19/04/2023
প্রতিটা বাচ্চা একে অন্যের থেকে আলাদা। তেমনি প্রতিটা মায়ের জার্নিও আলাদা।
অনেক বাচ্চা তিন মাসেই পটিতে বসেlআবার অনেক বাচ্চার তিন বছরেও পটি ট্রেইনিং পসিবল হয় না! অনেক বাচ্চা আছে যারা ১৫ মাসে ছড়া শিখে ফেলে, আবার অনেক বাচ্চা ২ বছরেও কথা বলছে না।
কেউ অনেক মিশুক।
কেউ আবার খুব লাজুক! মা বাবা ছাড়া কিছুই বোঝে না।
কেউ অনেক নাদুস নুদুস লক্ষী।
কেউ একটু হালকা পাতলা তবে ভীষন চটপটে!
তো কি বুঝলেন?
এরা কি আজীবন এভাবেই থাকবে? যে পটিতেই বসছে না এখন, সে কি কোনদিন ই আর কমোড ব্যবহার করবে না???
যে বাচ্চাটির একটু স্পীচ ডিলে হচ্ছে, সে কি আর কথা বলতে পারবে না?!!!!
যে আজ কিছুই চিবিয়ে খাচ্ছে না, সে কি সারা জীবন ই ব্লেন্ড করা খাবার ই খাবে???
একদিন সবাই নিজেদের মতন লড়াই করে বেঁচে থাকা শিখে যাবে ।
তখন কেউ জানতে চাইবে না সে কতো মাসে হেঁটেছে! কত দিনে কথা শিখেছে! কত কত খাবার খেয়েছে!
তাই বলি কি, মা কে ভরসা দিন, দোষ নয়। এই জার্নিটা একটা সার্টেইন টাইম পর শেষ হয়ে যাবে, কিন্তু মনের ক্ষত গুলো আর সারবে না!
আক্রমন না করে ভালোবেসে বুঝিয়ে বলুন, যদি একান্তই কিছু বলতে হয়। কারন প্রতিটা মা ই একজন যোদ্ধা। ❤️
লেখা সৌজন্যে: মৌমিতা সাহা।