26/08/2025
তবে, আপাতত ভালো আছি।
তুমি কেমন আছো?
আমি আপাতত ভালো আছি, তুমি কেমন আছো?
হাতে বেশ কাজ জমে আছে,
সকাল - দুপুর কবিতার নজরদারি করা,
কবিতার সাথে বিশেষ অনুভূতির পরিচয় করিয়ে দেওয়া,
ডায়েরীর কথা,পাতা সব তোমার নামে উৎসর্গ করা।
কথার পাহাড় জমে গেলে,তাকে শূন্যে মিলানোর কাজও আমার একাই করতে হয়।
'হৃদয়' নামক এক ছটফটে কবুতর পুষেছি,
শুধু উড়ে যেতে চায়,অন্যতে ঘর বাঁধতে চায়।
আমি তো যেতে দেই না; যেতে দিলেই তো সর্বনাশ হবে।
কি লাভ পরজীবি হয়ে? অন্যের সুখে অট্টহাসিতে ফেটে পড়া কিংবা নীরবে কান্নায় ভেঙে পড়া।
এখানে আপন মনের খুঁজে ─ যে মন ঘর ছেড়েছে,
সে সর্বহারা হয়ে,তবেই ফিরেছে।
মনের কথা আর নাই বলি;
সারাদিন নিজের মতো বিলাপ করে,
অচিন চোখের অসীম মায়ার ঠান্ডা ছায়ায়,
নিজের জন্যে গর্ত খুঁড়ে।
আমি এখন ভীষণ ব্যস্ত; হাতে বেশ কাজ জমে আছে।
সন্ধ্যে হলে বুকের ভেতর শূন্য লাগে,
অতঃপর কবিতার সাথে শুরু হয়
এক স্পর্শকাতর কথোপকথন।
আমরা কেউ কাউকে হারাতে পারি না,
তর্কে তর্কে রাত যাপন করি,
তারপর আবার শুরু হয় নিত্যের সব কাজ।
সকাল - সন্ধ্যা কারুকাজ করতে হয় কবিতার বুকে।
তবে আপাতত ভালো আছি,তুমি কেমন আছো?
কবিতা: কবিতার সঙ্গে
কবি: হুমায়রা
ছবি: ফাহাদ রহমান
অলংকরণ: মিল্টন দে
#কবৃক্ষ