Äñgry Bìrd'ß

Äñgry Bìrd'ß Hello Everyone🥰✨🦋

আজ ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ যুদ্ধবিমান রাজধানী ঢাকার উত্তরা দিয়া বাড়ির মিলস্টোন ক...
21/07/2025

আজ ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ যুদ্ধবিমান রাজধানী ঢাকার উত্তরা দিয়া বাড়ির মিলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় । হতাহতের সংখ্যা অনেক 😭

৭ নং টা বেশি জরুরি😇
25/06/2025

৭ নং টা বেশি জরুরি😇

🎂 শুভ জন্মদিন ফুটবল জাদুকর, লিওনেল আন্দ্রেস মেসি! 🐐জন্ম হয় অনেকেরই, কিন্তু কিছু মানুষ জন্ম নেয় ফুটবলকে বদলে দিতে। লিওনেল...
24/06/2025

🎂 শুভ জন্মদিন ফুটবল জাদুকর, লিওনেল আন্দ্রেস মেসি! 🐐

জন্ম হয় অনেকেরই, কিন্তু কিছু মানুষ জন্ম নেয় ফুটবলকে বদলে দিতে। লিওনেল মেসি ঠিক তেমন একজন—যিনি শুধু গোল করেননি, করেছেন ইতিহাস। যিনি শুধু ট্রফি জেতেননি, জিতেছেন কোটি কোটি মানুষের হৃদয়। 🌟

রোজারিওর ছোট্ট একটি ছেলেটা, যার শারীরিক সমস্যার কারণে ভবিষ্যতটা ছিল অন্ধকারে ঢাকা—আজ সেই ছেলেটিই আলোর প্রতীক হয়ে উঠেছে গোটা দুনিয়ায়। ৮বারের ব্যালন ডি’অর জয়ী, বিশ্বকাপজয়ী, বার্সেলোনার রাজপুত্র থেকে আর্জেন্টিনার জাতীয় নায়ক—এই পুরো যাত্রাই যেন একটা কবিতা, একটা সিনেমা, একটা জীবন্ত কিংবদন্তির গল্প।

মেসি মানে শুধু ফুটবল নয়। মেসি মানে ভালোবাসা, নম্রতা, অধ্যবসায় আর আত্মত্যাগ। তাঁর চোখে কখনো অহংকার ছিল না, ছিল শুধুই প্রতিজ্ঞা—দলকে কিছু দেওয়ার, দেশের জন্য কিছু করার।

আজ তাঁর জন্মদিন। এই দিনে শুধু তাঁকে শুভেচ্ছা জানালেই হবে না, মনে রাখতে হবে—আমরা সেই সময়টা দেখতে পেয়েছি যখন একজন মেসি খেলেছেন। এটা নিজেই একটা আশীর্বাদ। 🙌

ধন্যবাদ, লিও।
শুধু গোল করার জন্য নয়,
শুধু ট্রফি জেতার জন্য নয়—
আমাদের ভালোবাসতে শেখানোর জন্য,
স্বপ্ন দেখার সাহস দেওয়ার জন্য,
আর প্রমাণ করার জন্য যে—
"The impossible is nothing."

🎉 শুভ জন্মদিন কিংবদন্তি!
আজ, কাল, চিরকাল—তুমি অনন্য। 🇦🇷🤍

©

জাস্ট ভাবো, এইচএসসি এক্সাম যদি এইভাবে নেওয়া হয় 🙂
17/06/2025

জাস্ট ভাবো, এইচএসসি এক্সাম যদি এইভাবে নেওয়া হয় 🙂

15/06/2025
😑
01/02/2025

😑

Alamin (Crickter) wedding reception ক্রিকেটার আলামিনের বৌভাত! রুচিসম্মত সাজ💝
28/11/2024

Alamin (Crickter) wedding reception
ক্রিকেটার আলামিনের বৌভাত!
রুচিসম্মত সাজ💝

-আমরা এতো নিচু কেনো..?
25/08/2024

-আমরা এতো নিচু কেনো..?

-যদি ভাগ্যক্রমে তোমাকে পেয়ে যাইইই, তাহলে তুমি হবে আমার সবচেয়ে বড় উপহার,,!!🤍🌸🖤
16/08/2024

-যদি ভাগ্যক্রমে তোমাকে পেয়ে যাইইই, তাহলে তুমি হবে আমার সবচেয়ে বড় উপহার,,!!🤍🌸🖤

সবার একজন নিজের মানুষ হোক। একদম নিজের, সব থেকে আপন। পৃথীবির শত কোটি মানুষের ভিড়ে শুধুই ওই একজন মানুষ, যাকে নিয়ে চিৎকার ক...
06/06/2024

সবার একজন নিজের মানুষ হোক। একদম নিজের, সব থেকে আপন। পৃথীবির শত কোটি মানুষের ভিড়ে শুধুই ওই একজন মানুষ, যাকে নিয়ে চিৎকার করে বলা যাবে, “আমার একজন নিজের মানুষ আছে, যে আমার একান্তই ব্যক্তিগত!যে মানুষটা আকাশ জুড়ে একমাত্র সূর্য হবে। যে হবে একমাত্র অথচ শুধুই নিজের। যে না থাকলে বোঝাই যেত না,ভালোবাসার পূর্ণতা কতটা সুন্দর বা তাকে না পেলে সেই অপূর্ণতা যে কতটা ভয়াবহ! সবার একজন নিজের মানুষ হোক। যার কাঁধে মাথা রেখে জ্যােৎস্না গায়ে মাখানো যাবে অবলিলায়। যাকে ইচ্ছে মতো রাগিয়ে, আবার অভিমানও করা যাবে। যে বুঝবে সবটা। জোনাকির আলোর ঝলকানিতে যার দিকে তাকিয়ে মুগ্ধতায় চোখ আটকে যাবে। যে মানুষটা বৃষ্টি মাখা মেঘলা দিনে মন খা'রা'পের সাথী হবে। যার কাছে লুকিয়ে-চুরিয়ে রাখার মতো কিচ্ছু থাকবে না। যে বসন্ত ফুরিয়ে গেলেও হারিয়ে যাবে না। যে পাশে থাকবে এক্কেবারে ছায়ার মতো। যে আকাশ জুড়ে তারার খেলায় জ্যোৎস্না মাখা গল্প হবে। শত ভুলের বারণ হয়ে, ভালোবাসারই কারণ হবে।সবার একজন প্রিয় মানুষ হোক। একদম নিজের। যে হবে একান্তই ব্যক্তিগত সম্পদ!

🤧
13/02/2024

🤧

24/12/2023

বিপদে টাকা চেয়েছেন কারো কাছে,
সাথে সাথেই ব্যবস্থা করে দিয়েছে।
তার মানে এই নয় যে আপনার জন্য
টাকা নিয়ে সে বসে ছিলো।লোকাল
বাসে আপনার ভাড়াটা পরিচিত কেউ
দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার
মানিব্যাগ ভর্তি টাকা আছে।কেউ
আপনার খাবারের বিল আগে দিয়ে
দিয়েছে, মানে এই নয় যে তার কাছে
টাকার পাহাড় আছে।তার টাকার
পাহাড় নেই কিন্তু পাহাড়ের চেয়েও
উঁচু একটা মন আছে,,,ভালো থাকুক
ভালো মনের মানুষ গুলো।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Äñgry Bìrd'ß posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share