Design Echo

Design Echo Design & Construction & Interior Work for Fashion lover's�

08/07/2025

রেজিস্ট্রির সময় দলিলে যা বারবার চেক করবেন.....

সাধারণত একজন দলিল লেখক দিনে ৮/১০ টা বা কেউ কেউ আরো বেশি দলিল লেখে। ফলে তাদের দ্বারা দলিল লিখার সময় অনাকাঙ্ক্ষিত ভুল হয়ে যেতে পারে। আবার একজন সাব-রেজিস্ট্রার দৈনিক ৭০/৮০ টি দলিল রেজিস্ট্রি করেন। এতো সেবাগ্রহীতার চাপ থাকে যে প্রতিটি দলিল পুঙ্খানুপুঙ্খভাবে দেখা সম্ভব হয়না। জমির ক্রেতা হিসেবে আপনার দায়িত্ব হলো দলিলে সাক্ষর করার আগে দলিলটি নির্ভুলভাবে লেখা হয়েছে কিনা তা যাচাই করতে নিম্নের বিষয়গুলো ভালোভাবে খেয়াল করা......

১) জমির এসএ এবং আরএস দাগ অঙ্কে ও কথায় মিলিয়ে নেবেন। নকশার সাথে দাগ নম্বর মিলাবেন। দলিলের ১১ নম্বর কলামে খতিয়ান নম্বর ও হোল্ডিং নম্বর বারবার মিলান।

২) দাগের কোন দিকে আপনার ক্রয়কৃত জমির পজিশন সেটা দলিলের ১৫ নম্বর কলামে হাত নকশায় ভালোভাবে লক্ষ্য করবেন।

৩) মৌজার নাম, জেএল নম্বর এবং জমির পরিমাণ কথায় এবং অংকে লেখা ঠিক আছে কিনা তা দলিলের ২ নম্বর কলামে ভালোমতো খেয়াল করবেন।

৪) সম্পত্তির চৌহদ্দি সঠিকভাবে উল্লেখ করা হয়েছে কিনা তা ১২ নম্বর কলামে দেখে নিবেন।

৫) বিক্রেতার তার প্রাপ্য হিস্যার চেয়ে বেশি জমি দিচ্ছেন কিনা তা যাচাই করবেন। একাধিক ক্রেতা বা বিক্রিতা হলে কার কতটুকু অংশ তা নির্দিষ্ট করা আছে তা দলিলের ৮ ও ৯ নং কলামে ঠিকমতো লেখা আছ কিনা লক্ষ্য করবেন।

৬) দলিলে কোনো মামলার ডিক্রির তথ্য সংযোজন প্রয়োজন হলে দলিলের ৭ নম্বর কলামে বিজ্ঞ আদালতের নাম ও মামলা নম্বর নির্ভূলভাবে লিখেছে কিনা খেয়াল করবেন। এছাড়া জমির সর্বশেষ জরিপ হতে ২৫ বছরের মালিকানার ধারাবাহিক বিবরণ ঠিকমতো লেখা হয়েছে কিনা খেয়াল করবেন।

মনে রাখবেন দলিলে মেজর ভুল হয়ে গেলে তা আদালত ছাড়া সংশোধন করা যায়না। একটা দলিলের মেজর ভুল ঠিক করতে বছরের পর বছর আদালত চত্বরে ঘুরতে হবে। তাই নির্ভুল দলিল পেতে রেজিষ্ট্রেশনের আগে উপরের বিষয়গুলো ভালোমতো খেয়াল করুন। সবাইকে ধন্যবাদ।


#জমিরদলিললিখন
#দাগখতিয়ানপর্চাহোল্ডিং
#দলিলেভুলসংশোধন

মাত্র ১ কোট ৪০ লাখ টাকায় পাশাপাশি দুটি ফ্ল্যাট এক করে নেওয়ার সুযোগ ওয়েস্ট ধানমণ্ডি তে টোটাল ২৩০০ স্কয়ার পাকি্ং সহ ব্যবহৃ...
12/06/2025

মাত্র ১ কোট ৪০ লাখ টাকায় পাশাপাশি দুটি ফ্ল্যাট এক করে নেওয়ার সুযোগ ওয়েস্ট ধানমণ্ডি তে টোটাল ২৩০০ স্কয়ার পাকি্ং সহ ব্যবহৃত সুন্দর ফ্লাট।।
প্রাইজ : ১ কোটি ৪০ লাখ।। ----ধানমণ্ডি থেকে ১৫ মিনিট ডিস্টেন্স।
Only real buyers ar requested to call √
@01911959178 whatsa√√

