26/10/2023
🟥 বালুর ব্যবসাকে কেন্দ্র করে চেয়ারম্যান হ*ত্যা করে যুবলীগ নেতা ও ইউপি মেম্বার আনোয়ার কে...
কথা বলেছেন নিহতের স্ত্রী রুফিজা বেগম 🟥.....................................................................
২০০৬ সালে কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আনোয়ার হোসেনকে (৫০) নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীনকে (৬৪) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, নিহত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়ন পরিষদের ইউপি মেম্বার ছিলেন। পাশাপাশি স্থানীয় বাজারে আড়তের ব্যবসা করতেন। বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যক্রম এবং মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ, ভূমি দস্যুতাসহ বিভিন্ন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার জনপ্রিয়তা ছিল।
রোহিতপুর ইউপির সাবেক চেয়ারম্যান কামাল উদ্দীনের পরিকল্পনা ও নেতৃত্বে হত্যাকাণ্ডটি সংঘটিত হয় জানান তিনি। বলেন, কামাল উদ্দীন ইউপি চেয়ারম্যান থাকাকালীন সময়ে এলাকায় একটি সন্ত্রাসী দল গঠন করে অবৈধ বালুর ব্যবসা, জোরপূর্বক ভূমি দখল ও ত্রাণের মালামাল আত্মসাৎ করতেন।
র্যাব মুখপাত্র বলেন, মামলা দায়েরের পর থেকে কামাল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে ২০০৭ সালে কৌশলে মধ্যপ্রাচ্যের একটি দেশে চলে যান। পরে ২০১৯ সালে বাংলাদেশে ফিরে এসে নিজের পরিচয় গোপন রেখে সিলেটের বিভিন্ন স্থানে বসবাস শুরু করেন। গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় অবশেষে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।