
21/06/2025
হঠাৎ করেই প্রচন্ড পেট ব্যথা নিয়ে ইমার্জেন্সিতে গেলে সেখান থেকে সাজেস্ট করে এডমিট করার জন্য। সারাটাদিন কিসের উপর দিয়ে গেলাম এখনো বুঝতে পারছিনা। মনে হচ্ছিলো পায়ের নীচ থেকে আস্তে আস্তে মাটি সরে যাচ্ছে। আমার তুহিনের জন্য দোয়া চাইছি। এখনো অবজার্ভেশানে রেখেছে। পুরো ১৮ টা ঘন্টা পার হয়ে গেলো এখনো ব্যথাই কমছে না। সারাটা রাত পর এখন একটু ঘুমিয়েছে। আমার তুহিন সুস্থ হয়ে যাক আমার আর কিচ্ছু চাই না। আমার শাশুড়ি মা ছেলের এই খবর শুনে চট্টগ্রাম থেকে চলো এসেছেন মামা আর বড় ভাইয়াসহ। তারা নিজেরাও অভূক্ত। নাওয়া খাওয়া নেই। এর মধ্যেই ক্যান্টিনে আর কিছু না পেয়ে একটা কেক একটা কলা এক কাপ চা সামনে ধরলেন। সাহস দিলেন। ডিউটি ডাক্তারদের সাথে আলাপ করে এলেন।৷ বড় ভাইয়া ও সারাক্ষন খেয়াল রাখছেন আমি না অসুস্থ হয়ে পড়ি। আমি সব সময় ভাবতাম তুহিনের এতো ধৈর্য কেন! আমি সারাক্ষন ই রীতিমতো রাগ দেখাই এরপরও ঠিক ই জিগ্যেস করবে খেয়েছি কিনা, কি খাবো। এখন পর্যন্ত লোকটা আমাকে ছাড়া খেতে বসে না একটা বেলা। প্রথম লোকমা টা আমার মুখে না দিয়ে খাওয়া শুরু করে না। এখন পর্যন্ত আমার সাথে জোরে কথা বলে নাই। আমার রাগ আর মেজাজ নিয়ে একটা কটু শোনায় নাই। আজ বুঝলাম his mother raised him so well as a Man. নিজেকে টক্সিক লাগছে। মনে হচ্ছে সহজে সবকিছু পেয়ে শুকরিয়া আদায় করতে ভুলে গেছি। তাই এই শাস্তি আল্লাহ আমাকে দিচ্ছেন। কিন্তু ও কেন কষ্টটা পাচ্ছে এটাতো আমার প্রাপ্য..... একটু দোয়া করবেন ওর জন্য 🙏