22/07/2025
আজকে হাসপাতালে নানা ধরনের লোকের ভিড় ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর, নেতা-কর্মী, উৎসাহী মানুষ সবাই ছুটে যাচ্ছেন ছবি তুলতে, ভিডিও করতে, লাইভে যেতে। কিন্তু ভাবুন তো, একবার এই দৃশ্য কতোটা অমানবিক লাগে একজন আহত বা ভীত-সন্ত্রস্ত রোগীর পরিবারের চোখে?
অনুগ্রহ করে কেউ ভিডিও করার আগে ভাবুন আপনি সহানুভূতি জানাতে গেছেন, নাকি গিয়েছেন কারো যন্ত্র%% নাকে প্রদর্শনী বানাতে?
আর একটি গুরুত্বপূর্ণ অনুরোধ যেকোনো ভিডিও বা তথ্য শেয়ার করার আগে যাচাই করে নিন। সোর্স নিশ্চিত না হয়ে কোনো কিছু শেয়ার করা থেকে বিরত থাকুন। কারণ ভুল বা fake news শুধু আতঙ্ক বাড়ায়, বিভ্রান্তি ছড়ায়।
আসুন, বিপদের সময় মানুষকে আরও আতঙ্কিত না করি।
কন্টেন্টের চাইতে মানবিকতা বড় হোক।