Poetree - কবৃক্ষ

Poetree - কবৃক্ষ এখানে আমরা কবি ও কবিতার কথা বলতে এসেছি

অবশেষে সকল বাধা, ধাঁধা পেরিয়ে,দু:সহনীয় রাত, অভিমান বিস্বাদ এড়িয়ে; যখন ফিসফাস, দীর্ঘশ্বাসে তোমার খোঁজ পেলামযুদ্ধ অবরুদ্ধ ...
29/08/2025

অবশেষে সকল বাধা, ধাঁধা পেরিয়ে,
দু:সহনীয় রাত, অভিমান বিস্বাদ এড়িয়ে;

যখন ফিসফাস, দীর্ঘশ্বাসে তোমার খোঁজ পেলাম
যুদ্ধ অবরুদ্ধ করে সবসুদ্ধ সপর্মণে এলাম;

যুক্তি, চুক্তির বাহিরে গিয়ে তোমায় দিলাম মন -
ভাবলাম ফাঁদ পেতে চাঁদ ধরেছি পেয়েছি গুপ্তধন।

জবার জাত খুঁজতে গিয়ে পেয়েছি পারিজাত
কৃষ্ণপক্ষ ধরতে গিয়ে পেয়েছি ফাগুনী পূর্ণিমা রাত৷

মেহবুবা, ও দিলরুবা তোমায় পেলাম দূর্ভাগ্যের বুক চিরে,
যেন শকুনির সাথে পাশায় হেরে; পেলাম আবার সব ফিরে।

কিন্তু হায়, কি অসহায়! আবার সবকিছু কেড়ে নিলে
হে নিঠুর, কাটলে সুর, এ কোন অভিশাপ তুমি দিলে।

ঈশ্বর তুমি স্বপ্ন দিলে, প্রেম দিলে, আরো দিলে রাধা,
এরপর ভাগ্য রোষে, কর্ম দোষে দিলে অলঙ্ঘ্য বাধা।

অনিয়মের নিয়মে সবকিছু শেষ হয় যেমন, এটাও হলো শেষ,
হলাম হত, থাকলো ক্ষত, রইলো পরে শুধুই ধ্বংসাবশেষ।

লিখা: Tushar Kanti Roy
ছবি: কালেক্টেড

#কবৃক্ষ

তবে, আপাতত ভালো আছি।তুমি কেমন আছো?
26/08/2025

তবে, আপাতত ভালো আছি।
তুমি কেমন আছো?

আমি আপাতত ভালো আছি, তুমি কেমন আছো?
হাতে বেশ কাজ জমে আছে,
সকাল - দুপুর কবিতার নজরদারি করা,
কবিতার সাথে বিশেষ অনুভূতির পরিচয় করিয়ে দেওয়া,
ডায়েরীর কথা,পাতা সব তোমার নামে উৎসর্গ করা।
কথার পাহাড় জমে গেলে,তাকে শূন্যে মিলানোর কাজও আমার একাই করতে হয়।

'হৃদয়' নামক এক ছটফটে কবুতর পুষেছি,
শুধু উড়ে যেতে চায়,অন্যতে ঘর বাঁধতে চায়।
আমি তো যেতে দেই না; যেতে দিলেই তো সর্বনাশ হবে।
কি লাভ পরজীবি হয়ে? অন্যের সুখে অট্টহাসিতে ফেটে পড়া কিংবা নীরবে কান্নায় ভেঙে পড়া।
এখানে আপন মনের খুঁজে ─ যে মন ঘর ছেড়েছে,
সে সর্বহারা হয়ে,তবেই ফিরেছে।

মনের কথা আর নাই বলি;
সারাদিন নিজের মতো বিলাপ করে,
অচিন চোখের অসীম মায়ার ঠান্ডা ছায়ায়,
নিজের জন্যে গর্ত খুঁড়ে।

আমি এখন ভীষণ ব্যস্ত; হাতে বেশ কাজ জমে আছে।
সন্ধ্যে হলে বুকের ভেতর শূন্য লাগে,
অতঃপর কবিতার সাথে শুরু হয়
এক স্পর্শকাতর কথোপকথন।
আমরা কেউ কাউকে হারাতে পারি না,
তর্কে তর্কে রাত যাপন করি,
তারপর আবার শুরু হয় নিত্যের সব কাজ।
সকাল - সন্ধ্যা কারুকাজ করতে হয় কবিতার বুকে।

তবে আপাতত ভালো আছি,তুমি কেমন আছো?

কবিতা: কবিতার সঙ্গে
কবি: হুমায়রা

ছবি: ফাহাদ রহমান
অলংকরণ: মিল্টন দে

#কবৃক্ষ

সিদ্ধান্ত..
24/08/2025

সিদ্ধান্ত..

- মানুষ হাত ধরার আগে অনুমতি নেয়।
- আর ছাড়ার আগে?
- সিদ্ধান্ত।

লেখা: অভীক রায়
ছবি: নাজমুল ইসলাম রাব্বী

#কবৃক্ষ

24/08/2025

এ জীবন তবু, কিছু না কিছু পেতো 🖤

22/08/2025

যদি থাকেন রাজি?
ধরবেন নাকি ?
াংলা

তুমি নেই তো কি হয়েছে?  তোমার দেয়া দু:খ আছে!
14/06/2025

তুমি নেই তো কি হয়েছে?
তোমার দেয়া দু:খ আছে!

