Md.Reza Buddin

Md.Reza Buddin This page is human rights related

16/04/2025

কোমলমতি শিক্ষার্থীদের ওপর প্রশাসন ও সেনাবাহিনীর গোলাবর্ষণ, আগামীর ভবিষ্যৎ যারা, দেশের প্রযুক্তি এবং প্রযুক্তি বিনির্মাণে উন্নয়নে যারা অবদান রাখবে। বাংলাদেশের সকল সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ছয় দফা যৌক্তিক দাবি কে, সমর্থন জানিয়ে, অনুরোধ করবো সকলকে তাদের পাশে দাঁড়াতে। সেই সাথে বর্তমান সরকারকে অনুরোধ জানাচ্ছি এই যুক্তির দাবিগুলো মেনে নিয়ে তাদেরকে শিক্ষাদানে ফিরে যাওয়ার সহজ করে দিন। তাদেরকে রাষ্ট্রের প্রতিপক্ষ ভাববেন না, তারা দেশের শত্রু নয়, তাদের দাবিগুলো যৌক্তিক, এবং পলিটেকনিক থেকে শিক্ষা গ্রহণ করে আসা সকল প্রাক্তন শিক্ষার্থীদের এই দাবিতে একমত। গত যে ঘটনাগুলো ঘটেছে, শিক্ষার্থী ভাই ও বোনদের প্রতি অমানবিক আচরণ এর প্রতিবাদ জানাই।

ছবিটিতে লাল বৃত্তের মধ্যে থাকা ব্যক্তিটির গল্প আমরা অনেকেই জানি কিন্তু তাকে খুব কম মানুষই চিনি। ইনি ছিলেন তার সময়ের সেরা...
13/04/2025

ছবিটিতে লাল বৃত্তের মধ্যে থাকা ব্যক্তিটির গল্প আমরা অনেকেই জানি কিন্তু তাকে খুব কম মানুষই চিনি। ইনি ছিলেন তার সময়ের সেরা একজন ইঞ্জিনিয়ার, তার জনপ্রিয়তা ছবিটির দিকে তাকালেই হয়ত বুঝে যাবেন।

তার একটি সত্য গল্প খুব প্রচলিত ছিল, যিনি একটি স্ক্রু ঘোরানোর জন্য ১ ডলার আর কোন স্ক্রু ঘোরাতে হবে সেটা জানার জন্য ৯,৯৯৯ ডলার দাবি করেছিলেন।

হ্যাঁ, এই প্রকৌশলী আসলেই ছিলেন। তার নাম ছিল চার্লস প্রোটিয়াস স্টেইনমেটজ (১৮৬৫–১৯২৩)।

একবার তার সঙ্গে পরিচিত হন খ্যাতিমান উদ্যোক্তা হেনরি ফোর্ড। যাকে বিখ্যাত ফোর্ড গাড়ির নির্মাতা হিসেবে জানি।

তো ফোর্ডের রিভার রুজ প্ল্যান্টে একটি বিশাল জেনারেটরে জটিল এক প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। সেখানে কর্মরত প্রকৌশলীরা কোনোভাবেই সমস্যার উৎস খুঁজে পাচ্ছিলেন না।

শেষমেশ হেনরি ফোর্ড নিজেই স্টেইনমেটজকে ডাকেন।

যথারীতি স্টেইনমেটজ কারখানায় এসে কারো সাহায্য না নিয়ে শুধু একটি খাতা, কলম আর একটি খাট চাইলেন।

মনে হতে পারে না, এত কিছু থাকতে খাট কেন, কেননা তিনি জন্ম থেকেই kyphosis- নামক রোগে এ আক্রান্ত ছিলেন, যার ফলে পিঠে একটি কুঁজ তৈরি হয়। যে কারণে তিনি ছিলেন কুঁজো এবং তার উচ্চতাও ছিল মাত্র প্রায় ৪ ফুট। এছাড়াও তার কাঁধ ও শরীরের গঠন ছিল অস্বাভাবিক, যা চলাফেরা ও কাজকর্মে সমস্যা সৃষ্টি করত।

যাইহোক তিনি টানা দু’দিন ও দু’রাত সেই বিশাল জেনারেটরের শব্দ শুনে কাটালেন, আর করলেন অসংখ্য জটিল হিসাব।

হঠাৎ করে তিনি একটি মই, একটি টেপ মাপার ফিতা আর একটা ব্ল্যাকবোর্ডের চক আনতে বললেন।

তার শরীরের প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি মই বেয়ে জেনারেটরের উপর পর্যন্ত উঠলেন।

তারপর ফিতা দিয়ে মেপে জেনারেটরের একটি নির্দিষ্ট স্থানে চক দিয়ে একটি দাগ দিলেন।

নিচে নেমে এসে আশপাশের অবাক প্রকৌশলীদের বললেন, এই নির্দিষ্ট জায়গা থেকে সাইড প্লেট খুলে কুন্ডলি খুলতে হবে, এবং ঠিক ১৬টি তার খুলে ফেলতে হবে।

