Monowar Hossain

Monowar Hossain لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ
লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)

"৯৫% মানুষ AI দিয়ে শুধু গল্প লেখে। আর ৫% মানুষ সেটা দিয়ে কোটি টাকা বানায়। তুমি কোন দলে?" 🤯🤖 DeepSeek নামক AI টুলটা হয়তো ...
04/07/2025

"৯৫% মানুষ AI দিয়ে শুধু গল্প লেখে। আর ৫% মানুষ সেটা দিয়ে কোটি টাকা বানায়। তুমি কোন দলে?" 🤯
🤖 DeepSeek নামক AI টুলটা হয়তো চেনো, কিন্তু এর আসল পাওয়ার এখনো ব্যবহার করোনি! শুধু 'ছবি বানাও', 'গল্প লেখো' — এইটুকুতে আটকে থাকলে... তুমি নিজের টাইম, এনার্জি আর ব্রেইন ওয়েস্ট করছো!
এই AI টুল দিয়ে তুমি পারবে:
✅ রিসার্চ পেপার ৩০ সেকেন্ডে বুঝতে
✅ ক্লায়েন্টের Objection গুলা আগেই খুঁজে বের করতে
✅ SaaS বিজনেসের ৯০ দিনের গ্রোথ প্ল্যান বানাতে
✅ এমনকি একটা বই পড়ে কীভাবে সেটা কাজে লাগাবে, সেটাও AI বলে দেবে!
👇 আমি আপনাদেরকে ইনশাল্লাহ বলতে পারি যে DeepSeek দিয়ে এক থেকে তিন মাস স্টাডি করলে সুন্দর একটা আইডিয়া জেনারেট করা যাবে:
⚠️ যারা এই আইডিয়াগুলা আজই কাজে লাগাবে, তারা তিন মাস পর টাইম সেভ করে কাজের আউটপুট ৩ গুণ বাড়াতে পারবে!

টাইটানিক যখন ডুবতে বসেছিল, তখন কাছাকাছি তিনটে জাহাজ ছিল।(1) একটির নাম ছিল স্যাম্পসন। মাত্র ৭ মাইল দূরে ছিল এর অবস্থান, ব...
02/07/2025

টাইটানিক যখন ডুবতে বসেছিল, তখন কাছাকাছি তিনটে জাহাজ ছিল।

(1) একটির নাম ছিল স্যাম্পসন। মাত্র ৭ মাইল দূরে ছিল এর অবস্থান, বেআইনিভাবে সিল মাছ ধরায় ব্যস্ত ছিল জাহাজটি। তারা দেখতে পেয়েছিল টাইটানিকের বিপদ সংকেত, কিন্তু উল্টোদিকে জাহাজের মুখ ঘুরিয়ে দূরে চলে যায়।
এই জাহাজটির কথা একবার ভাবুন। দেখবেন আপনার আশেপাশের অনেকের সাথেই মিল আছে এর! এরা শুধু স্বার্থপরের মতো নিজের কথাই ভাবে। অন্যের জীবন কি ঘটল তা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই তাদের।

(2) দ্বিতীয় জাহাজটির নাম ক্যালিফোর্নিয়ান, মাত্র চৌদ্দ মাইল দূরে ছিল টাইটানিকের থেকে সেই সময়। ওই জাহাজের চারপাশে ছিল জমাট বরফ। ক্যাপ্টেন দেখেছিলেন টাইটানিকের বাঁচতে চাওয়ার আকুতি। কিন্তু পরিস্থিতি অনুকূল নয় এই অজুহাতে তিনি সিদ্ধান্ত নেন ঘুমাতে যাবেন। সকালে দেখবেন কিছু করা যায় কিনা। জাহাজটির অন্যসব নাবিকরা নিজেদের মনকে প্রবোধ দিয়েছিল এই বলে যে ব্যাপারটা এতটা গুরুতর নয়।
এই জাহাজটিও অনেকের মনের কথা বলে! কেউ বিপদে পড়লে অনেকেই মনে করে ঠিক সেই মুহূর্তে সাহায্য করতে যাওয়া বোকামি, পরিস্থিতি অনুকূল হলে দেখা যাবে। আসলে দায়িত্ব এড়ানোর জন্য কোনো না কোনো অজুহাত খোঁজ এরা।

(3) শেষ জাহাজটির নাম ছিল কারপাথিয়ান্স। এই জাহাজ যাচ্ছিল উল্টোদিকে, ছিল প্রায় আটান্ন মাইল দূরে। সেই মুহূর্তে তারা রেডিওতে শুনতে পায় টাইটানিকের যাত্রীদের আর্তচিৎকার।
জাহাজের ক্যাপ্টেন হাঁটুমুড়ে বসে পড়েন ডেকের ওপর। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন যাতে তিনি সঠিক পথ দেখান তাঁদের। তারপর নাবিকদের নিয়ে সর্বশক্তিতে বরফ ভেঙ্গে এগিয়ে চলেন টাইটানিকের দিকে। জাহাজটির এই সিদ্ধান্তের জন্যই টাইটানিকের ৭০৫ যাত্রী প্রাণে বেঁচে যান।

