Manusher seba

Manusher seba মানুষকে ধোকা না দিয়ে, মানুষের উপকার করার উদ্দেশ্যে কিছু করলে আল্লাহ তাকে সব কাজে সফল করে দেন।

26/06/2025

বাবা হতে বড্ড ভয় হয়।এটা কোন কারকে কোন বিভক্তি?

26/06/2025

কোন মানুষ সবচেয়ে বেশি খেলে মন টা খুব খুশি হয়ে জায় কার???
উত্তর টা আসা করছি।

26/06/2025

মনের কস্ট দুর করার জন্য ফেসবুক আমাদের জন্য কি করে দেখেন
জখন মানুষের মন খারাপ থাকে তখন মানুষ ফেসবুক নিয়ে পরে থাকে, মনের কস্টের কথা ভুলেই জায়। অথচ কস্ট টা রয়েই জায়।কস্ট দুর করার মালিক আল্লাহ, কিন্তু আমরা আল্লাহকে বলিনা, আফসোস হয় নিজের জন্য কেন এমন হলাম আল্লাহকে ভুলে ফেজবুক ধরলাম।

কাট গোলাপের মায়ায় পরে জাই আমি।
25/06/2025

কাট গোলাপের মায়ায় পরে জাই আমি।

17/06/2025

দেখেন ঈদ কুরবানীতে লঞ্চঘাটে কেমন ভির থাকে।

17/06/2025

অল্প দিলে আমতা আমতা বেশি দিলে বিশ,কালিদাস পন্ডিত বইলা গেছে আন্দাজ মতো দিস।
এই ধাঁধার উত্তর টা কে পারেন কমেন্টে জানান।

নানান দিক থেকে দেখি আমাদের বাড়িটাকে।
15/06/2025

নানান দিক থেকে দেখি আমাদের বাড়িটাকে।

এটা কি? বোলতে পারলে ৫০০টাকা নগদ দিব নগদে।
14/06/2025

এটা কি? বোলতে পারলে ৫০০টাকা নগদ দিব নগদে।

12/06/2025

এত গরম আর সহ্য হয় না।জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না।কিসের দুনিয়া কিসের এত বরাই????

11/06/2025

আমাদের বাড়ির লেবু বাগান। মাশাল্লাহ বোলবেন সবাই

10/06/2025

গ্রামের শীতল পরশ ছেরে ইটপাথরের নগরে,
ফিরে এলাম আহারে
ভাল্লাগেনা এই শহরে।

04/06/2025

মেয়েদের নাম স্বার্থপর হয় কোন একটা সময়। একটা মেয়ে বিয়ের পরে নতুন পরিবারে এসে জখন পুরাতন হতে থাকে তখন নতুন পরিবার টা তার এতটা আপন হয়ে যায়, তার চির চেনা পরম আপনজনদের কাছ থেকে দূরে সরে যেতে হয়।নতুন পরিবার টা তার নিজের সংসারে পরিনত হয়।আর তখন নিজের সংসারের সব দিক ভাবতে গিয়ে নিজের মা বাবাকে ভাবতে ভুলে জায়।কখনো হয়তো এমন হয়, মা বাবাকে দেখতে জাওয়ার খরচ টা ও হাতে থাকেনা, সাদ থাকলেও সাধ্য থাকে না মা বাবাকে দেখার।তখন নিজেকে স্বার্থপর করে রাখতে হয়। ও দিকে মা বাবা ও বলে তুই তোর সংসার নিয়ে থাক,স্বার্থপর কথাটা হয়তো মা বাবার মুখে অনুচ্চারিত থাকে। ভাই বোনেরা বলে তুই এত স্বার্থপর মা বাবাকে ও ভুলে গেছ?তুই তোর সংসার টাকেই চিন,আর কোন দায়িত্ব নেই তোর। আত্মীয় সজনেরা ও অভিযোগ করতে ভোলে না এভাবে অনেকে ই........... এই স্বার্থপর নামটা দিয়ে দেয়। কিন্তু কেউ হয়তো ভাবে না আদৌও সে মেয়ের সামর্থ্য আছে কিনা সবার চাওয়া পাওয়া পূর্ণ করার, তার নিজের ন্যূনতম প্রয়োজন টুকু মিটানোর বা তার সংসারের চাহিদা মেটানোর। কেউ ভাবে না।এরকম হাজারো বিবাহিত মেয়ের জীবনে কিছু না বলা কথা থাকে জা কেউ সুনতে চায় না বুঝতে চায় না।উপরের দিক দেখে জাচ করে আর স্বার্থপর নামটা দিয়ে দেয়। এই ঈদে কুরবানীতে বাবা মা ভাই বোন সবাই বলে বাড়ি আসবানা উত্তর জদি হয় না তাহলে নানান কথা শুনিয়ে দেয় আপন জনেরা।কিন্তু ভাবে না এই না বোলতে কত কস্ট হয়। এ কস্ট সেই বোঝে জে টাকার অভাবে সবার জন্য কিছু গিফট না কিনতে পেরে বাড়ি জেতে পারে না। সবাইকে বলি আপনাদের আপনজনেরা দুরে থাকলে তারা জদি বাড়ি না জেতে পারে তাদেরকে নিয়ে আপনারা বাজে মন্তব্য না করে তাদের সাথে ভালো আচারন করুন তাকে বোঝার চেষ্টা করুন। তবে সবাই এক রকম না ভিন্ন তা তো আছেই।

Address

Fulbaria

Telephone

+8801632626750

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manusher seba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share