Ashfakul Fahim

Ashfakul Fahim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ashfakul Fahim, Digital creator, Fulbaria.

General Phrases (Writing & Speaking) * In my opinion: আমার মতে * From my point of view: আমার দৃষ্টিকোণ থেকে * I believe ...
24/07/2025

General Phrases (Writing & Speaking)
* In my opinion: আমার মতে
* From my point of view: আমার দৃষ্টিকোণ থেকে
* I believe that: আমি বিশ্বাস করি যে
* It seems to me that: আমার কাছে মনে হয় যে
* To a large extent: অনেকাংশে
* To some extent: কিছুটা হলেও
* On the one hand... on the other hand: একদিকে... অন্যদিকে
* However: যাই হোক/তবে
* Nevertheless: তা সত্ত্বেও
* Nonetheless: তবুও
* Moreover: উপরন্তু
* Furthermore: এছাড়াও
* In addition: অতিরিক্তভাবে
* Besides: এছাড়াও
* Therefore: অতএব/সুতরাং
* Thus: এভাবে/সুতরাং
* Consequently: ফলস্বরূপ
* As a result: এর ফলে
* For example: উদাহরণস্বরূপ
* For instance: যেমন
* Such as: যেমন
* In conclusion: পরিশেষে
* To sum up: সংক্ষেপে বলতে গেলে
* All in all: সব মিলিয়ে
* In short: সংক্ষেপে

Introducing Arguments/Points (Writing & Speaking)
* First and foremost: প্রথমত এবং প্রধানত
* To begin with: শুরু করার জন্য
* Firstly, secondly, thirdly: প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত
* One of the main reasons is: প্রধান কারণগুলির মধ্যে একটি হল
* It is often argued that: প্রায়শই যুক্তি দেওয়া হয় যে
* Many people contend that: অনেক লোক তর্ক করে যে
* It is widely believed that: এটি ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে
* It is a common misconception that: এটি একটি সাধারণ ভুল ধারণা যে
* It goes without saying that: বলার অপেক্ষা রাখে না যে
* The primary advantage is: প্রাথমিক সুবিধা হল
Expressing Opinions (Speaking)
* I strongly believe that: আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে
* I completely agree/disagree with: আমি পুরোপুরি একমত/একমত নই
* I couldn't agree more: আমি এর থেকে বেশি একমত হতে পারতাম না
* I tend to think that: আমি মনে করি যে
* I'm of the opinion that: আমি এই মতামতের যে
* From my perspective: আমার দৃষ্টিকোণ থেকে
* As far as I'm concerned: আমার যতদূর মনে হয়
* To be honest: সত্যি বলতে
* Frankly speaking: স্পষ্ট করে বলতে গেলে
* If you ask me: যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন
Adding Emphasis (Writing & Speaking)
* It is crucial to note that: এটি লক্ষ্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে
* It is undeniable that: এটি অনস্বীকার্য যে
* Indeed: প্রকৃতপক্ষে
* Certainly: অবশ্যই
* Undoubtedly: নিঃসন্দেহে
Comparing and Contrasting (Writing & Speaking)
* In contrast to: এর বিপরীতে
* By contrast: বিপরীতে
* On the contrary: বরং/বিপরীতে
* Similarly: একইভাবে
* Likewise: অনুরূপভাবে
* Whereas: যেখানে (দুটি জিনিসের তুলনা বোঝাতে)
* While: যখন (দুটি জিনিসের তুলনা বোঝাতে)
* Unlike: ভিন্ন
* Compared to: এর তুলনায়
Giving Examples (Writing & Speaking)
* A classic example is: একটি ক্লাসিক উদাহরণ হল
* To illustrate this point: এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য
* Let me give you an example: আমাকে একটি উদাহরণ দিতে দিন
* For example, consider: উদাহরণস্বরূপ, বিবেচনা করুন

Explaining Cause and Effect (Writing & Speaking)
* This leads to: এর ফলে হয়
* This results in: এর ফলস্বরূপ
* Consequently: ফলস্বরূপ
* As a result of: এর ফলস্বরূপ
* Due to: এর কারণে
* Owing to: এর কারণে
* Because of: এর কারণে
* This brings about: এটি নিয়ে আসে
* This contributes to: এটি অবদান রাখে

Concluding (Writing & Speaking)
* In summary: সংক্ষেপে
* To conclude: শেষ করতে গেলে
* Overall: সামগ্রিকভাবে
* On the whole: সব মিলিয়ে
* In a nutshell: সংক্ষেপে বলতে গেলে
* Ultimately: পরিশেষে/অবশেষে
* It is evident that: এটি স্পষ্ট যে
* It is clear that: এটি পরিষ্কার যে