15/02/2025

আলহামদুলিল্লাহ কিস্তিতে বাড়ি নির্মাণ প্রজেক্ট সাইনিং
একটি একতলা টিনশেড বাড়ির সাইনিং হল।
গ্রাউন্ড ফ্লোর এ ২ বেড ড্রইং রুম ডাইনিং কিচেন।
লিভিং, ওয়াশরুম ১ টি
আমাদের সম্মানিত ক্লায়েন্ট
★মোহাম্মদ স্কগির
প্রোজেক্ট লোকেশনঃমাস্টার বাড়ি
গ্রামঃ পূর্ব কালচো,
ডাকঘরঃপাচগা
উপজেলাঃচারিবাজার
জেলাঃনোয়াখালি
কিস্তিতে বাড়ি নির্মাণ করতে যোগাযোগ করুন আমাদের পেইজে দেওয়া নাম্বারগুলা ০১৮১১৯৫৯১৭৮

সকাল ৯ ঘটিকা থেকে সন্ধ্যা ৬ ঘটিকা কল করুন।
(সন্ধ্যা ৬ ঘটিকা থেকে সকাল ৯ ঘটিকা পর্যন্ত হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার ইমোতে নক করে রাখুন)।

Our Office Address

Talioffice society te 8/9 years used flat sell going for an urgent sell offer price : 70 lacs with car parking √ 1200 sf...
14/02/2025

Talioffice society te 8/9 years used flat sell going for an urgent sell offer price : 70 lacs with car parking √ 1200 sft..

1180 sft 66 lacs.. Both flat are at 2 nd floor..

22/12/2024

মাত্র ১ কোট ২৭ লাখ টাকায় পাশাপাশি দুটি ফ্ল্যাট এক করে নেওয়ার সুযোগ ওয়েস্ট ধানমণ্ডি তে টোটাল ২৩০০ স্কয়ার পাকি্ং সহ ব্যবহৃত সুন্দর ফ্লাট।।
প্রাইজ : ১ কোটি ২৭ লাখ।। ----
-apartment
Only real buyers ar requested to call √
@01911959178 whatsa√√

07/12/2024

1320 স্কয়ার ফ্ল্যাট বিক্রয় মিতালি রোড শেরে-বাংলা রোডের কাছে ৮০ লাখে (টপ প্লোর) এবং ১২৫০ স্কয়ার ৫ বছর ব্যবহৃত ফ্লাট সেল হবে লিফট এর ৫ এ।। জিগাতলায় ১ কোটি প্রাইজ।।
কল করুন @01811959178 WhatsApp √

20/11/2024

গাথুনী এবং প্লাস্টারের হিসাব
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.8

No 1 : Available 1100 sft 6 th floor new flat near West Dhanmondi Talioffice //75lacs..Offer Price : 68 lac fixed √ besi...
08/11/2024

No 1 : Available 1100 sft 6 th floor new flat near West Dhanmondi Talioffice //75lacs..Offer Price : 68 lac fixed √ beside main Road.No Car parking wl sell ---------------
No 2 : Available 950+ Sft elegant inside big 3 bed style,, Drawing room nd Dinning,, high comod system 2 washroom √No car parking near Rayerbazer mosjid close distance from Meristov Clinic√ price : 55 lac √
Our Contact @01811959178 WhatsApp. Only real buyers ar requested to call 📣🇧🇩No car parking wl sell............


No 3 : Available 1320 sft (7th top) 3 side open used flat elegant inside near Mitali road beside Shere-Bangla road at residential area..(No car parking wl sell)................
No 4 : also nearly 1200 sft near Rayerbazer mosjid beside Meri-stov clinic.. With car parking 72 lacs..
Call@ if yu are real buyer #01811959178 WhatsApp

🇧🇩 প্রথমবারের মতো, বাংলাদেশ স্থানীয়ভাবে বাণিজ্যিক ড্রোন তৈরি করবে এবং রপ্তানির জন্যও প্রস্তুত হবে। স্কাই বিজ লিমিটেড না...
06/10/2024

🇧🇩 প্রথমবারের মতো, বাংলাদেশ স্থানীয়ভাবে বাণিজ্যিক ড্রোন তৈরি করবে এবং রপ্তানির জন্যও প্রস্তুত হবে।

