বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ ঢাকা জেলা

  • Home
  • Bangladesh
  • Fulbaria
  • বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ ঢাকা জেলা

বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ ঢাকা জেলা এসো মোড়া ঐক্য গড়ি ধর্ম সংস্কৃতি রক্ষা করি

29/06/2025

কুমিল্লায় আমাদের বোনের ধর্ষণের ঘটনায়, এখন পর্যন্ত দুটি মামলা হয়েছে।
ধর্ষণ এবং নারী নির্যাতন ও পণ্যগ্রাফি আইনে।
এখন পর্যন্ত মূল আসামি ফজর আলী সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে আরো ১৯ জনের নামে অজ্ঞাত নামা মামলা হয়েছে।
ভুক্তভোগী পরিবারকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করবে মুরাদনগর থানা পুলিশ প্রশাসন এবং এলাকার স্থানীয় জনগণ। সুস্পষ্ট তদন্তের মাধ্যমে অপরাধীর কঠিন শাস্তি নিশ্চিত করবেন বলে জানিয়েছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ জনাব জাহিদুর রহমান।
তিনি আমাদের আরো আশ্বস্ত করেছেন, এই অপরাধী যেই হোক দলবল নির্বিশেষে তাদেরকে কঠিন শাস্তি পেতে হবে।
এবং আমাদের বোন এর পরিবারের পাশে আমরা সবসময় থাকবো বলে আশ্বস্ত করেছি।

©️ Pijus Das

29/06/2025

বাংলাদেশে সংখ্যালঘু নারী ধর্ষন, মন্দির ধংস ও লাগাতার নির্যাতনের ঘটনায় নিউইয়র্কে প্রতিবাদ বিক্ষোভ।

28/06/2025

*মাননীয় ড. ইউনূস স্যার,*
দয়া করে *কুমিল্লা*র দিকে একবার নজর দিন।
ঘরের দরজা ভেঙে হিন্দু নারীর উপর পাশবিক নির্যাতন চলছে—ধর্ষণের মতো জঘন্য অপরাধ ঘটছে, আর সেই ভিডিও আবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে!

এই কোন সভ্যতা? এই কোন মানবতা?
এদের বিচার কি কোনোদিন হবে না?
প্রশাসন দিন দিন যেন নির্বিকার—ব্যথাহীন, নীরব!

*আমরা লজ্জিত, আমরা ক্ষুব্ধ।*
মানবাধিকার, ন্যায়বিচার, নিরাপত্তা—এসব যেন কাগজে লেখা শব্দ হয়ে গেছে।

স্যার দয়া করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করুন৷

সভাপতি -অপূর্ব সরকার(হিন্দু ছাত্র মহাসংঘ ঢাকা জেলা)

➡️ আজকে এডভোকেট গোবিন্দ প্রমাণিক সনাতনীদের মনের কথা বলেছেন। সেজন্য অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।➡️ ভ...
27/06/2025

➡️ আজকে এডভোকেট গোবিন্দ প্রমাণিক সনাতনীদের মনের কথা বলেছেন। সেজন্য অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।

➡️ ভবিষ্যতে প্রত্যেকটি সনাতনী নির্যাতনের বিরুদ্ধে এভাবে সোচ্চার প্রতিবাদ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সনাতনীদের উন্নয়ন এবং সুরক্ষার জন্য যিনি কাজ করবেন। তাদের পক্ষে হইয়া আমি সব সময় লড়াই করে যাব।- জয় শ্রী রাম।

27/06/2025

ঢাকা:খিলক্ষেত,সার্বজনীন"দূর্গা ও কালী,মন্দির ভাঙ্গার প্রতিবাদে রাজপথে,বিক্ষোভ মিছিল চলছে!....
তারিখ:২৭/০৬/২০২৫/ইং

🙌🏿জয়"শ্রী~রাম"✊🚩

শুভ প্রণাম,চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সকলকে জানাই পবিত্র রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম।শুভ শক্তি, প্রেম ও ভ...
27/06/2025