For Academic Writing (More Formal)
* It is imperative that: এটি অপরিহার্য যে
* One cannot deny the fact that: এই সত্য অস্বীকার করা যায় না যে
* It is plausible to argue that: এটি যুক্তিযুক্তভাবে বলা যায় যে
* The evidence suggests that: প্রমাণ ইঙ্গিত করে যে
* This phenomenon warrants further investigation: এই ঘটনাটি আরও তদন্তের দাবি রাখে
* This issue is multifaceted: এই সমস্যাটি বহুমুখী
* From an economic perspective: অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে
* From a sociological standpoint: সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে
* It is noteworthy that: এটি লক্ষণীয় যে
* It can be argued that: এটি যুক্তিযুক্ত হতে পারে যে

For Speaking (More Conversational)
* What I mean is: আমি যা বলতে চাইছি তা হল
* You know: আপনি জানেন
* I guess/I suppose: আমার মনে হয়
* Actually: আসলে
* Basically: মূলত
* To be honest with you: আপনার সাথে সত্যি বলতে
* It's a tricky question: এটি একটি জটিল প্রশ্ন
* That's a good point: এটা একটি ভালো বিষয়
* Let me rephrase that: আমাকে এটি অন্যভাবে বলতে দিন
* If I had to choose: যদি আমাকে বেছে নিতে হতো

04/11/2022

Modifier শিখবো এবার সহজে! (Part-2)
দৈনন্দিন জীবনে নানা ঝামেলার প্যাঁচে পড়ে শিক্ষার্থীদের পড়াশোনার এমনিতেই দফারফা অবস্থা। তার উপর ইংরেজি পড়তে বসলে মাথার মধ্যে উটকো ঝামেলা হয়ে হাজির হয় Modifier। যাকে বলে, “মরার উপর খাঁড়ার ঘা”। আজ তোমাদের মাথার উটকো ঝামেলা দূর করতে বলবো Modifier এর গল্প। প্রথম পর্বের পর আজ আমরা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি।
আসো, বেসিকটা আরেকবার ঝালিয়ে নেই!

Modifier কী?
কোনো শব্দ/বাক্যাংশ যখন অন্য কোনো শব্দ/বাক্যাংশের আগে বা পরে বসে তাকে বিশেষিত, পরিবর্তন, রূপান্তর বা নির্দিষ্ট করে, তখন তাকে Modifier বলে।

Modifier কারা?
Modifier হলো Adjective, Compound adjective, Adverb, Definite Article, Possessives words, Noun সহ আরো অনেকে।

Modifier কত প্রকার?
Modifier ২ প্রকার:
(i) Pre-modifier
(ii) Post-modifier
আগের ব্লগটি পরে নিশ্চয়ই জেনে গিয়েছো, এদের একজন Noun/Pronoun এর আগে, অপরজন Noun/Pronoun এর পরে বসে তাদের মডিফাই বা বিশেষিত করে। আজকে আমরা Post-modifier নিয়ে আলোচনা করবো।

১। ADJECTIVE:
সবসময় মনে রাখবে Adjective Noun, Pronoun কে মডিফাই করে। চলো উদাহরণ দেখে নেই-
(a) I found her mother sick.
(b) Pesticides are harmful to the environment.
Sick এবং Harmful Adjective দু’টি “Pesticides” (অর্থ: কীটনাশক) ও “Mother” Noun এর পরে বসে তাদের মডিফাই করছে। বুঝতেই পারছো, এরা Post-modifiers.

২। ADVERB:
সবসময় মনে রাখবে Adverb- Noun, Pronoun এর কাজকে মডিফাই করে।
(a) He walks slowly.
(b) We see each other occasionally.
উপরের বাক্য দুটিতে Slowly ও Occasionally হচ্ছে আমাদের Adverb যা Noun এর পরে বসে তার কাজকে অর্থাৎ কীভাবে হাঁটে-Slowly (ধীরে), কখন দেখা করে-Occasionally(মাঝে মধ্যে) মডিফাই করছে।

৩। Participle as Post-modifier:
মনে রাখবে, Participle সর্বদা Adjective কিংবা Adverb-এর কাজ করে থাকে। Participle তিন প্রকার যা Post-modifier হিসেবে কাজ করে।

(i) Present Participle: এটি verb-এর base form-এর সাথে ing যুক্ত হয়ে গঠিত হয়।
(a) I saw a girl singing.
(b) He was running after time.

বাক্য দুটিতে girl (Noun), He (Pronoun) আর singing (sing+ing), running (Run+ing) হলো আমাদের Post-Modifier। যা Present Participle Form-এ রয়েছে।

(ii) Past Participle: এটি verb-এর past participle form দিয়ে গঠিত হয়। এই past participle-টি noun-এর পরে বসে adjective-এর কাজ করে।
(a) The chicken was roasted.
(b) She is tired.
এখানে The chicken (Noun), She (Pronoun) আর roasted, tired এদের পরে বসে তারা কী অবস্থায় আছে তা প্রকাশ করছে। এরা Post-modifiers; যা Past Participle Form এ রয়েছে।

(iii) Perfect Participle: এটি having বা verb-এর Past participle form + অন্যান্য শব্দ দিয়ে গঠিত হয়। এটি কোনো Clause-এর পরে বসে উক্ত Clause-টিকে Modify করে অর্থাৎ এটি adverb-এর কাজ করে। একটু জটিল মনে হচ্ছে? উদাহরণের দিকে তাকালেই বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে!
(a) He got an A on his English test, having spent every waking moment in 10 Minute School’s English section.
(b) His mother allowed him to keep the dog provided that he took good care of it.
বাক্য দুটির বোল্ড করা অংশ হচ্ছে সেই Perfect Participle Post-Modifier. স্ট্রাকচারের সাথে একবার মিলিয়ে নাও!

