31/07/2025
নিজের গ্যারেজে কবে এভাবে একটা রাখতে পারবো, আল্লাহ মালুম।
প্রতিবারের মতো এবারও আক্রমন শুরু হয়ে গেছে বিভিন্ন দিক থেকে।
একদলের কাছে মনে হচ্ছে চায়না বেশি দিন জায়না টাইপের অথচ CF moto ইউরোপে ৫০০/৭০০ সিসির বাইক বিক্রি করছে। ইউটিউবে বেশিরভাগ রিভিউ-ই ইউরোপিয়ান রাইডারদের। ইউরোপীয়দের এই জিনিস পছন্দ হচ্ছে, আমাদের পছন্দ হচ্ছে না। হা হা হা।
আরে ভাই দেশের বাইকিং কমিউনিটি এখন আপগ্রেড হয়েছে। আপনাদের ভুজুং ভাজুং যুক্তি দিয়ে লাভ কতটা হবে জনি না।
টপ্স পড়ে, লিপস্টিক লাগিয়ে বিজ্ঞাপন আর কত? পাড়লে কোয়ালিটি আপগ্রেড করেন সময় থাকতে।
বি.দ্র: নিজের লিফান অলরেডি ৪৮ হাজার কিলোমিটার চলছে, স্টিল কাউন্টিং।