
03/07/2025
তোমার বোঝা উচিত ছিল পুরো মহাবিশ্বে আমার তোমাকেই কেনো মনে ধরেছিল। তোমার জানা উচিত ছিলো এতো চোখের ভীড়ে তোমার চাহনিতে কেন আমার চোখ আটকে ছিলো।
তোমার শোনা উচিৎ ছিলো, ফেলে আসা ব্য'থার দিন গুলোর য'ন্ত্রণার চেয়ে তোমার নীরবতা আমাকে আরও ক'ষ্ট দিয়েছে। তুমি গত হয়েছো সেই'কবে, তবুও তোমার বিষাদ আমাকে নিস্তার দেয়নি কোনকাল।