প্রকৌশলীরা তার নির্দেশনা অনুযায়ী কাজ করলেন।

দেখা গেল, জেনারেটর আবার পুরোপুরি সচল হয়ে গেছে।

এরপর স্টেইনমেটজ, জেনারেল ইলেকট্রিকের পক্ষ থেকে হেনরি ফোর্ডের কাছে ১০,০০০ ডলারের একটি বিল পাঠান।

ফোর্ড কাজের প্রশংসা করলেও, এমন বড় অঙ্কের একটি বিল দেখে তিনি বিস্তারিত খরচ breakdown চেয়ে ফেরত পাঠান।

স্টেইনমেটজ তখন বিলটি এভাবে সংশোধন করে পাঠান—

জেনারেটরে চক দিয়ে দাগ টানা: ১ ডলার

কোথায় দাগ দিতে হবে তা জানা: ৯,৯৯৯ ডলার

মোট: ১০,০০০ ডলার

এইবার আর কোনো কথা না বলে ফোর্ড পুরো বিলটাই পরিশোধ করেন।

তো চার্লস স্টেইনমেটজ ও হেনরি ফোর্ডের ঘটোনাটি আমাদের চোখের সামনে একটি গভীর শিক্ষনীয় বার্তা তুলে ধরে।

জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতার প্রকৃত মূল্য বোঝা এবং যথাযথ সম্মান করা উচিত।

দেখুন স্টেইনমেটজ এক নজরে খুব ছোট একটা কাজ করেছিলেন, চক দিয়ে একটা দাগ টেনেছিলেন। কিন্তু এই ছোট কাজের পেছনে ছিল বছরের পর বছর অর্জিত অভিজ্ঞতা, গভীর জ্ঞান ও বিশ্লেষণ ক্ষমতা।

এই গল্প আমাদের শেখায় যে, কেবল চোখে দেখা শ্রম নয়, বরং সমস্যার মূল ধরতে পারার ক্ষমতা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জ্ঞান এবং অভিজ্ঞতাই অনেক সময় সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে দাঁড়ায়।

তাই কোনো পেশাজীবীর কাজ যখন সহজ মনে হয়, তখন তার পেছনের কঠোর পরিশ্রম ও দক্ষতা কদর করা উচিত।

**এই গল্পটি ১৯৬৫ সালের ১৪ মে "লাইফ" ম্যাগাজিনে ছাপা একটি চিঠিতে উল্লেখ করা হয়েছিল। চিঠিটি লিখেছিলেন জ্যাক বি. স্কট। তার বাবা বার্ট স্কট ছিলেন হেনরি ফোর্ডের বহু বছরের কর্মী।

collected

10/04/2025

সবাই মনে করেছিলেন হবে না কিছুই হবে না,,
কিন্তু না প্রফেসর ডক্টর ইউনুস সাহেব করে দেখিয়েছেন।
১/ কিভাবে তিস্তার পানি গড়াগণ্ডায় বুঝে নিতে হয় বুঝে নেওয়া যায়।
২/ কিভাবে রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানো যায়।
৩/গভীর সমুদ্র বন্দর কত দ্রুত চালু করা যায়।
৪/কিভাবে ভারতের সাথে সম অধিকারে সুসম্পর্ক বজায় রাখা যায়
এবং ভারতকে চাপে রাখা যায়। যেন দেশের মধ্যে খবরদারি না করে।
৫/ নিজেদের সমুদ্র বঙ্গোপসাগর নিয়ন্ত্রণ করা যায়।
৬/কিভাবে বিদেশি বিনিয়োগদের দেশে এনে জনগণের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যায়।
৭/কিভাবে পৃথিবীতে দেশকে রিপ্রেজেন্ট করা যায় ।
৮/ ক্ষুদ্র ঋণ দিয়ে পিছে পড়া মানুষদের অগ্রগতি /এগিয়ে নেয়া যাওয়া যায়।
৯/কিভাবে দেশের মানুষ ও তরুণ সমাজকে স্বপ্ন দেখানো যায় ।
১০/ আর আমরা ভাবি কিভাবে প্রফেসর ডক্টর ইউনুস সাহেব কে বিদায় দিয়ে গোলামীর জীবন যাপন করা যায় 🤣🤣

16/08/2023

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মৃত্যুর সময়।।।
মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর যেভাবে হাসপাতাল থেকে লাশ নিয়ে যাওয়া হয় দেখুন তার পুরো ঘটনা।।

16/08/2023

মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর খবর
রাতের সেই সময়টা
দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর হাসপাতাল থেকে লাশ ফিরিয়ে নেওয়া সকল ঘটনাটি সরাসরি দেখছেন।

15/08/2023

মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী কে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময়।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Reza Buddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share