Banglar Songbaad

Banglar Songbaad Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Banglar Songbaad, Media/News Company, Fulbaria.

A news page is a platform that shares current and important stories from various categories such as politics, business, entertainment, sports, science, and technology.

12/06/2025

ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত বিমানটিতে যাত্রীদের বিস্তারিত প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। বিমানটিতে ১৬৯ ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্যের নাগরিক, একজন কানাডা ও সাত জন পর্তুগালের নাগরিক ছিলেন বলে জানিয়েছে বিমান পরিবহন সংস্থাটি।

বিমানটির পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল।

৩৬তম ব্যাচের সাব ইন্সপেক্টর, কামরুল হাসান সরকারী মোটরসাইকেল যোগে ডিউটিতে যাওয়ার পথে খিলগাও ফ্লাইওভারের শাহজাহানপুর  লান্...
04/06/2025

৩৬তম ব্যাচের সাব ইন্সপেক্টর, কামরুল হাসান সরকারী মোটরসাইকেল যোগে ডিউটিতে যাওয়ার পথে খিলগাও ফ্লাইওভারের শাহজাহানপুর লান্ডিং অংশে জ্যাম পড়াতে ফ্লাইওভার লেন্ডিং এর কাছাকাছি এসে দাঁড়ায়। ঠিক ওনার পিছনে ঘাতক বলাকা বাসটিও এসে ব্রেক করে দড়িয়ে থাকে। বাস ও মোটরসাইকেল দুইটাই জ্যামে দাঁড়ানো ছিলো। কিছুক্ষন পর সামনের দিকে গাড়ির টান পড়লে বলাকা বাস প্রথমে পিছন থেকে মোটরসাইকেলে হিট করে, এতে কামরুল মোটরসাইকেল সহ পড়ে যায়। পরে বাস টা ওনার উপরে তুলে দেয়। সম্পূর্ণ এক্সিডেন্ট ঘটছে ওর পিছন থেকে। ড্রাইভার আজকেই প্রথম এই বাস চালাচ্ছিলো। ড্রাইভারের ভাষ্য মতে গাড়ি নাকি ব্রেক ফেইল করসে। আহত কামরুল কে পাশে হাসপাতালে নেয়ার মাজপথেই ইন্তেকাল করে। ওনার মোটরসাইকেলের পাশে জুলানো ব্যগে ইউনিফর্ম টা ছিলো।
আল্লাহ উনাকে জান্নাত নসিব করুক আমিন।।

এরকম মৃত্যু মেনে নেয়ার নয়।।

02/06/2025
রাইড শেয়ারের 'যাত্রীরা হুশিয়ার!'মিরপুর-১২ থেকে শ্যামলী যেতে রাইড শেয়ারের মোটরসাইকেল  ভাড়া করেছিলেন কর্মজীবী ওই নারী। চাল...
02/06/2025

রাইড শেয়ারের 'যাত্রীরা হুশিয়ার!'

মিরপুর-১২ থেকে শ্যামলী যেতে রাইড শেয়ারের মোটরসাইকেল ভাড়া করেছিলেন কর্মজীবী ওই নারী। চালকের দেওয়া হেলমেট মাথায় পরার কিছুক্ষণের মধ্যেই নিজের চেতনা- চিন্তাশক্তির ওপর নিয়ন্ত্রণ হারান তিনি। শ্যামলির বদলে চালক তাকে অন্যদিকে নিয়ে যেতে থাকলেও অদ্ভুত কারণে কোনো বাঁধা দেওয়া সম্ভব হয় না তাঁর পক্ষে।

কয়েক ঘন্টা চলার পর নরসিংদীর ঘোড়াশাল এলাকার একটি কালভার্ট সংলগ্ন নির্জন স্থানে এসে বাইক থামে। ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে থাকা বাঁধাদানের শক্তিহীন এক শহুরে নারীকে সেখানে প্রথমে ধর্ষণ, নিজের মর্জিমতো দৃশ্য ও বক্তব্য সম্বলিত ভিডিও ধারণ, আর সবশেষে সঙ্গে থাকা যাবতীয় পয়সাকড়ি কেড়ে নিয়ে নির্জন প্রান্তরে তাকে ফেলে রেখে দ্রুত সটকে পড়েন চালক। ভেবেছিলেন, হয়তো বেঁচে গেছেন। অজুত জনতার ভীড়ে কোন রাইড শেয়ার চালক কোথাকার কোন নারীকে কোথায় নিয়ে কি করলো, কে মেলাবে তার হদিস!