স্কাই বিজ লিমিটেড নামে একটি কোম্পানি এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে, চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি কারখানা স্থাপনের পরিকল্পনা করছে। কোম্পানির লক্ষ্য হল 46 মিলিয়ন ডলার বিনিয়োগ করার জন্য মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকল (UAVs), যা সাধারণত বিভিন্ন বাণিজ্যিক এবং পরিষেবার উদ্দেশ্যে ব্যবহৃত হয়।

বার্ষিক $169 মিলিয়ন মূল্যের ড্রোন রপ্তানির লক্ষ্য নিয়ে 2025 সালের জানুয়ারিতে দুটি ড্রোন মডেলের উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে।

স্কাই বিস 10টি ভিন্ন মডেলের ইউএভি তৈরি করার পরিকল্পনা করেছে, যা প্রাথমিকভাবে অ-সামরিক ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে, যেমন অগ্নিনির্বাপক, সিনেমাটোগ্রাফি, ম্যাপিং এবং কৃষি।

সেনাবাহিনীকে নিয়ে আমরা সত্যিই গর্বিত। ❤️বাংলাদেশ 🇧🇩
05/10/2024

সেনাবাহিনীকে নিয়ে আমরা সত্যিই গর্বিত। ❤️বাংলাদেশ 🇧🇩

  : ১১০০ স্কয়ার ফিট ফ্লাট সেল অফার তিতাস গ্যাস সহ তিন বেড ২ বারান্দা, ২ বাথরুম বাট চাইলে ৩ টা করে নেওয়া যাবে।।ড্রইং এন্ড...
28/09/2024

: ১১০০ স্কয়ার ফিট ফ্লাট সেল অফার তিতাস গ্যাস সহ তিন বেড ২ বারান্দা, ২ বাথরুম বাট চাইলে ৩ টা করে নেওয়া যাবে।।
ড্রইং এন্ড ডাইনিং একসাথে। ১ টি কিচেন ৷ (৬ মাস ইউজড়)
প্রাইজ :, ৭২ লাখ ( ২ তালা অথবা ৭ তালায় হবে ( লিফট জেনারেটর সুবিধা √√√√ [কার পাকিং সেল হবেনা ]

√ : ১০ মিনিট দুরত্বে মাত্র ৬৮ লাখ টাকায় ফিক্সড ব্যন্ড নিউ ১২০০ স্কয়ার ফিট নিয়ার ওয়েস্ট ধানমন্ডি রায়েরবাজার মসজিদ সাইড এ।। নিউ এপাটমেন্ট নিউ ২৪" স্টাইল সুন্দর ফ্লাট রায়েরবাজার এ।।। ইউটিলিটি ২.৫ লাখ
কার পাকিং চাইলে এক্সটা ৪.৫০ লাখ পেমেন্ট এ। । লিফট এর ৩ তালায়।। যাদের লাগবে অনলি সিরিয়াস এন্ড রিয়েল বায়ার রা নক করুন অথবা কল করুন।। @০১৮১১৯৫৯১৭৮ হোয়াটস এ্যপ*

রায়েরবাজার মসজিদ মেরিস্টোভক্লিনিক থেকে পাশে রায়ের বাজার মসজিদ এর কাছেই ৯৫০ স্কয়ার বড় ২ টি বেড রুম সাথে ২ হাই কমোড সিস্টেম ওয়াশ্রুম, সেপারেট ড্রইং রুম এন্ড সেপারেট ডসিনিং রুম।।২ বারান্দা আর কাউন্টার সুন্দর স্টাইল কিচেন রুম।। ৫৫ লাখ। (কার পাকিং সেল হবেনা)৷ সম্পুর্ন নিউ টাইলস সহ আধুনিক ফিটিংস।।।।

√ :এছাড়াও শেরেবাংলা রোড ( Close to Mitali road 1320 sft used for only 2 years) সুন্দর রেডি ফ্লাট সেল হবে (Top Floor 7th of lift) 85 লাখ ফিক্সড।।

:Ongoing 2500 sft close distance from Dhanmondi 15 no staff quater beside Shere-bangla road,,, south facing 4 th floor available to Sell, 4Bed 4washroom, Drawing n Dinning, Family Living, 3 Baranda and 1 Kitchen.. Handover time 8/9 months √**Per Sft Price 7300 tk..🏛️

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Design Echo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Design Echo:

Share