T Ahmed official

T Ahmed official Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from T Ahmed official, Digital creator, Fulbaria.

আপনাদের জীবনকে সহজ করতে এবং নানান রকম তথ্য পেতে আমাকে Follow করে রাখুন।
আরো জানতে আমাদের Youtube পেইজটি Subscribe করে রাখুন https://youtube.com/?si=y7WsNjaLC_O9Wzde

30/09/2025

হিরো আলমের ওপর হা*মলা নিয়ে কী বললেন রিয়া মনি

30/09/2025

রাজধানীর আফতাবনগর এলাকায় হিরো আলমের উপর অত*র্কিত হামলা করে কিছু দুষ্কৃতি*কারী। স্থানীয়রা জানায়, হাম*লাকারীরা কয়েকটি মোটরসাইকেলে এসে হিরো আলমকে পি*টিয়ে আ*হত করে ফেলে রেখে যায়। এতে হিরো আলমের হাত ভেং*গে যায় বলে জানায় তার পাশে থাকা লোকজন। পরে সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। তাকে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। alom #

17/09/2025

নে*/ শা ই যখন চু*/ রি করার প্রধান লক্ষ্য

27/08/2025

তৌহিদ আফ্রিদির যত অপকর্ম ফাঁস, আফ্রিদিকে নিয়ে মুখ খুললো রাহি #তৌহিদ_আফ্রিদি

24/08/2025

গ্রে'প্তা'র'র পর তৌহিদ আফ্রিদি বললেন, ‘কবর জিয়ারত করতে দাদার বাসায় আসছি আফ্রিদি আরো বলেন- আমার ভয় হচ্ছে, আমার ছয় মাসের প্রেগন্যান্ট স্ত্রীকে নিয়ে #তৌহিদ_আফ্রিদি ゚viralfbreelsfypシ゚viral

23/08/2025

মাত্র আট বছর বয়সেই রোবট তৈরি করে বিশ্ব জয় করেছে বাংলাদেশের ছোট্ট মেয়ে আরিয়াত্তি ইসলাম। চলতি বছরের জানুয়ারি মাসে দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াডে সে একাই লড়েছে ২-৩ জনের দলের বিরুদ্ধে এবং জয় ছিনিয়ে এনেছে একটি সোনার ও একটি রূপার পদক।

22/08/2025

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি লরি উল্টে নিচে চাপা পড়ে প্রাইভেট কারের ৪ যাত্রী নিহত হয়েছেন। তাঁরা সবাই একই পরিবারের সদস্য। আজ শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে উপজেলার পদুয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া ওই লরির নিচে চাপা পড়ে একটি সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রীসহ তিনজন আহত হয়েছেন

22/08/2025

ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস পেরেজ জানিয়েছেন, বাংলাদেশ চাইলে ব্রাজিল থেকে মাত্র ১২০ থেকে ১২৫ টাকা দরে প্রতি কেজি গরুর মাংস আমদানি করতে পারবে। বর্তমানে বাংলাদেশের বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রাজিল থেকে আমদানি করা হলে কেজিপ্রতি দাম অন্তত ৬০০ টাকা কমবে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে। তবে এ প্রক্রিয়া এগিয়ে নিতে বাংলাদেশের পক্ষ থেকে দ্রুত হালাল সার্টিফিকেট প্রদান করতে হবে বলে জানান রাষ্ট্রদূত

০১. কোনো বন্ধুত্বই চিরস্থায়ী নয়। জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে দূরে সরে যায়।০২. নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে ...
22/06/2025

