29/08/2025
অবশেষে সকল বাধা, ধাঁধা পেরিয়ে,
দু:সহনীয় রাত, অভিমান বিস্বাদ এড়িয়ে;
যখন ফিসফাস, দীর্ঘশ্বাসে তোমার খোঁজ পেলাম
যুদ্ধ অবরুদ্ধ করে সবসুদ্ধ সপর্মণে এলাম;
যুক্তি, চুক্তির বাহিরে গিয়ে তোমায় দিলাম মন -
ভাবলাম ফাঁদ পেতে চাঁদ ধরেছি পেয়েছি গুপ্তধন।
জবার জাত খুঁজতে গিয়ে পেয়েছি পারিজাত
কৃষ্ণপক্ষ ধরতে গিয়ে পেয়েছি ফাগুনী পূর্ণিমা রাত৷
মেহবুবা, ও দিলরুবা তোমায় পেলাম দূর্ভাগ্যের বুক চিরে,
যেন শকুনির সাথে পাশায় হেরে; পেলাম আবার সব ফিরে।
কিন্তু হায়, কি অসহায়! আবার সবকিছু কেড়ে নিলে
হে নিঠুর, কাটলে সুর, এ কোন অভিশাপ তুমি দিলে।
ঈশ্বর তুমি স্বপ্ন দিলে, প্রেম দিলে, আরো দিলে রাধা,
এরপর ভাগ্য রোষে, কর্ম দোষে দিলে অলঙ্ঘ্য বাধা।
অনিয়মের নিয়মে সবকিছু শেষ হয় যেমন, এটাও হলো শেষ,
হলাম হত, থাকলো ক্ষত, রইলো পরে শুধুই ধ্বংসাবশেষ।
লিখা: Tushar Kanti Roy
ছবি: কালেক্টেড
#কবৃক্ষ