আর না কাটা হোক কোনো পাহাড়, না থাকুক পাহাড়িদের উপর অত্যাচার৷ কল্পনারা মুক্তি পাক, ফিরে আসুক ঘরে ; আদিবাসীর বাঁচুক মুক্তিত...
09/08/2024

আর না কাটা হোক কোনো পাহাড়,
না থাকুক পাহাড়িদের উপর অত্যাচার৷
কল্পনারা মুক্তি পাক,
ফিরে আসুক ঘরে ;
আদিবাসীর বাঁচুক মুক্তিতে,
এই নতুন স্বাধীনতার বরে৷

আদিবাসী দিবসের শুভেচ্ছা সবাইকে 🌼

স্তব্ধ নিঝুম থমথমে রাত, হাতে একটা লাঠি, কান্না চোখে; প্রতিবেশীর পুড়েছে দোকান, চিংকার করে কাঁদে ঐ শোকে। পুড়িয়ে দিয়েছে ঐ প...
05/08/2024

স্তব্ধ নিঝুম থমথমে রাত, হাতে একটা লাঠি, কান্না চোখে;
প্রতিবেশীর পুড়েছে দোকান, চিংকার করে কাঁদে ঐ শোকে।
পুড়িয়ে দিয়েছে ঐ পাড়ায় বাড়ি, মিশে গেছে ভিটের চিহ্ন,
দোষ বলতে আর তেমন কিছুনা, শুধু এদের ধর্মটাই ভিন্ন।
বাবার চোখে ঘুম নেই, দাদুর ব্যাথা করেছে বুক,
এ কেমন মুক্তি হলো? এমন কি মুক্তির রূপ?
কিছু জানোয়ার খুবলে খাচ্ছে দেশ, স্বাধীনতাকে দিচ্ছে ফাঁসি।
এখনই সময়, মানুষ হয়ে মানুষের জন্য এগিয়ে আসি।
তুমিও মানুষ, আমিও মানুষ, ফারাক শুধু চোখের দেখায়,
যারা মুক্তির জন্যে রক্ত দিলো, রক্ত যেনো না যায় বৃথায়।

যেহেতু স্লোগানে রক্তাক্ত হয়েছে ফুটপাত,যেহেতু আবারো ফিরে এসেছে কালরাত যেহেতু আমার পতাকা রক্ত খেয়েছে আবার, এবার সময় এসেছে ...
16/07/2024

যেহেতু স্লোগানে রক্তাক্ত হয়েছে ফুটপাত,
যেহেতু আবারো ফিরে এসেছে কালরাত
যেহেতু আমার পতাকা রক্ত খেয়েছে আবার,
এবার সময় এসেছে নতুন করে ভাবার।

ভুলে যেও না,
গুলির থেকেও শক্ত আমাদের খুলি,
ছাত্রদের জেদ বড় ভোঁতা,
ভয় নেই, এই বিদ্রোহের নাড়ি অনেকদূর হয়েছে পোঁতা।
জানি তুমি বেয়নেট আমদানি করতে পারো আরো,
টিয়ার গ্যাস, রাবার বুলেট, আরো যেসব যা তা৷
হয়তো আমার কিছুই নেই, একটা ভাঙা গাছের ডাল
তবে বুকে বেধেছি উত্তরাধিকারে পাওয়া আমার পতাকা।

-জনৈক ছাত্র

16/01/2024

তুমি কি বুঝেছো?
শীতের হিমশীতল ঠান্ডা রাতে, অহসায় পথশিশু যেমন প্রার্থনা করে
তাড়াতাড়ি সূর্যোদয়ের জন্যে,
তেমনি আকুল হয়ে আমিও প্রার্থনা করেছিলাম তোমাকে পাওয়ার জন্যে।
আমি চেয়েছিলাম অনেক মাস পর বাড়ি ফিরলে মায়ের আনন্দের
মতো,
তুমিও নিয়ে আসবে আমার জন্যে একরাশ উষ্ণতা।
কে বুঝেছিলো এই প্রেম সরল অংকের মতো,
এতো আয়োজন অথচ শেষে এসে উত্তর মিললো না৷
ভুলটা কোথায় খুঁজতে গিয়ে
কি যে ভুল, কি যে ঠিক কোনোকিছুর উত্তর পেলাম না।
একটা অসহ্য, অব্যক্ত ব্যাথা
না আছে তার রূপ, না আছে তার অন্ত!
না কাউকে বোঝানো যায়, না আছে তার কোনো সান্ত্বনা!
বেশ বুঝছি, ধীরে ধীরে এই বোবা ব্যাথাই হয়ে উঠছে আমার ঈশ্বর।
কোনো একদিন, হয়তো বছর দশেক পরে
তুমি কেঁদো আমার জন্যে, আমি শান্তি পাবো।
যেমন করে বাবা কাঁদে তার একমাত্র সন্তানের মৃত্যুতে।

লেখাঃ Tushar Kanti Roy

নারদ জিজ্ঞাসে ইন্দ্রে, "হে দেবেন্দ্র, দেবতাদের রাজা আপনি স্বর্গ, মর্ত্য অধিকারী।  আপনার কি কিছুতে আছে ভয়?"দেবরাজ বলে মৃদ...
06/01/2024

নারদ জিজ্ঞাসে ইন্দ্রে, "হে দেবেন্দ্র, দেবতাদের রাজা আপনি
স্বর্গ, মর্ত্য অধিকারী।
আপনার কি কিছুতে আছে ভয়?"
দেবরাজ বলে মৃদু ভাসে, "নরকে যেতে নাহি ডরি,
অসুরের সাথে যুদ্ধে নাহি সরি,
শুধু পৃথিবীর মানুষে বিশ্বাস নাহি হয়।"

লিখা: Tushar Kanti Roy

#কবৃক্ষ

01/09/2023

❤️

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Poetree - কবৃক্ষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share