04/06/2025
মেয়েদের নাম স্বার্থপর হয় কোন একটা সময়। একটা মেয়ে বিয়ের পরে নতুন পরিবারে এসে জখন পুরাতন হতে থাকে তখন নতুন পরিবার টা তার এতটা আপন হয়ে যায়, তার চির চেনা পরম আপনজনদের কাছ থেকে দূরে সরে যেতে হয়।নতুন পরিবার টা তার নিজের সংসারে পরিনত হয়।আর তখন নিজের সংসারের সব দিক ভাবতে গিয়ে নিজের মা বাবাকে ভাবতে ভুলে জায়।কখনো হয়তো এমন হয়, মা বাবাকে দেখতে জাওয়ার খরচ টা ও হাতে থাকেনা, সাদ থাকলেও সাধ্য থাকে না মা বাবাকে দেখার।তখন নিজেকে স্বার্থপর করে রাখতে হয়। ও দিকে মা বাবা ও বলে তুই তোর সংসার নিয়ে থাক,স্বার্থপর কথাটা হয়তো মা বাবার মুখে অনুচ্চারিত থাকে। ভাই বোনেরা বলে তুই এত স্বার্থপর মা বাবাকে ও ভুলে গেছ?তুই তোর সংসার টাকেই চিন,আর কোন দায়িত্ব নেই তোর। আত্মীয় সজনেরা ও অভিযোগ করতে ভোলে না এভাবে অনেকে ই........... এই স্বার্থপর নামটা দিয়ে দেয়। কিন্তু কেউ হয়তো ভাবে না আদৌও সে মেয়ের সামর্থ্য আছে কিনা সবার চাওয়া পাওয়া পূর্ণ করার, তার নিজের ন্যূনতম প্রয়োজন টুকু মিটানোর বা তার সংসারের চাহিদা মেটানোর। কেউ ভাবে না।এরকম হাজারো বিবাহিত মেয়ের জীবনে কিছু না বলা কথা থাকে জা কেউ সুনতে চায় না বুঝতে চায় না।উপরের দিক দেখে জাচ করে আর স্বার্থপর নামটা দিয়ে দেয়। এই ঈদে কুরবানীতে বাবা মা ভাই বোন সবাই বলে বাড়ি আসবানা উত্তর জদি হয় না তাহলে নানান কথা শুনিয়ে দেয় আপন জনেরা।কিন্তু ভাবে না এই না বোলতে কত কস্ট হয়। এ কস্ট সেই বোঝে জে টাকার অভাবে সবার জন্য কিছু গিফট না কিনতে পেরে বাড়ি জেতে পারে না। সবাইকে বলি আপনাদের আপনজনেরা দুরে থাকলে তারা জদি বাড়ি না জেতে পারে তাদেরকে নিয়ে আপনারা বাজে মন্তব্য না করে তাদের সাথে ভালো আচারন করুন তাকে বোঝার চেষ্টা করুন। তবে সবাই এক রকম না ভিন্ন তা তো আছেই।