Muslim Ummah

Muslim Ummah Islamic video post always,,,,, Islamic video

22/06/2025

যিনি সৃষ্টি করেছেন
জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য..

সূরা: আল মূলক~২(অর্ধাংশ)

22/06/2025

“সফল সেই ব্যক্তি, যে আত্মাকে পবিত্র করলো।
আর ব্যর্থ সেই, যে একে কলুষিত করলো।”
— সূরা আশ-শামস: ৯-১০

🧠...

ছবিটি এবারের হজে একজন হাজীর — ‘ইনসাইট দ্যা হারামাইন’ নিজেদের পেইজে শেয়ার করেছে।কপোল বেয়ে নামা তাঁর পবিত্র অশ্রু— সেটা কি...
12/06/2024

ছবিটি এবারের হজে একজন হাজীর — ‘ইনসাইট দ্যা হারামাইন’ নিজেদের পেইজে শেয়ার করেছে।

কপোল বেয়ে নামা তাঁর পবিত্র অশ্রু—
সেটা কি নবীজীর মদিনায় পৌঁছার আনন্দে নাকি গিয়েও তাঁকে না দেখার বেদনায়?
প্রভূর ডাকে ‘লাব্বাইক’ বলার স্বপ্নপূরণের কৃতজ্ঞতায় নাকি চুপিসারে প্রভূর কাছে কোনো আবদারে, অনুযোগে?

ইসলামের জন্য নবীজী-সাহাবীগণের রক্তের ইতিহাস স্মরণে নাকি বর্তমান নির্যাতিত মুসলমানদের অসহায়ত্বের কষ্টে?

আল্লাহ তাঁকেসহ সকল হাজীদের জন্য মাবরুর এবং মাকবুল হজের তাওফিক দিন। আমাদেরকে বারবার হাজিরা দেয়ার তাওফিক দিন॥

আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়্যিনা মুহাম্মদ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)

মুক্ত বাতাসে প্রধান অতিথি!🖤🌺আলহামদুলিল্লাহ
03/05/2024

মুক্ত বাতাসে প্রধান অতিথি!🖤🌺
আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ মাওলানা মামুলুল হক প্রিয় মানুষটাএখন মুক্ত আকাশে।আমার এই প্রিয় মানুষটার জন্য দোয়া ও ভালোবাসা রইলো
02/05/2024

আলহামদুলিল্লাহ মাওলানা মামুলুল হক প্রিয় মানুষটাএখন মুক্ত আকাশে।
আমার এই প্রিয় মানুষটার জন্য দোয়া ও ভালোবাসা রইলো

09/04/2024

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

৩০ সেকেন্ডের খুতবা:বিখ্যাত ফিলাস্তিনি স্কলার ও খতীব মাহমুদ আল-হাসানাত ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত জুমুয়ার খুতবায় বলেন,"যদি...
06/04/2024

৩০ সেকেন্ডের খুতবা:

বিখ্যাত ফিলাস্তিনি স্কলার ও খতীব মাহমুদ আল-হাসানাত ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত জুমুয়ার খুতবায় বলেন,

"যদি ৩০হাজার শহীদ, ৭০হাজার আহত,
এবং ২০লক্ষ গৃহহীন ফিলাস্তিনী মুসলিম
আপনাদের জাগাতে না পারে,
তবে কিভাবে আশা করবো যে আমার কয়েকটি কথায়
আপনারা জাগ্রত হবেন?

খুতবাহ শেষ।
কাতার সোজা করুন।
স্বলাতে দাঁড়িয়ে যান।"
বলেই তিনি জুময়ার নামাজ শুরু করলেন।

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আল  রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।১. প্রতিদিন এক দি...
29/03/2024

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আল রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।

১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

২. প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)

আল্লাহ্ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।

13/03/2024

রাত সাড়ে তিন টায় উঠবেন। উত্তম রূপে অযু করবেন, সুন্দর একটা জামা পড়বেন, চুলটা আঁচড়ে নিবেন, একটু সুগন্ধি ব্যবহার করতে পারেন। এই সাজ শুধুমাত্র মহান আল্লাহর জন্য।

এরপর জায়নামাজ বিছিয়ে চার রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, মনের সব কথা ওনাকে বলবেন। সবাই ঘুমাচ্ছে, শুধু আপনি আর আল্লাহ সবচেয়ে সুন্দর একটা

মুহূর্ত।

এর পর সেহেরি করবেন, ফজরের নামাজ আদায় করে একটু হাটতে বের হবেন।

বিশ্বাস করুন, সত্যিকারের শান্তিই কি আপনি তখন অনুভব করতে পারবেন।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Ummah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslim Ummah:

Share

Category