কিন্তু আমাদের ভাবনাটা ভিন্ন ছিল। ফলাফল? ৯৯৯ এর কলের মাধ্যমে খবর পেয়ে প্রথমে নির্জন প্রান্তরে পড়ে থাকা সেই নারীকে উদ্ধার ও হাসপাতালে ভর্তি করা। তারপর মামলার ৪৮ ঘন্টা না পেরোতেই সোনার চানকে খাঁচায় আটকানো, আলহামদুলিল্লাহ। কিভাবে কী হলো, সে গল্প অন্যদিন হবে। আজ সবার, বিশেষ করে মা-বোনদের, প্রতি এই নগন্য পুলিশের অনুরোধ- রাইড শেয়ারের যানবাহনে চড়ার সময় দয়া করে একটু চোখ-কান খোলা রাখুন। কে জানে জনাকীর্ণ রাজধানীর মোড়ে মোড়ে আরো কতো জঘন্য সাইকোপ্যাথিক অপরাধী ওঁৎ পেতে বসে আছে রাইড চালকের বেশে, হয়তো অনাগত কোনো শিকারের প্রত্যাশায়।

বিশেষ ধন্যবাদ
পুলিশ সুপার, নরসিংদী মো. আব্দুল হান্নান মহোদয়- আপনার সদয় দিকনির্দেশনাই আমাদেরকে সাফল্যের পথে নিয়ে গেছে।
ধন্যবাদ
উপপরিদর্শক (এসআই), পলাশ থানা শাহ কামাল- কাজের প্রতি আপনার অচিন্তনীয় নিবেদন অসম্ভবকেও সম্ভব করতে পারে।.........................................
মো. আনোয়ার হোসেন শামীম
বিসিএস (পুলিশ)
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নরসিংদী।

01/06/2025

শব্দ দূষণ রোধে বাংলাদেশ সরকার এর উদ্যোগ
#ঐকিরেঐকিরে

31/05/2025

কোরবানির পশুর #ঈদ

31/05/2025

মুসলিম দের চিন্তা ভাবনা এই রকম থাকা উচিৎ

31/05/2025

একদল বলে রাষ্ট্র নির্বাচনের তারিখ ঘোষণা না করলে আমরা নিজেরাই তারিখ ঘোষণা করে দেবো!

31/05/2025

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বিএনপির এক ক্যান্ডিডেট এবং তার ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলার সংগঠক বৈশাখী ইসলাম বর্ষা এর উপর হামলা করে। রাস্তার ওপর তাঁর চুল ধরে মারধর করে। ওর দোষ ছিলো তাঁর বোনকে ওই দলের এক ছেলে বিরক্ত করে; সেটার জন্য ও প্রশাসনের সাহায্য নেয়। বের হওয়ার সময় তাঁর ওপর হামলা করে। এই হামলার তীব্র নিন্দা জানাই। একটা মেয়ের গায়ে হাত দেয়ার সাহস পায় কই?

- জেবা তাহসিন

“হে নবী, আমি অবশ্যই তোমাকে কাওছার দান করেছি, সুতরাং তোমার রবের উদ্দেশে সালাত আদায় কর এবং কুরবানী কর। নিশ্চয়ই তোমার প্রতি...
30/05/2025

“হে নবী, আমি অবশ্যই তোমাকে কাওছার দান করেছি, সুতরাং তোমার রবের উদ্দেশে সালাত আদায় কর এবং কুরবানী কর। নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীইতো নির্বংশ।”

{সুরা কাওসার}
U.S. Embassy Dhaka
US-Bangla Airlines

30/05/2025
Bangladesh Nationalist Party-BNP
30/05/2025

Bangladesh Nationalist Party-BNP

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Banglar Songbaad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Banglar Songbaad:

Share