Rahat Unbound

Rahat Unbound I'm A Bangladeshi MotoVlogger. Don’t forget to comment if I do any wrong. Thanks for visiting. My Slogan: "Ride To Discover"

My Tools/Gadgets:
1. MT Helmet
3.
(2)

KPR 165 FI CBS NBF2
2. GoPro Hero 9
4. TMaxPro
5. Galaxy S21 Plus

খেলা হবে KTM 160 দিয়ে। কমফোর্ট এর এবার কমফোর্টগিরি বাদ দিয়ে স্পেসিফিকেশন এর দিকে নজর দেওয়া উচিৎ। না হয় মাঠে মারা যাবে। আ...
10/08/2025

খেলা হবে KTM 160 দিয়ে। কমফোর্ট এর এবার কমফোর্টগিরি বাদ দিয়ে স্পেসিফিকেশন এর দিকে নজর দেওয়া উচিৎ। না হয় মাঠে মারা যাবে। আর অতি চালাক ভাইয়েরা ভাইবেন না বাকি সব ভোদাই!

লিংক কমেন্টে।

KTM Bangladesh KTM

08/08/2025

KPR এর ইঞ্জিন হিটিং সমস্যার সমাধান! কুল্যান্ট ও ইঞ্জিন ওয়েল গায়েব হয়ে যাচ্ছে! KPR Problem & Solution

এসব জিনিস আমরা কি দেখেই যাবো!কিন্তু আর কত!!A three-door shooting brake for when elegance won't compromise.
05/08/2025

এসব জিনিস আমরা কি দেখেই যাবো!
কিন্তু আর কত!!

A three-door shooting brake for when elegance won't compromise.

এই ছবিগুলো  দেখে আপনাদের কি মনে হয়?ইঞ্জিন ওয়েল লিকেজ?ডান পাশের কাচের মধ্যে দিয়ে একদম নিচের লেভেলে ইঞ্জিন ওয়েল দেখায়। অথচ...
01/08/2025

এই ছবিগুলো দেখে আপনাদের কি মনে হয়?
ইঞ্জিন ওয়েল লিকেজ?
ডান পাশের কাচের মধ্যে দিয়ে একদম নিচের লেভেলে ইঞ্জিন ওয়েল দেখায়। অথচ আগে মনে হয় ঐ কাচের মধ্যে ডাবল স্ট্যান্ড করলে ফুল দেখাতো। বুঝতেছি না কাহিনি।

নিজের গ্যারেজে কবে এভাবে একটা রাখতে পারবো, আল্লাহ মালুম।প্রতিবারের মতো এবারও আক্রমন শুরু হয়ে গেছে বিভিন্ন দিক থেকে।একদলে...
31/07/2025

নিজের গ্যারেজে কবে এভাবে একটা রাখতে পারবো, আল্লাহ মালুম।

প্রতিবারের মতো এবারও আক্রমন শুরু হয়ে গেছে বিভিন্ন দিক থেকে।

একদলের কাছে মনে হচ্ছে চায়না বেশি দিন জায়না টাইপের অথচ CF moto ইউরোপে ৫০০/৭০০ সিসির বাইক বিক্রি করছে। ইউটিউবে বেশিরভাগ রিভিউ-ই ইউরোপিয়ান রাইডারদের। ইউরোপীয়দের এই জিনিস পছন্দ হচ্ছে, আমাদের পছন্দ হচ্ছে না। হা হা হা।

আরে ভাই দেশের বাইকিং কমিউনিটি এখন আপগ্রেড হয়েছে। আপনাদের ভুজুং ভাজুং যুক্তি দিয়ে লাভ কতটা হবে জনি না।

টপ্স পড়ে, লিপস্টিক লাগিয়ে বিজ্ঞাপন আর কত? পাড়লে কোয়ালিটি আপগ্রেড করেন সময় থাকতে।

বি.দ্র: নিজের লিফান অলরেডি ৪৮ হাজার কিলোমিটার চলছে, স্টিল কাউন্টিং।

এইটার পারফরম্যান্স নিয়া কোন টেনশনের কারন নাই। টেনশন হচ্ছে স্পেয়ার পার্টস এবং সার্ভিস নিয়ে। যদি স্পেয়ার পার্টস এবং সা...
30/07/2025

