Nithi Islam

Nithi Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nithi Islam, Digital creator, Fulbaria.

✨ আল্লাহ যাকে ভাঙেন, তাকেই গড়ার নিয়তে ভাঙেন।
🕊️ দুনিয়ার নয়, আখিরাতের সফরে নিজেকে গড়ে তুলছি।
🖤 নীরবতা, শালীনতা আর সবর—আমার পরিচয়।
📖 জীবন চলার পথে হৃদয়ের কথা, ঈমানের আলোয়।

"অনুগ্রহ  *A*n*g  রি*য়াক্ট  দিবেন না, পারলে শে #য়া*র করুন"গতকাল  DBC  নিউজে দেখলাম এক মেয়ে শিক্ষার্থীর আর্তনাদ, সে ১১ বি...
19/07/2025

"অনুগ্রহ *A*n*g রি*য়াক্ট দিবেন না, পারলে শে #য়া*র করুন"

গতকাল DBC নিউজে দেখলাম এক মেয়ে শিক্ষার্থীর আর্তনাদ, সে ১১ বিষয়ে পেয়েছে A+ জীববিজ্ঞানে ফেল। মেয়েটির দাবি ছিল ১১ বিষয়ে এ প্লাস পেতে পারি আমি কি এতই খারাপ স্টুডেন্ট আমি জীববিজ্ঞানে ৩৩ তুলতে পারবো না ? ছবিতে খাতায় লাল মার্ক করা অংশ দেখতে পাচ্ছে এ অংশে লেখা থাকে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, প্রশ্নের সেট কোড যাবতীয় তথ্য। এই অংশের সাথে দ্বিতীয় অংশ যেখানে সবুজ কালী দিয়ে মার্ক করা।এই অংশটির ইউনিক কোড রয়েছে যা মেশিন দ্বারা রিড করা সম্ভব। উপরের অংশটি ছিঁড়ে নেয়া হয় টিচার যাতে বুঝতে না পারে এটা আসলে কার খাতা।
ছবিতে যারা খাতার উপর নাস্তা করতেছে তারা সবাই স্টুডেন্ট কোন এক টিচার এদেরকে দিয়ে খাতা দেখাচ্ছে, বিনিময়ে খাওয়াচ্ছেন ডাল- পুরি, বার্গার।
এখানে ডাল পড়ে খাতা নষ্ট হচ্ছে দেখা যাচ্ছে,কোন কারনে খাতা নষ্ট হলে কপাল পুড়বে হতভাগ্য পরীক্ষার্থী। এমন শত শত ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে, টিচার তার ব্যাচের স্টুডেন্ট অথবা পরিচিত কাউকে দিয়ে খাতা দেখিয়ে নিচ্ছেন, এটা কি ক্রাইম না? মাধ্যমিক শিক্ষা বোর্ড কি করেন? এসব টিচারদের সনাক্ত করে কেন ব্যবস্থা গ্রহণ করতেছে না? এরা টিচার নামের কলঙ্ক, কেউ ভালো পরীক্ষা দিয়ে এদের জন্য ভালো রেজাল্ট করতে পারছে না, আবার কেউ যোগ্যতার থেকেও বেশি নাম্বার পেয়ে যাচ্ছে। আমরা চাই শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন।
এখানে ১ টি ছবি উদাহরণ হিসাবে দিলাম, এমন শতশত ছবি, ভিডিও, ছবি ঘুরছে সামাজিক মাধ্যমে।
প্লিজ আপনারা এটার বিরুদ্ধে আওয়াজ তুলুন।
©©

বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, টয়লেটের ঢাকনা খোলা রেখে ফ্লাশ দিলে “টয়লেট প্লিউম” নামক একটি সমস্যা দেখা দেয় — এটি হল বাতা...
17/07/2025

বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, টয়লেটের ঢাকনা খোলা রেখে ফ্লাশ দিলে “টয়লেট প্লিউম” নামক একটি সমস্যা দেখা দেয় — এটি হল বাতাসে ভেসে বেড়ানো অতিক্ষুদ্র জীবাণু, ভাইরাস ও প্যাথোজেন কণার মিশ্রণ।

আমেরিকার ইউনিভার্সিটি অব কলোরাডোর লেজার-ভিত্তিক গবেষণাসহ বেশ কিছু গবেষণায় দেখা গেছে, ফ্লাশ করার সময় টয়লেটের পানির প্রবল ঘূর্ণি প্রবাহের ফলে এই কণাগুলো ৬ ফুট পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে এবং কয়েক মিনিট ধরে বাতাসে স্থির থাকে। পরে তা দাঁতের ব্রাশ, তোয়ালে ও বেসিনের মতো জায়গায় বসে যেতে পারে।