৪। Relative Clause:
Relative Clause হল যার সম্পর্কে বলা হচ্ছে তার কোন বৈশিষ্ট্য উল্লেখ করে দেয়া। উদাহরণ দেখলেই বুঝে যাবে!
(a) Arnob is my friend who is very hard-working.
এখানে অর্ণব যে আমার বন্ধু তা বলা হচ্ছে এবং তার পরে (অর্থাৎ Post-modifier) অর্ণবের একটা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে।

৫। Noun Phrase/Appositive:
এর অর্থ Noun কে বিশ্লেষণ করা; এক কথায় ‘বাড়িয়ে বলা’!
প্রথমে একটা সাধারণ বাক্য লক্ষ্য করি, Ayman Sadiq is an amiable person।
এবার Appositive যুক্ত বাক্য দেখি: Ayman Sadiq, the Pokémon master of 10 Minute School, is an amiable person.
এখানে ২টি কমার মধ্যে থাকা the Pokémon master of 10 Minute School হলো আমাদের Appositive। এটি Post-modifier কেননা Noun এর পরে বসেছে।
বিঃদ্রঃ Appositive এর আগে পরে অবশ্যই কমা দিতে হবে।

৬। Infinitive:
Verb এর আগে to বসানো হলো Infinitive । এটি Post-modifier এর কাজ করে। যেমন:
(a) I have an essay to write.
(b) She has a work to do.
বাক্য দুটোতে Essay, Work হলো Noun। Essay- to write (লিখতে হবে) Work- to do (করতে হবে); to write, to do পরে বসে Nounকে নির্দিষ্ট করে। তাই এগুলো Post-modifiers.

৭। Preposition:
Preposition অনেক সময় Post-modifier হিসেবে কাজ করে।
(a) Sergio Ramos with the yellow armband is captain.
বাক্যে with the yellow armband সার্জিও রামোসকে ক্যাপ্টেন হিসেবে নির্দেশ করে। অর্থাৎ এখানে Preposition কে আমরা Modifier রূপে দেখতে পাচ্ছি। এটি Post-modifier; কেননা Noun এর পর বসেছে।
এবার একটা অন্য ধরণের Modifier এর গল্প শুনি; The Dangling Modifier!

DANGLING MODIFIER:
Dangling শব্দের অর্থ ঝুলন্ত; দোলায়মান। Dangling Modifier শেখার মূল মন্ত্র হচ্ছে- Modifier যাকে Modify করবে তাকে সবসময় Modifier এর পাশে বসাতে হবে। উদাহরণ দিয়ে দেখি- After stealing the watch, the police caught the thief.
বাক্যটির অর্থ উদ্ধার করে রীতিমত ভ্রূ কুঁচকে ফেলেছো, তাই না? বাক্যটির অর্থ অনুযায়ী পুলিশই ঘড়িটা চুরি করলো, আবার পুলিশই চোর ধরলো! বিষয়টা এরকম হওয়ার কথা নয়; তার মানে আমাদের বাক্যে গোলমাল রয়েছে।
কী গোলমাল? গোলমাল হচ্ছে আমাদের Modifier যাকে নির্দেশ করছে আমরা তাকে তার পাশে বসাচ্ছি না। Modifier- After stealing the watch আমাদের চোর বাবাজিকে নির্দেশ করছে। কিন্তু আমরা পুলিশ আঙ্কেলকে Modifier এর পাশে বসিয়ে দিয়েছি। কাজটা একেবারেই ঠিক হয়নি।
তাই বাক্যটি আবার লেখা যাক- After stealing the watch, the thief was caught by the Police.
এই তো, এখন বাক্যটি অর্থবোধক হয়ে দাঁড়িয়েছে। পুলিশ আঙ্কেল এখন আর মন খারাপ করবেন না।

Collected

সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল...
17/10/2022

সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেউ শুনেছি, কেউ শুনিনি।

১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

২য় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

৩য় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়

চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!
শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু'জনই একসাথে জয়ী হল।

আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

Collected

দুই মার্কিন প্রেসিডেন্টের অনন্য সাদৃশ্য!🤔ক্রীতদাস প্রথা বিলোপকারী আব্রাহাম লিংকন এবং সর্বকনিষ্ঠ নির্বাচিত মার্কিন প্রেসি...
14/10/2022

দুই মার্কিন প্রেসিডেন্টের অনন্য সাদৃশ্য!🤔

ক্রীতদাস প্রথা বিলোপকারী আব্রাহাম লিংকন এবং সর্বকনিষ্ঠ নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির মধ্যে অবিশ্বাস্য মিল:-

✅Lincoln এবং Kennedy উভয়ের নামের পদবীতে রয়েছে ৭ টি করে লেটার বা বর্ণ!