এইটার পারফরম্যান্স নিয়া কোন টেনশনের কারন নাই। টেনশন হচ্ছে স্পেয়ার পার্টস এবং সার্ভিস নিয়ে। যদি স্পেয়ার পার্টস এবং সার্ভিস এভেইলেবল করা যায় আর দাম যদি আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তাহলে এটা কোন একটা ঘটনা ঘটাবে বাজারে মোটামুটি এটা নিশ্চিত।

CFMOTO BANGLADESH কে বলবো দামটা গলাকাটা না করে আম-পাব্লিকের কথা মাথায় রেখে ঘোষণা দিয়েন। আর স্পেয়ার্স এন্ড সার্ভিস টপ প্রায়োরিটি তে রাখবেন। ধন্যবাদ।

এইটা সামনে আসলে জাস্ট চুপচাপ দেখতে দেখতে কয়েক মিনিট চলে যায়। মেশিন বানাইছে একখান।
29/07/2025

এইটা সামনে আসলে জাস্ট চুপচাপ দেখতে দেখতে কয়েক মিনিট চলে যায়। মেশিন বানাইছে একখান।

যেখানে সকল বাইক কোম্পানি নতুন টেকনোলোজি, হাইয়ার সিসি, নতুন ডিজাইন, নতুন মডেল ইত্যাদি নিয়ে কাজ করতেছে, সেখানে আমরা বছরের ...
29/07/2025

যেখানে সকল বাইক কোম্পানি নতুন টেকনোলোজি, হাইয়ার সিসি, নতুন ডিজাইন, নতুন মডেল ইত্যাদি নিয়ে কাজ করতেছে, সেখানে আমরা বছরের পর বছর নতুন নতুন কালারের উন্নয়ন দেখছি। ওরে গবেষণা!!! নতুন রঙে আরো এক ধাপ এগিয়ে গেল কমফোর্ট।

জাস্ট কিছু বলার নাই।
রাস্তায় এদের ওভারটেক করতেই মেজাজ খারাপ হয়। ৩০ স্পিডে চালাবে কিন্তু সাইড দিবে না। কিএক্টা অবস্থা!!

CF Moto NK 125 নাকি NK 300?কোনটা আসলে বেশি জনপ্রিয়তা পাবে বলে মনে করেন? আমার ধারণা ১২৫ সিসি আসলে বাজার কাঁপাবে। কারণ তাহ...
26/07/2025

CF Moto NK 125 নাকি NK 300?
কোনটা আসলে বেশি জনপ্রিয়তা পাবে বলে মনে করেন? আমার ধারণা ১২৫ সিসি আসলে বাজার কাঁপাবে। কারণ তাহলে NK 125 হবে বর্তমানে বাংলাদেশের বাজারে সবচেয়ে পাওয়ারফুল আর স্টাইলিশ বাইক।

মতামত জানাইয়েন।
CFMOTO BANGLADESH

বাংলাদেশের গর্ব Avik Anwar ভাইসেপাং ইন্টারন্যাশনাল সার্কিটের রেস ১-এ এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় পড়েছেন। তিনি এখন মেডিকে...
26/07/2025

বাংলাদেশের গর্ব Avik Anwar ভাই
সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটের রেস ১-এ এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় পড়েছেন। তিনি এখন মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন আছেন। আল্লাহ ভাইকে দ্রুতই সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিক। আমিন।

25/07/2025

ঘাগড়া আর্মি ক্যাম্প পাড় হয়েই চরম সুন্দর একটা রাস্তা পাইছি || Kaptai Rangamati Hill Tracts || KPR 165

টিএফটি ডিসপ্লে আর আপসাইড ডাউন ফর্ক দেখেই আমি ফিদা।১২৫ সিসি সেগমেন্টে অঘটন ঘটায় নাকি এই মেশিন বলা যায় না!সবাই মতামত জানান...
23/07/2025

টিএফটি ডিসপ্লে আর আপসাইড ডাউন ফর্ক দেখেই আমি ফিদা।
১২৫ সিসি সেগমেন্টে অঘটন ঘটায় নাকি এই মেশিন বলা যায় না!
সবাই মতামত জানান। বাকি কথা পরে হবে।
👉 Honda is Honda

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Rahat Unbound posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rahat Unbound:

Share

Category