এই প্লিউমে E. coli এবং নোরোভাইরাসের মতো ক্ষতিকর জীবাণু পাওয়া গেছে, যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে—বিশেষত যেসব বাথরুমে বায়ু চলাচল বা ভেন্টিলেশন খারাপ।

২০২১ সালে Physics of Fluids জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, ঢাকনা বন্ধ করে ফ্লাশ করলে এই জীবাণু ছড়ানোর পরিমাণ প্রায় ৫০% পর্যন্ত কমিয়ে আনা যায়। এটা একটি সহজ কিন্তু কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ।

তবে ঢাকনা দিয়ে ফ্লাশ করলে জীবাণুগুলো ঢাকনার ভিতরের অংশে লেগে যেতে পারে, কারণ ফ্লাশের সময় সৃষ্ট জলীয় কণাগুলো ঢাকনার নিচে ধাক্কা খেতে পারে। এরপর যখন আমরা সেই ঢাকনা উঠাই বা নামাই, তখন হাত, কাপড় বা ত্বকের মাধ্যমে জীবাণু ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। যদিও ঢাকনায় কিছু জীবাণু লেগে যেতে পারে, তবুও এটি বাতাসে ছড়িয়ে পড়ার তুলনায় অনেক কম ঝুঁকিপূর্ণ। তাই ঢাকনা বন্ধ করে ফ্লাশ করাই সেরা বিকল্প।

আলহামদুলিল্লাহ
16/07/2025

আলহামদুলিল্লাহ

পড়া শেষে আলহামদুলিল্লাহ।
13/07/2025

পড়া শেষে আলহামদুলিল্লাহ।

এইভাবে SORRY বলতে শেখো প্রিয় 🤭
13/07/2025

এইভাবে SORRY বলতে শেখো প্রিয় 🤭

Bengali girls and their neverending obsession for bangles.🎀✨
12/07/2025

Bengali girls and their neverending obsession for bangles.🎀✨

Forget-me-not💙
12/07/2025

Forget-me-not💙

Amin
12/07/2025

Amin

"আপনি হয়তো বুঝবেন না,কিন্তু প্রতিদিন নিজের ভিতরে কতটা যুদ্ধ করি—আপনার ভালোবাসা টিকিয়ে রাখার জন্য।আমি চিৎকার করি না, অভিম...
12/07/2025

"আপনি হয়তো বুঝবেন না,
কিন্তু প্রতিদিন নিজের ভিতরে কতটা যুদ্ধ করি—
আপনার ভালোবাসা টিকিয়ে রাখার জন্য।
আমি চিৎকার করি না, অভিমান করি না,
শুধু নিঃশব্দে ভেঙে পড়ি…
কারণ আপনি আমার ভালোবাসা,
আর ভালোবাসার মানুষকে তো কষ্ট দিতে নেই।"

#স্বামীর_জন্য #ভালোবাসা #নারীরমন #নিঃশব্দ_অভিমান #ইমোশনালক্যাপশন #স্ত্রীরকষ্ট

12/07/2025

জুলাই দীর্ঘজীবী হোক। জুলাই ব্যর্থ হয় নাই, জুলাই ব্যর্থ হলে আগস্ট আসবে, মে - জুন আসবে। ইংরেজি মাস শেষে হলে বাংলা মাসে জুলাই আসবে। ভাদ্র বিপ্লব হবে, অগ্রহায়ণ বিপ্লব হবে। বাংলা মাসগুলোর নাম শেষ হলে হেমন্ত বিপ্লব হবে। সব ঋতু শেষ হলে পৃথিবীর অন্য ভাষার মাসের নামে বিপ্লব হবে। অন্যায়ের বিরুদ্ধে। মজলুমের পক্ষে, বৈষম্যের রোধে। তাই বিপ্লব প্রতি মুহূর্তে চলবে। জুলাই চলুক।

#জুলাই #ছাত্রআন্দলোন

With Hair care by Nithi 2 – I just got recognised as one of their top fans! 🎉
11/02/2025

With Hair care by Nithi 2 – I just got recognised as one of their top fans! 🎉

01/01/2025

২০২৫ নিয়ে আমার কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই। আমি পুরোপুরি আল্লাহ্-র উপর তাওয়াক্কুল করবো। তিনিই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, এবং আমি তাঁর পরিকল্পনার উপর সন্তুষ্ট। আল্লাহ্ যা করবেন,সেটাই হবে আমার জন্য সবচেয়ে উত্তম।🤍

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nithi Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nithi Islam:

Share