30/06/2025
বছর ঘুরে ৩৬৬ জুলাই!
শিক্ষার্থীদের ভিতর জুলাই এ সবচেয়ে বেশি শহীদ
এই "উচ্চ মাধ্যমিক"শিক্ষার্থীরা।শহীদ ফারহান ফাইয়াজ,শহীদ নাফিজ,খালেক সহ শহীদ বা আহত জুলাই যোদ্ধা যাদের কথা ছিলো আমাদের সাথে পরীক্ষায় অংশহ্গ্রহণ করা তারা আজ দেশের জন্য নিজেদের ত্যাগ করে দিয়েছেন।এই কলেজের ছাত্রদের একদিনের প্রতিরোধে সরকার ১৭ জুলাই স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছিলো।১৮ থেকে ৩৬ জুলাই পর্যন্ত যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী বাসায়।তখন রাজপথ দখলে রেখেছে এউ জেন যি নামক গেরিলা বাহিনী।যারা ৩৬ জুলাইয়ের পর আজ অব্দি বিন্দু পরিমাণ ও ক্রেডিট দাবি করেনি।
আমরা বিশ্বাস করি রিকশাওয়ালা মামা থেকে সেই একমাত্র রহিঙ্গা শহীদ প্রত্যেকের সমান প্রচেষ্টা জুলাই এর মূল শক্তি।
আমরা এসেছিলাম দেশের জন্য আবার টেবিলে ফিরে গেছি স্বার্থ ছাড়াই!
যেই প্রজন্ম রাজনৈতির দৃশ্যপট পাল্টে দিয়েছিলো,যারা আশা রেখেছিলো নতুন বাংলাদেশের।তাদের রাজনৈতির উপর আগ্রহ থেকে আবার রাজনীতির প্রতি ঘৃণা জন্মানোর
প্রতিযোগিতায় আপনারা সফল হয়েছেন।
এই সরকার সহ প্রায় সকল রাজনৈতিক দল মনে রাখবেন আমাদের চোখে আপনারা গাদ্দার হিসেবেই চিহ্নিত রবেন।
আমাদের শহীদ ভাইদের রক্তের সাথে যেই বেইমানী করেছেন তার প্রতিদান আপনারা পাবেন ই প্রকৃতির নিয়মে।
আমরাও মনে রাখবো এই বেইমানীর ইতিহাস।
দেশের প্রয়োজনে আবার হয়ত জীবন দিতে নেমে পরবো কোনো স্বার্থ ছাড়াই!
তবে এই গাদ্দার দের ডাকে আর কখনো না!
আল্লাহ হাফেজ!
#আবার_এসেছে_জুলাই!