✅আব্রাহাম লিংকনের একজন সেক্রেটারি ছিলেন যার নাম ছিল কেনেডি আবার জন এফ কেনেডির একজন সেক্রেটারি ছিল যার নাম ছিল লিংকন!

✅১৮৪৬ সালে লিংকন মার্কিন কংগ্রেসের সদস্যরূপে নির্বাচিত হন। অন্যদিকে কেনেডি এই পদেই নির্বাচিত হয়েছিলেন ১৯৪৬!

✅আব্রাহাম লিংকন মার্কিন কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন ১৮৬০ আর জন এফ কেনেডি ১৯৬০!

✅হোয়াইট হাউস এ থাকাকালীন সময়ে লিংকন সন্তান হারিয়েছিলেন! একই বাসভবনে সন্তান হারিয়েছিলেন কেনেডি!

✅লিংকন ভাইস প্রেসিডেন্ট কে পরাজিত করেই প্রেসিডেন্ট পদ লাভ করে! কেনেডিও তাই!

✅উভয়েরই ভাইস প্রেসিডেন্ট এবং উত্তরাধিকারী ব্যক্তি ছিলেন দক্ষিণের গণতন্ত্রে বিশ্বাসী ব্যক্তি এবং তাদের উভয়েরই নাম ছিল জনসন আর এই দুই জনসনের এক জনের জন্ম হয় ১৮০৮ আরেক জনের জন্ম হয় ১৯০৮!

✅লিংকনের মৃত্যু হয়েছিল তার স্ত্রীর সামনে এবং মাথার পিছন দিক দিয়ে গুলি চালনার ফলে। আর কেনেডির মৃত্যু হয়েছিল স্ত্রীর সামনে একই কায়দায় পিছন দিক থেকে গুলি করার ফলে। দিনটি ছিল একই, শুক্রবার!

✅যখন লিংকনকে গুলি করা হয় তখন তিনি ছিলেন ফোর্ডের থিয়েটারে। আর যখন কেনেডিকে গুলি করা হয়েছিল তখন তিনি স্বীয় গাড়িতে, যে গাড়ির নির্মাতা ছিল ফোর্ড কোম্পানি!

সংগৃহীত

___________________________________

11/10/2022

Important post
#বিগত ১৫ বছরের সকল প্রকার পরীক্ষার ১০০০ VOCABULARY:
#প্রাইমারী+খাদ্য অধিদপ্তর+সমাজসেবা+ ব্যাংক+বিসিএস+জব+চাকুরী পরীক্ষার জন্য Most Important টপিকস।