শুভ প্রণাম,চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সকলকে জানাই পবিত্র রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম।শুভ শক্তি, প্রেম ও ভক্তির এই মহোৎসব আমাদের জীবনে আলোর পথ দেখাক। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার কৃপায় আমাদের সমাজ হোক ন্যায়, শান্তি ও ভ্রাতৃত্বে ভরপুর। রথের চাকা যেন ঘুরে ঘুরে নিয়ে আসে সবার জীবনে নতুন আলো, নতুন আশা। আসুন, বিভেদ ভুলে, একতার রশিতে বাঁধা পড়ে আমরা সবাই টেনে ধরি ধর্ম, ন্যায় ও সত্যের রথ। সকল সনাতনীরা ঐক্যবদ্ধ থাকুন।
শুভ রথযাত্রা। জয় জগন্নাথ!
– শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষ্মচারী।।

26/06/2025

কোন নোটিশ ছাড়াই রেলওয়ে কতৃপক্ষ খিলক্ষেত শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির গুড়িয়ে দিয়ে গেল, মায়ের প্রতিমা সরানোর সময় ও আমাদের দেয়নি। এলাকার লোকজন বলেছিল রথ যাত্রার জন্য দুইদিন সময় চেয়েও সময় পায়নি। বাংলাদেশ হিন্দু মহাসংঘ আগামীকালকের রথযাত্রা সকাল রেলি বয়কট ঘোষণা করল। মন্দির ভাঙ্গার উপর দিয়ে কোন প্রকার রথ উৎসব আমরা পালন করব না।
বাংলাদেশ হিন্দু মহাসংঘের সকল অঙ্গ সংগঠন, এই নোটিশটি সমগ্র বাংলাদেশের ছড়িয়ে দিন।

ধন্যবাদ জানাই । আমাদের বাংলাদেশের হিন্দু ছাত্র মহাসংঘে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি সভাপতি প্রাণ প্রিয়❤️ Pijus Das   দাদা ...
24/06/2025

ধন্যবাদ জানাই । আমাদের বাংলাদেশের হিন্দু ছাত্র মহাসংঘে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি সভাপতি প্রাণ প্রিয়❤️ Pijus Das দাদা । সনাতন ধর্ম কে অস্তিত্ব রাখার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ভালোবাসা ও অবিরাম দাদা জন্য। ভগবানের কাছে প্রার্থনা করি পীযূষ দাদাকে প্রতিনিয়ত সুস্থ রাখেন।
জয় শ্রী রাম 🚩

24/06/2025

▪️পাওনা ১০ টাকা ফেরত চাওয়ায় 'ধর্ম অবমাননা'র নাম দিয়ে হা*মলা

কথিত ধর্ম অবমাননার অভিযোগে আটক লালমনির হাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হানিফ পাগলার মোড়ে অবস্থিত, সেই সেলুন মালিক প্রায় ৭০ বছর বয়সী বৃদ্ধ পরেশ চন্দ্র শীলের পুত্রবধূ এবং এবং তাঁর ৩৫ বছর বয়সী পুত্র বিষ্ণু চন্দ্র শীলের স্ত্রী দীপ্তি রানী রায়ের বক্তব্য: পাওনা ১০ টাকা ফেরত চাওয়ায়, এই বর্বর হা*মলা চালানো হয়।

23.06.25

© অন্তু রায়

খিলখেত শ্রী শ্রী দূর্গা মন্দিরে অবস্থান করছছেন বাংলাদেশ হিন্দু মহাসংঘ এর সভাপতি Pijus Das দাদা , মন্দির কমিটির আইন শৃঙ্খ...
24/06/2025

খিলখেত শ্রী শ্রী দূর্গা মন্দিরে অবস্থান করছছেন বাংলাদেশ হিন্দু মহাসংঘ এর সভাপতি Pijus Das দাদা , মন্দির কমিটির আইন শৃঙ্খলা বাহিনীসহ সেখানে আছেন।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ ঢাকা জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share