28/10/2025
রাজধানী ডেমরা থানাধীন ৬৬ নং ওয়ার্ড বামৈল
ইউনিট বিএনপিও অঙ্গ সংগঠনের উদ্যোগে
তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার ২৮ অক্টোবর বামৈল এলাকায় সুমন মিষ্টান্ন ভান্ডারের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব নবী উল্লাহ নবী।
#৬৬নং_ওয়ার্ড_বামৈল_ইউনিট
#বাংলাদেশ_জাতীয়তাবাদী_দল
#নির্বাচনী_গণসংযোগ
#আলহাজ্ব_নবীউল্লাহ_নবী
#সংসদ_সদস্য_পদপ্রার্থী