1: Fortuitous -আকস্মিক
2: Inherent – স্বাভাবিক
3: Legible -সহজপাঠ্য
4: Indelible -অমোচোনীয়
5: Endurable -সহনীয়/টেকসই
6: gregarious -মিশুক /সামাজিক
7: Introverted -অন্তর্মুখী ব্যক্তি (আত্মকেন্দ্রিক চিন্তা চেতনা )
8: Alleviate -উপশম করা
9: Aggravate -অধিক গুরুতর/ শোচনীয় করে তোলা
10: Elevate -উত্তোলন করা,উন্নীত করা
11: Desultory -নিয়মশৃংখলাহীন
12: Methodical -সুশৃংখল
13: Integral -অপরিহার্য অংশ
14: Dissipate – দূর করা/অপচয় করা
15: Exempt -রেহাই /অব্যহতি দেয়া
17: Obliged -বাধিত বা ঋণী হয়েছে এমন
18: Steadfast -অবিচলিত
19: Valiant -সাহসী
20: Repute -সুখ্যাতি
21: Susceptible -স্পর্শকাতর
22: opaque- অস্বচ্ছ
24: Tepid -অল্প গরম বা কুসুম কুসুম গরম
25: Seething -ফুটে উপচে পড়া এমন
26: Intimate -অন্তরঙ্গ
27: Turbid – ঘোলাটে
28: Swollen – ফোলা বা ফুলে যাওয়া
29: Accretion -সংযোজনের মাধ্যমেবৃদ্ধি
30: Procession : মিছিল বা শোভাযাত্রা
31: Applaud -প্রশংসা
32: Evasion -এড়িয়ে যাওয়া
33: Transmit -প্রেরণ বা হস্তান্তর করা
34: Obscure -অন্ধকার
35: Withhold -পেছনে টেনে রাখা বা আটকিয়ে রাখা
36: Generous -উদার
37: Craven -কাপুরুষ
38: Ulterior – গোপন বা অপ্রকাশিত
39: Stated -প্রকাশিত হওয়া
40: Rampage -উত্তেজিত অবস্থা
41: Strident-কর্কশ
42: Euphonious -সুমধুর
43: Laconic -স্বল্পভাষী
44: Verbose -বাকসর্বস্ব
45: Wicked -দুশ্চরিত্র
46: Bureaucrat -সরকারী কর্মকর্তা
47: Reinstate -পুনর্বহাল করা
48: Indict -অভিযুক্ত করা
49: Scam -জালিয়াতি করা
50: Extempore -পূর্বপ্রস্তুতি ছাড়া কোন বক্তব্য দেয়া
51: Elocution – বাচনভঙ্গি
52: Cupid -ধনসম্পত্তির জন্য লোভাতুর
53: Sneer – বিদ্রুপ করা
54: Cynic – যে সর্বদা অপরের ভূল ধরে
55: Tipped – একপাশ বা প্রান্তে উঠানো
56: Sparkle -জ্বলজ্বল করা
57: Lethargic -অলস
58: Distasteful-অপছন্দনীয়
59: Fragrance -সুগন্ধী
60: Restless-অস্থির
61: Crone – বিগত যৌবনা (ঘৃণা অর্থে)
62: Kleptomania -চৌর্য উন্মাদ
63: Anemometer- বাতাসের বেগ নির্ণায়ক যন্ত্র
64: Jaunt : লঘু প্রমোদ ভ্রমণ
65: voyage :সমুদ্র যাত্রা
66: Philatelist -ডাকটিকেট সংগ্রহকারী
67: Vendor -বিক্রেতা
68: Philanthropist -মানবহিতৈষী ব্যক্তি (বিশ্বপ্রেমিক)
69: Misanthrope -মানববিদ্বেষ
70: Highbrow -বড়াইকারী
71: Aristocrat -অভিজাত
72: Expand -আয়তনে বৃদ্ধি করা
73: Proliferate -সংখ্যায় বৃদ্ধি পাওয়া
74: Deflect -ঘুরে যাওয়া
75: Cynical -নৈরাশ্যবাদী
76:Traitor -বিশ্বাসঘাতক
77: Unequivocal -সুস্পষ্ট
78: Gloss -উজ্জ্বল তল
79: Barrier -প্রতিবন্ধক
80: Agile -তৎপর
81: Frisky -চঞ্চল
82: Parallelism -সমান্তরাল
83: Obliquity -বক্রতা
84: Divergence -কেন্দ্রচ্যুতি
85: Disparity -বৈসাদৃশ্য
86: Contrast -বৈপরিত্য
87: Debonair -সদা হাসি খুশি
88: Balmy -স্নিগ্ধ
88: Awkward -বেমানান
89: Windy -ঝড়ো
90: Landscape -প্রাকৃতিক ভূ -দৃশ্য
91: Intellectual -বুদ্বিবৃত্তিক সংস্কৃতিবান
92: Lexicographer -অভিধান রচয়িতা
93: Venerate -সম্মান করা
94: Severe -প্রকট
95: Condemn -তিরস্কার
96: Inculcate -চিত্তনিষ্ঠ
97: Ascend -আরোহণ করা
98: Stern – কঠোর
99: Bend -বাঁকানো
100: Eulogistic -উচ্চ প্রশংসাযোগ্য
101: Deleterious -ক্ষতিকর/অনিষ্টকর
102: Impulsive -আবেগপ্রবণ
103: Salubrious -স্বাস্থ্যকর
104: Inclusive -অন্তর্ভুক্তিমূলক
105: Usurp -জবরদখল
106: Discordant – শ্রুতিকটু
107: Harsh -কর্কশ
108: Insouciance -ঔদাসীন্য
109:Composure -ধৈর্য্য
110: Slumber -তন্দ্রা
111: Pretentious -দাম্ভিক
112: Egoistic -স্বার্থপর
113: Grandiose -জমকালো/সুবিশাল