০১. কোনো বন্ধুত্বই চিরস্থায়ী নয়। জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে দূরে সরে যায়।
০২. নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তাই তো আত্মসম্মান ও মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের চেয়ে মূল্যবান।
০৩. কেউ পরিশ্রম দেখে না, সবাই শুধু ফলাফল দেখে। সফল হলে প্রশংসা, ব্যর্থ হলে সমালোচনা। তাই নিজের জন্যই পরিশ্রম করে যান।
০৪. হৃদয়ভঙ্গ ও ব্যর্থতা জীবনেরই অংশ। সুতরাং এগুলো এড়ানো নয় বরং শেখার সুযোগ হিসেবে দেখাই শ্রেয়।
০৫. বাড়ির মতো শান্তির কোনো জায়গা নেই। দুনিয়ার যেখানেই যান, মানসিক শান্তির ঠিকানা একটাই—নিজের ঘর।
০৬. পরিবার ও অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, বন্ধু - গ্ল্যামার বা সামাজিক মর্যাদা ক্ষণস্থায়ী, কিন্তু পরিবার ও অর্থ দীর্ঘমেয়াদে আপনাকে আগলে রাখবে।
০৭. বই-ই সত্যিকার বন্ধু। বই কখনোই প্রতারণা করে না, বরং জ্ঞানের আলো দিয়ে পথ দেখায়।
০৮. শারীরিক ব্যায়াম চাপ কমায়। তাই শুধু ফিটনেসের জন্য নয়, মানসিক প্রশান্তির জন্যও ব্যায়াম জরুরি।
০৯. অনুশোচনা ও কান্নায় সময় নষ্ট নয়। বরং যা হয়ে গেছে, তা আর ফিরে আসবে না। সামনে এগোনোর দিকেই নজর দিন।
১০. আজ যা চাইছেন, কাল হয়তো তার মূল্যই থাকবে না। মানুষের চাহিদা বদলায়। তাই আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই ভালো।
১১. আপনার সিদ্ধান্তই জীবন গড়ে দেয়, ভাগ্য নয়। ভাগ্য নির্ধারিত নয় বরং আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ তৈরি করে দেবে।
১২. শৈশবই জীবনের সেরা সময়। ভাবনাহীন, নির্মল আনন্দের সেই দিনগুলো আর কখনোই ফিরে আসে না।

বর্ষাকাল প্রকৃতির এক মনোরম ও জীবন্ত ঋতু হলেও গ্রামের জন্য এটি হয়ে দাঁড়ায় এক আত*ঙ্কের নাম। বিশেষ করে শিশুদের জন্য এই সময়ট...
21/06/2025

বর্ষাকাল প্রকৃতির এক মনোরম ও জীবন্ত ঋতু হলেও গ্রামের জন্য এটি হয়ে দাঁড়ায় এক আত*ঙ্কের নাম। বিশেষ করে শিশুদের জন্য এই সময়টি হয়ে ওঠে চরম বিপজ্জনক। প্রতিবছরই আমরা সংবাদমাধ্যমে দেখতে পাই—পানিতে ডুবে শিশু মৃ*ত্যুর হৃদয়বিদারক খবর। এই মর্মান্তিক মৃ*ত্যুগুলো যেন একটি বার্তা দেয়—সতর্ক না হলে আনন্দময় ঋতুও ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে।
বর্ষায় শিশু মৃ**ত্যুর প্রধান কারণ–
গ্রামে বর্ষাকালে অগভীর খাল, পুকুর, ডোবা-নালা, এবং ফসলি জমিতে বৃষ্টির পানি জমে থাকে। অনেক ক্ষেত্রেই এই জলাশয়গুলো খোলা ও অনিরাপদ থাকে। শিশুরা খেলাধুলা কিংবা কৌতূহলবশত এই পানিতে পড়ে যায় এবং সাঁতার না জানার কারণে মৃ**ত্যুর শিকার হয়। অন্যদিকে, অনেক অভিভাবক বর্ষাকালে বাচ্চাদের বাইরে যাওয়া বা খেলাধুলার ওপর নজরদারি কমিয়ে দেয়। ফলে, কয়েক মিনিটের অবহেলায় ঘটে যায় চিরন্তন বিপদ।
করণীয় ও সচেতনতা–
১. সতর্ক নজরদারি: বর্ষাকালে শিশুরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে আছে—এ নিয়ে সবসময় খেয়াল রাখতে হবে।
২. অভ্যস্ত করা: ছোটবেলা থেকেই শিশুদের পানির ভয় ও বি'পদ সম্পর্কে শিক্ষা দেওয়া উচিত।
৩. সাঁতার শেখানো: এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষা শুরুর আগেই শিশুদের বয়স অনুযায়ী সাঁতার শেখানোর উদ্যোগ নেওয়া উচিত।
৪. ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতকরণ: বাড়ির আশেপাশে যে কোনো অগভীর কিংবা গভীর জলাশয় চিহ্নিত করে সেখানে বেড়া দেওয়া, বা সতর্কতা মূলক বোর্ড টানিয়ে রাখা দরকার।
৫. কমিউনিটি পর্যায়ে সচেতনতা: গ্রামে স্থানীয় নেতৃবৃন্দ ও শিক্ষকদের মাধ্যমে এই বিষয়ে সচেতনতা বাড়ানো উচিত। স্কুলে শিশুদের নিয়মিত পানি সংক্রান্ত বিপদ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে।
শিশুর মৃ**ত্যু শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। অথচ এই দুঃখজনক ঘটনাগুলো সতর্কতা ও সচেতনতার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। বর্ষা প্রকৃতির আশীর্বাদ, কিন্তু অবহেলার কারণে তা যেন অ'ভি'শাপে পরিণত না হয়—এই হোক আমাদের সকলের প্রতিজ্ঞা। বর্ষাকাল আসুক জীবনে নতুন সজীবতা নিয়ে, মৃ**ত্যু নয়।

