন, সহ-সভাপতি সায়েম মিয়া, ছালিম আহমদ, সাধারণ সম্পাদক আবু সালেহ মামুন, সহ-সাধারণ সম্পাদক সাব্বির আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রিয়াদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দীন শিহাব, সাহেদুর রহমান নাবিল, সহ-প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক হাফিজুর রহমান কামরান, সহ-অফিস সম্পাদক আলী আশরাফ, প্রশিক্ষণ সম্পাদক মারুফ আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহমদ আল মামুন, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবাদুর রহমান, আব্দুল্লাহ আল-হাদী, সহ-প্রশিক্ষণ সম্পাদক সাইফুল ইসলাম সহ প্রমুখ।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when মসলকে ফুলতলী কাফেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share