30/06/2025
Warfaze ব্যান্ডের একটি গানের লাইন আছে, রক্তিম আকাশ স্তব্ধ সে খনে ফিরবে না আর জানিয়ে গেলে.তুমি জুলাই হয়তো বলেগেলে এই দেশের জন্য জুলাই না তুমি হয়তো এসে বুঝিয়েছিলে আমি যাচ্ছি আর আসব না। দিন কেটে যায় রুদ্ধ বেদনায়..মন কেঁদে যায় অন্তরালে. রক্তিম জুলাই তোমার কথা মনে হলেই মনের অন্তেরালে.অশ্রুপাত হয় কত রক্তমাখা সৃতি ভেসে উঠে চোখে নিরবে কাদায়।তুমি জুলাই এসেছিলে অন্যসব মাসের মতোই একটি মাস হয়ে কিন্তু ক্ষণিকের ব্যবধানে তুমি রক্ত মাখা শত শহীদের সৃতিচারণের জুলাইয়ে পরিনত হলে। হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে এই জাতি রক্তমাখা জুলাই হারিয়ে সবাই নিজেকে চিনেছে। দীর্ঘ ১বছর পর আবার জুলাই আসছে আমাদের মাঝে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা দোয়া ও ভালোবাসা
ইতি
তোমার জুলাইয়ে আহত হওয়া এক যোদ্ধা