#বর্ষাকাল #শিশু

20/06/2025

কারওয়ান বাজারে সবজির দাম কেমন জেনে নিন

#কারওয়ানবাজার

কিছু খাবার রয়েছে যা খেলে সকাল বেলার গ্যাসের ব্যথা থেকে মুক্তি মেলে। চলুন বিস্তারিত জেনে নিই- আদার রস মেশানো পানি  এক চাম...
19/06/2025

কিছু খাবার রয়েছে যা খেলে সকাল বেলার গ্যাসের ব্যথা থেকে মুক্তি মেলে। চলুন বিস্তারিত জেনে নিই-

আদার রস মেশানো পানি
এক চামচ আদার রসের সঙ্গে এক কাপ পানি মিশিয়ে পান করুন। চাইলে এক টুকরো আদা চিবিয়েও খেতে পারেন। আদা গ্যাস্ট্রিকের যন্ত্রণা দ্রুত কমাতে সাহায্য করে।

গ্রিন টি
ওজন কমাতে অনেকেই সকালবেলা গ্রিন টি পান করুন। কেবল ওজন কমানো নয়, গ্যাস্ট্রিকের ব্যথা কমাতেও এটি কার্যকরী ভূমিকা রাখে।

পুদিনা পানি
বিভিন্ন খাবারের স্বাদ বাড়াতে পুদিনা পাতা ব্যবহার করা হয়। গ্যাস কমাতেই এটি দারুণ কাজ করে। এক কাপ পানিতে কয়েকটি পুদিনা পাতা ফুটিয়ে সেই পানি পান করুন। ব্যথা কমবে।

লেবু পানি
ওজন কমাতে লেবু পানি কার্যকরী ভূমিকা রাখে। হালকা গরম পানিতে অল্প লেবুর রস মিশিয়ে খেলেও গ্যাসের যন্ত্রণা থেকে রেহাই পাওয়া যায়।

মৌরি ভেজানো পানি
গ্যাসের সমস্যা দূর করতে সাহায্য করে মৌরি ভেজানো পানি। পানির সঙ্গে মৌরিও খেতে পারেন। এতে শরীরের উপকারই হবে।

হালকা গরম পানি
পেটের তাপমাত্রার হেরফের ঘটিয়ে গ্যাস বের করে দিতে সাহায্য করে হালকা গরম পানি। পেট পরিষ্কার করতেও সাহায্য করে এটি।

অ্যাপেল সিডার ভিনেগার
এক গ্লাস পানিতে এক চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। এতে পেট থেকে গ্যাস অচিরেই দূর করে।

জিরা ভেজানো পানি
মৌরি ভেজানো পানির মতোই জিরা পানিও কাজ করে। এটি পেটের অতিরিক্ত গ্যাস বের করে দেয়। পেট ঠাণ্ডা করে।

Ahmed official

Address

Fulbaria
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when T Ahmed official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to T Ahmed official:

Share