07/09/2025
৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছাত্র সংসদ ও ডাকসু নির্বাচনে এবার চমক আসতে পারে। যার কথা কেউ ভাবেন নাই, তার মুখের হাসিও এবার চওড়া হতে পারে। মিডিয়ার কল্যাণে অনেক ডাকসাইটে ক্যান্ডিডেটের দিকে সবার নজর রয়েছে। তবে ফোকাস বা আলোচনা বাইরে থাকা সাধারণ কয়েকজন ক্যান্ডিডেটকে অনেকে গোনায় না ধরলেও, ভোটাররা একটু চিন্তাশীল, দায়িত্ববান ও কৌশলী হলে পাল্টে যেতে পারে ফলাফল, আসতে পারে চমক।
এবারের ডাকসু নির্বাচনে যেসব ভোটার ৯ তারিখে ফ্যাক্টর হবেন তারা হলেন :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জীবনে প্রথম ভোটার, মেয়েদের ভোট (প্রায় অর্ধেক ভোটার), সনাতন ধর্মের (হিন্দু ধর্মাবলম্বীদের) ভোট, পাহাড়ের আদিবাসী ভোট, কওমি মাদ্রাসার ছাত্রদের ভোট, আলিয়া মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের ছাত্রদের ভোট, সমতলের আদিবাসী ভোট, বিহারী সম্প্রদায়ের ভোট, শিয়া সম্প্রদায়ের ভোট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের ভোট, বিভিন্ন রাজনৈতিক দলের অনুসারীদের ভোট এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ভোট।
এছাড়া, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, যশোর, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর অঞ্চলের ভোটাররাও নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
সবশেষে যেটা না বললেই নয় তাহলো, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের পরিবারের ভোটারের সংখ্যা কিন্তু অনেক। এই ভোটগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছাত্র সংসদ ও ডাকসু নির্বাচনের ফলাফল নির্ধারণে ফ্যান্টাস্টিক রোল প্লে করতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে।
সুতরাং প্রিয় ক্যান্ডিডেট ভাই ও বোনেরা, প্রতিটি ভোট আপনাকে বিজয়ী করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই, ডাকসু নির্বাচনের ভোটে কাউকেই ফেলে দিয়েন না, কাউকেই অবজ্ঞা কইরেন না 🙏
゚