05/09/2025
যেখানে স্পষ্ট জন্মদিন পালন করা হারাম বলা হয়েছে🙂সেখানে আমরা জম্মদিন পালনের সাথে সাথে কি মৃত্যু দিনও পালন করছি না?
আল্লাহ তায়ালা আমাদের সকল কে মাফ করুক এবং সঠিক বুঝ দান করুক ❤️❤️
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ ইন্তেকাল করেছেন হিজরি ১১ সালের ১২ রবিউল আউয়াল, সোমবার দিনে।
আর অন্য দিকে
ইসলামী ইতিহাসবিদদের মতে —
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ ১২ রবিউল আউয়াল তারিখেই দুনিয়াতে আগমন (জন্ম) করেছেন।
এবং একই তারিখে, ১২ রবিউল আউয়াল, হিজরি ১১ সনে তিনি ইন্তেকাল করেছেন।
👉 অর্থাৎ, জন্ম ও ইন্তেকাল – দুটোই একই তারিখে (১২ রবিউল আউয়াল) সংঘটিত হয়েছে।