114: Indolent/Lethargic -অলস
115: Disinterested -নির্লিপ্ত
116: Halcyon -শান্ত/শান্তিপূর্ণ
117: Motionless -নিশ্চল
118: Casual -আকস্মিক
119: Harmonious -সুরেলা
120: Venerate -শ্রদ্ধা করা
121: Defame -মানহানি
122: Accuse -অভিযুক্ত
123: Obdurate -অনমনীয়
124: Contrary -বিপরীত
125: Stubborn -একগুঁয়ে
126: Callous -অনুভূতিহীন
127: Pathetic -করুন/মর্মস্পর্শী
128: Rise rapidly -দ্রুততার সাথে বৃদ্ধি
129: Modest -বিনয়ী
130: Rightfully -বৈধ ভাবে
131: Abuse -অপব্যবহার
132: Pithy – সংক্ষিপ্ত
133: Illusive -মায়াময়
134: Luminous -উজ্জ্বল
135: Enigmatic/Puzzling -বিভ্রান্তিকর
136: Notion -ধারণা
137: Congenial -বন্ধুভাবাপন্ন
138: Intrinsic -স্বকীয়/জন্মগত
139: Reprimand /Rebuke -তিরস্কার
140: Humble -বিনীত
141: Obsolete -পুরাতন/অপ্রচলিত
142: Legitimate -আইনসম্মত
143: Fragile – দুর্বল
144: Bona-fide – খাঁটি
145: Spurious -ভেজাল
146: Bo***ge -বন্দিদশা
147: Debacle -ধ্বংস হওয়া/পতন হয়ে যাওয়া
148: Occupy -দখলে রাখা
149: Amalgamate -একসাথে করা
150: Materialize -দৃষ্টি গোচর হওয়া /বাস্তবে পরিণত হওয়া
151: Generate -উৎপাদন করা
152: Equip -প্রস্তুত করা /সজ্জিত করা
153: Mercury -পারদ/বুধগ্রহ/দেবরাজের দেবতা
154: Humidity -আদ্রতা
155: Entrepreneur -উদ্যোক্তা
156: Conflict -সংগ্রাম করা
157: Communism -সাম্যবাদ
158: Capitalist -পূঁজিতান্ত্রিক
159: Conduit -পয়ঃপ্রণালী
160: Scissors -কাঁচি
161: Wagon -মালবাহী গাড়ি
162: Saw -করাত
163: Exclusion -বর্জন
164: Condone -উপেক্ষা করা (অপরাধ )
165: Isolation -বিচ্ছিন্নতা
166: Discover -আবিষ্কার করা
167: Suppress -চেপে রাখা
168: Redirect -পুননির্দেশ
169: Belittle -ছোট করা
170: Exhort -উত্সাহিত করা /প্রণোদিত করা /আহ্বান করা
171: Magnanimous : দয়ালু
172: Genesis -শুরু
173: Adapt -খাপ খাওয়ানো
174: Innovate -আবিষ্কার করা
175: Ponder -গভীরভাবে চিন্তা করা
176: Vacillate -দ্বিধা করা
177: Revert -ফিরে আসা
178: Upheld -উপরের দিকে নেওয়া
179: Resist -প্রতিরোধ করা
180: Publicize -প্রচার করা
181: Subvert -ক্ষমতা ধ্বংস করা
182: Refinery -পরিশোধনাগার
183: Ore -আকরিক
184: Merchandise -মালপত্র
185: Mine -খনি
186: Warehouse -মালপত্র রাখার স্থান
187: Lumber -খুব কষ্ট করে হাঁটা
188: Grain -শস্য
189: Gargantuan -খুব বড়
190: Tiny in size -খুব ছোট
191: Irritate -বিরক্ত করা
192: Amplification -ভাবসম্প্রসারণ করা
1 Loaf -পাউরুটি
194: Stale -টাটকা নয় (বাসি )
195:Butter -মাখন
196: Forecast -পূর্বাভাস
197: Override -অগ্রাহ্য করা
198: Diagnosis -রোগ নির্ণয়
199: Estimate -হিসাব
200: Appraisal -কোন কিছুর মূল্য পরিমাপ করা.
201: Trivial – নগণ্য /তুচ্ছ
202: Fade -বিবর্ণ হওয়া
203: Inscribe -অন্তর্লিখিত
204: Epitaph -সমাধিস্তম্ভ লিপি
205: Epithet – ডাকনাম/উপাধি
206: Epitome – সংক্ষিপ্ত
207: Scenic -দৃশ্যময়
208: Melancholy -দুঃখ
209: Barren -অনুর্বর
210: Skepticism – সংশয়বাদ
211: Audacity -দুঃসাহস
212: Plausibility -বিশ্বাসযোগ্যতা
213: Conviction-দৃঢ় বিশ্বাস
214: Harmony -সাদৃশ্য
215: Glow -খুশিতে ঝলমল করা
216: Mild -শান্ত
217: Untamed -অশান্ত/বন্য
218: Feeble -দুর্বল
219: Unruly -অবাধ্য
220: Compliance -সম্মতি/প্রতিপালন
221: Adverse -প্রতিকূল
222: In deep water -বিপদে থাকা
223: Hostile -প্রতিকূল/বিরোধী
224: Brevity – সংক্ষিপ্ত ভাবে
225: Wallet -মানি ব্যাগ
226: Tomb -কবর
227: Flexible -নমনীয়
228: Obese -মোটা /স্থূলকায়
229: Tough/Rigid -শক্ত
230: Breakable -ভঙ্গুর
231: Complacency -আত্মতৃপ্তি