১০০০ কারণ থাকবে আপনার কাছে দায়িত্ব এড়াবার জন্য, কিন্তু তারাই প্রকৃত মানুষ যারা অন্যের বিপদের সময় কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়ে। ইতিহাস হয়তো মনে রাখে না তাদের, কিন্ত যুগে যুগে তারা বন্দিত হয় খেটে খাওয়া মানুষের মুখে মুখে বলা লোকগাঁথায়!

#যন্ত্রনা


Monowar Hossain

“ইতালী প্রবাসী নাহিদের রক্ত এখনো তার কার্ডে লেগে আছে”এই কার্ডগুলি নাহিদের যে নাহিদ ইতালিতে ১৮ টি বছর নিজের শ্রম ও মেধাকে...
29/05/2025

“ইতালী প্রবাসী নাহিদের রক্ত এখনো তার কার্ডে লেগে আছে”
এই কার্ডগুলি নাহিদের যে নাহিদ ইতালিতে ১৮ টি বছর নিজের শ্রম ও মেধাকে কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলো।২ টি পেট্রোল স্টেশনের দায়িত্ব পেয়েছিলো,একটি মিনিমার্কেট করেছিলো,একটি লাভান্দেরিয়া এবং একটি বড় বাড়ি ক্রয় করেছিলো।একটা সুন্দর সংসার হয়েছিলো।আল্লাহ তার ঘরে একটি ছেলে এবং একটি মেয়ে দিয়েছিলো।বাকি জীবন স্ত্রী সন্তান ও পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতেই থাকার কথা ছিলো।
কিন্তু দিনে দুপুরে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে শেষ করে দিলো সবকিছু।ছুরিকাঘাত পাওয়ার পরে নিজেই এম্বুলেন্স কল করেছিলো,কারাবিনিয়ারি কল করেছিলো এবং ১ ঘন্টার বেশী সময় মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছিলো বেঁচে থাকার আশায়।পুরো পেট্রোল স্টেশন রক্তে ভেসে গিয়েছিল!!এমন জায়গায় পেট্রোল পাম্প ছিলো যেটি খুবই নীরব ছিলো তাই সাথে সাথে কেউ টের পায়নি।নাহিদের ৫ বছরের ছেলেটা এখনও জানেনা নাহিদ পৃথিবীতে নেই,১০ মাসের মেয়েটাতো বাবা বলার অনুভূতিই তৈরী হয়নি।নাহিদ হত‍্যার বিচারে আমোদের স্বচ্চার হতে হবে।নাহিদরা কেন মেধা ও পরিশ্রম করে প্রতিষ্ঠিত হয়ে শান্তি ভোগ করতে পারবেনা?

আশেপাশে তাকালে ডিজিটাল মার্কেটারের অভাব নাই। অথচ ম্যাক্সিমাম মার্কেটারের হাতেই কোনো কাজ নাই। ❌এর কারণ কী? কারণ হচ্ছে Fun...
28/04/2025

আশেপাশে তাকালে ডিজিটাল মার্কেটারের অভাব নাই।
অথচ ম্যাক্সিমাম মার্কেটারের হাতেই কোনো কাজ নাই। ❌
এর কারণ কী? কারণ হচ্ছে Fundamental জিনিসপত্র ঠিক না থাকা। ⛔
ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারে আপনিও এমন Situation-এ না পড়তে চাইলে মার্কেটিং শিখেন একদম গোড়া থেকে।
বেসিক থেকে ডিজিটাল মার্কেটিং শিখুন, তারপর শুরু থেকে কাজ শুরু করে দেন ।তাহলে ইনশাল্লাহ সফলতা আসবে
Hossain

""কটকটে হলুদ রঙের যে বি-শা-ল গোলাকার বস্তুটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হলো সূর্য যা প্রতিদিন আপনার বাড়ির পূর্বে ওঠে আর পশ্...
21/04/2025