232: Conger -সামুদ্রিক বানমাছ
233: Dispatch -কারো উদ্দেশে কোন কিছু পাঠানো
234: Postulate -স্বীকার্য
235: Invisible -অদৃশ্য
236: Inevitable -অনিবার্য
237: Inaudible -যা শোনা যায় না
238: Irresistible -অপ্রতিরোধ্য
239: Expose/Reveal/Uncover/Unearth-প্রকাশ করা
240: Inadvertent/Unintended -অনিচ্ছাকৃত
241: Intentional /Deliberately -ইচ্ছাকৃতভাবে
242: Accidental -আকষ্মিক
243: Gratifying -তৃপ্তিদায়ক
244: Gracious -সদয়
245: Splendid/Glorious -জমকালো
246: Disgraceful -বাজে/অসুন্দর
247: Conceal -গোপন করা
248: Conciliate -শান্ত করা
249: Benevolent -হিতৈষী
250: Curious -অদ্ভুত
251: Flashy -লোক দেখানো
252: Velocity -বেগ
253: Doctrine -মতবাদ
254: Expound -ব্যাখ্যা করা
254: Confound -বিভ্রান্ত করা
255: Perplex -জটিল করা
256: Multiple -বহুবিধ
257: Composite -যৌগিক
258: Barter -বিনিময় করা
259: Transient -অস্থায়ী
260: Relevant -প্রাসঙ্গিক
261: Enlarge -দীর্ঘায়িত করা
262: Shrink -সংকুচিত করা
263: Slip -পলায়ন/এড়িয়ে যাওয়া
264: Pact -চুক্তি
265: Expand -বিস্তৃত করা
266: Repercussion -প্রতিক্রিয়া
267: Aftermath -পরিণাম /ফলাফল
268: Influence -প্রভাব
269: Scatter -ছড়িয়ে যাওয়া
270: Accumulate -একত্রিত করা বা জমানো
271: Tentative -অনিশ্চিত/দোদুল্যমান
272: Hyperbolic -অতিরঞ্জিত করে বলা
273: Argumentative -তর্ক বিতর্ক
274: Reasoning -যুক্তিতর্ক
275: Astute -জ্ঞানী/বিচক্ষণ
276: Cogent -প্রবল/অকাট্য
277: Deceived -প্রতারিত হওয়া বা করা
278: Coherent -সামঞ্জস্যপূর্ণ
279: Ailment -ছোট খাটো অসুস্থতা
280: Indigent -অত্যন্ত গরীব
281: Assiduous -অধ্যবসায়ী
282: Harbinger -অগ্রদূত
283: Autocrat -একনায়ক/স্বৈরশাসক
284: Inauspicious -অশুভ /অকল্যাণসূচক
285: Untenable -টিকিয়ে রাখা যায়না এমন
286: Defensible -টিকানো বা টিকিয়ে রাখা যায় এমন
287: Hypothetical -অনুমান কৃত /প্রকল্পিত
288: Precise -সংক্ষিপ্ত করা
289: Recidivist -অপরাধপ্রবণ
290: Depart -স্থান ত্যাগ করা
291: Recuperative-আরোগ্য হয় এমন/পুনরুদ্ধার হয় এমন
292: Evasive/Elusive -এড়িয়ে যায় এমন বা ধরা যায়না এমন
293: Pensive -চিন্তানিমগ্ন
294: Plethora -আধিক্য বা প্রচুর পরিমাণ
295: Despair -হতাশ
296: Aversion -অনিহা
297: Scarcity -স্বল্প
298: Put up with -সহ্য করা
299: Overt -প্রকাশ্য
300: Erratic -ত্রুটিপূর্ণ/উল্টাপাল্টা
301: Appall/Dismay -আতঙ্কিত করা,মর্মাহত করা
302: Dearth -অভাব
303: Abundance -আধিক্য
304: Superannuate -কাজ বা ব্যবহারের জন্য অতি প্রাচীন /বয়স উত্তীর্ন
305: Innate -সহজাত
306: Solace -সান্ত্বনা
307: Engross -সবসময় কাজে লেগে থাকা
308: Garrulous -বাচাল
309: Punctilious -খুঁটিনাটি ব্যাপারে অতি সতর্ক
310: Observant -দৃষ্টিশীল,মনোযোগী
311: Buried -সমাহিত বা কবর দেয়া হয়েছে এমন
312: Tender -কোমল ,পেশা ,প্রস্তাব
313: Preamble -প্রস্তাবনা
314: Commencement -শুরু
315: Preface -প্রস্তাবনা
316: Postscript -অতিরিক্ত বা সর্বশেষ তথ্য
316: Sycophancy -তোষামুদি
317: Escape -পালিয়ে যাওয়া
318: Abscond -আত্মগোপন করা
319: Eternal -চিরন্তন
320: Exult -অত্যন্ত আনন্দিত
321: Jubilate -আনন্দ করা
322: Imprudent -অবিবেচক
323: Sagacity -প্রখর জ্ঞান
324: Reverential -শ্রদ্ধামিশ্রিত
325: Redundant-বাড়তি, অনাবশ্যক
326: Incautious -অবিবেচক
327: Synopsis -সারাংশ
328: Encumber -পথরোধ করা
329: Recapitulate -আলোচনা করা
330: Gourmet -পান ও ভোজন রসিক ব্যক্তি
331: Omnipotent -সর্বশক্তিমান (আল্লাহ )
332: Asylum -আশ্রয় ,নিরপত্তা
333: Sanatorium -স্বাস্থ্যনিবাস
334: Impostor- ভন্ড