""কটকটে হলুদ রঙের যে বি-শা-ল গোলাকার বস্তুটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হলো সূর্য যা প্রতিদিন আপনার বাড়ির পূর্বে ওঠে আর পশ্চিমে অস্ত চলে যায়। তার নিচে তীর চিহ্নিত যে গোলাকার বস্তুটা আছে, সেটা হলো পৃথিবী যেখানে আমি, আপনি— আমরা সকলে বাস করছি।
শুধুমাত্র ছবির রেজুলেশানেই আপনি সম্ভবত আঁচ করতে পারছেন যে— বিশাল আকৃতির সূর্যের তুলনায় আমাদের পৃথিবী কতো ক্ষুদ্রাতিক্ষুদ্র। তবু জানিয়ে রাখা ভালো— সূর্যের আকৃতি এতো বি-শা-ল যে— ১ মিলিয়ন পৃথিবী এর মধ্যে অনায়াসে ঢুকিয়ে রাখা যাবে!
আপনি নিশ্চয় মাথা চুলকে ভাবতে চেষ্টা করছেন কতো বিশাল আকৃতি এই সূর্যের, তাই না? একটু থামুন! আপনি জেনে বিস্মিত হবেন— মহাবিশ্বে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় নক্ষত্র হলো UY SCUTI যেটা ব্যাসার্ধের দিক থেকে আমাদের সূর্যের চেয়ে ১৭০০ গুণ বড়। মানে— সেই UY SCUTI এর মধ্যে ৫ বিলিয়ন (মিলিয়ন নয় কিন্তু) সূর্য অনায়াসে ঢুকে পড়তে পারবে!
মহাবিশ্বের যে ক্ষুদ্রতম অংশ আমরা জানতে পেরেছি তার খুব সংক্ষিপ্ত অংশের আলোচনা এটা৷ এর বাইরে পড়ে আছে কতো বিস্তৃত রহস্য, কতো অনুদঘাটিত ব্যাপারাদি তা মানবমস্তিষ্ক কল্পনাও করতে পারে না। এ বিশাল মহাবিশ্বের বিস্তৃতির সীমার দিকে চেয়ে এ দাবি করা একেবারেই অত্যুক্তি হবে না যে— UY SCUTI, যেটা ধারণ করতে পারবে ৫ বিলিয়ন সূর্যকে, মহাবিশ্বের অন্য অনেক জায়ান্ট নক্ষত্রের কাছে সেটা সমুদ্রের স্রেফ একটা বালির সমান!
এই যে এতো রহস্যময় মহাবিশ্বের সৃষ্টিকর্তা এবং নিয়ন্ত্রক যিনি, আপনি কেবলমাত্র তাঁর-ই ইবাদাত করেন। কী চমৎকার, কী অভাবনীয় ব্যাপারটা, তাই না? আরো বিস্ময়ের ব্যাপার কী জানেন? তিনি এই গোটা সৃষ্টিলোক সৃষ্টিই করেছেন কেবলমাত্র আপনার জন্যে। তারচেয়েও দারুন ব্যাপার হলো— সেই মহা প্রতাপশালী সৃষ্টিকর্তা আপনাকে সম্বোধন করেন ‘আমার বান্দা’ বলে।
ভাবুন তো— সৃষ্টিরাজির মধ্যে কী সুমহান মর্যাদা তিনি আপনাকে দান করেছেন!
"সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি!

(এডমিন)

17/01/2024

وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضٰى
"শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে এত দিবেন যার ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে।"
(৯৩:৫)

17/01/2024

_ তাওবা..
“আস্তাগফিরুল্লাহ্ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হ্যাইয়্যুল কাইয়ূম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আজীম”
-- পড়া শেষে আলহামদুলিল্লাহ

03/01/2024

ইয়া আল্লাহ্!
যেদিন চুড়ান্ত হিসাব কায়েম হবে, সেদিন আমাকে, আমার পিতামাতাকে এবং সকল মুমিনগনকে আপনি ক্ষমা করুন।"
[ সুরা: ইব্রাহিম -৪১]
#আমিন

02/01/2024

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, ❝ডাকার জন্য কেউ আছে কি, যার ডাকে আমি সাড়া দেবো? চাওয়ার জন্য কেউ আছে কি, যাকে আমি দান করবো? গুনাহ থেকে মাফ চাওয়ার কেউ আছে কি, যার গুনাহ আমি মাফ করবো?❞’’
[ইমাম বুখারি, আস-সহিহ: ১১৪৫]

02/01/2024

আমর ইব্‌ন আনবাসা (রা:) থেকে বর্ণিত:
রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করবে, যাতে আল্লাহকে স্মরণ করা হবে, আল্লাহ তা'আলা জান্নাতে তার জন্য একখানা ঘর নির্মাণ করবেন।
[সুনানে আন-নাসায়ী, হাদিস নং: ৬৮৮]

31/12/2023

আসসালামুয়ালাইকুম....!
হে বনি আদম!
আকাশ চুম্বি পাপ করার পরও, তুমি যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা কর - অবশ্যই আমি ক্ষমা করে দিব।" 🤲
[তিরমিযি, ৩৫৪০]

31/12/2023

'নিশ্চয়ই আল্লাহ্ আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক, সুতরাং তোমরা তাঁহার 'ইবাদত করিবে। ইহাই সরল পথ।'
اِنَّ اللّٰهَ رَبِّىْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ‌ ؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ
সূরা নম্বরঃ ৩, আয়াত নম্বরঃ ৫১

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Monowar Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share