335: Mountebank -যে ব্যক্তি চটকদার কথা বলে মানুষকে ঠকানোর চেষ্টা করে
336: Acrimonious -তিক্ত
337: Severe -মারাত্মক
338: Cursive -টানা টানা হাতের লেখা (জড়ানো )
339: Anomalous -ব্যতিক্রম
340: Vicious -ঘৃণ্য
341: Capacious -সুপ্রশস্ত
342: Intractable -অবাধ্য
343: Wayward -স্বেচ্ছাচারী
344: Easygoing – বাধ্য
345: Bleak -নিরানন্দ,মলিন
346: Abstinent -সংযমী
347: Segregate -পৃথক করা
348: Abolish -বিলুপ্তকরা
349: Darken -অন্ধকার করা
350: Compile -একত্র করা
351: Reclusive -সন্ন্যাসী
352: Urban -শহুরে
353: A bone to pick -রাগান্বিত হওয়া
354: Knotty -ঝামেলাযুক্ত
355: Errant -ভ্রমণরত
356: Bucolic -গ্রাম্য
357: Castigate -নিন্দা করা
358: Hidebound -সংকীর্ণমনা
359: Evaluate -মূল্যায়ন করা
360: Corroborate -দৃঢ় করা
361: Refute -যুক্তি/তর্ক খন্ডন করা
362: Contradict -অস্বীকার করা
363: Contravene -আইন বা রীতি লংঘন করা
364: Profane -অপবিত্র করা
365: Vulgarity -অশ্লীলতা
366: Compensate -ক্ষতিপূরন দেয়া
367: Deprecate -নিন্দা করা
368: Enhance -বৃদ্ধি করা
369: Bait- টোপ
370: Disparage -কাউকে ছোট /তুচ্ছ করা
371: Heckle -প্রশ্নবানে জর্জরিত করা
372: Adequate -পর্যাপ্ত
373: Muddle – বিহ্বলতা
374: Abatement -কমানো
375: Incapacitate -অযোগ্য করা
376: Stout -শক্তিশালী,নির্ভীক
377: Hook -ফাঁদ
378: Crook -বাঁকা
379: Biased/Partial/Partisan/Prejudiced -পক্ষপাতী
380: Axle -অক্ষ
381: Build in -অন্তর্গত
382: leaning -ঝোঁক
383: Yield -বশ্যতা স্বীকার করা
384: Gloomy -অন্ধকারাচ্ছন্ন
385: Provincial -সীমাবদ্ধ
386: Cosmopolitan -সার্বজনীন
387: Extol -প্রশংসা
388: Monotonous -একঘেয়ে
389: Rite -রীতিনীতি,প্রথা
390: Writ- কোন বিষয় সম্পর্কে কোর্টের লিখিত অর্ডার
391: Laid back -অলস
392: Inflated -অত্যধিক
393: Reasonable -যৌক্তিক
394: Ingenuous -অকপট
395: Sophisticated -কৃত্রিম
396: Exorbitant -অতিরিক্ত
397: Devious -আঁকাবাঁকা
398: Cunning -দক্ষ
399: Debacle -মহাবিপর্যয়
400: Friction -বিরোধ
401: Disputation /Argument -বিতর্ক
402: Counterfeit-ভেজাল,কৃত্রিম
403: Shaky -দুর্বল
404: Expedite -অগ্রগতি ত্বরান্বিত করা
405: Impede – ব্যাহত করা
406: Torpor/Lassitude/Languor -অলস
407: Apathetic/Lukewarm -উদাসীন
408: Rush -দ্রুত ধাবন
409: Hexagon -ষড়ভূজ
410: Subtraction -বিয়োগ
411: Fathom -গভীরতা নির্ণয় করা
412: Truant -যে ব্যক্তি তার কর্মস্থল হতে পালায়
413: Malingerer -যে ব্যক্তি কর্তব্য এড়ানোর জন্য অসুস্থতার ভান করে
414: Hypocrite -ভন্ড
415: Concubine -উপস্ত্রী
416: Telepathy -অন্যের চিন্তার অনুভূতি দ্রুত বুঝে নেয়ার ক্ষমতা
417: Elegy -শোকগাঁথা
418: Utopia -কল্পরাজ্য
419: Statesman -কূটনীতিজ্ঞ ব্যক্তি
420: Demagogue -জননেতা
421: Dictator -একনায়ক
422: Martinet -নিয়মনিষ্ঠ
423: Malign -ক্ষতিকর
424: Meager/Scanty -স্বল্প
425: proportionate -আনুপাতিক
426: Ancillary -আনুষঙ্গিক
427: Unstable -অস্থির
428: Conventional -প্রচলিত
429: Potty -তুচ্ছ
430: Reparation -ক্ষতিপূরণ
431: Decay -ক্ষয় হওয়া
432: Transmission -ছড়ানো,প্রচার
434: Frugal/ Parsimonious -মিতব্যয়ী
435: Bigot -অন্ধ বিশ্বাসী
436: Indispensable -অপরিহার্য
437: Inconsiderate -অবিবেচক
438: Hasty -দ্রুতগতি
439: Conceited -আত্মভিমানী
440: Wrath -রাগ
441: Prompt -দ্রুত
442: Divine -স্বর্গীয়
443: Malign -ক্ষতিকর
444: Meager/Scanty -স্বল্প
445: proportionate -আনুপাতিক
446: Hindrance/Barrier -বাঁধা
447: Discontented -অসন্তুষ্ট,অতৃপ্ত
448: Miserable -শোচনীয়
449: Myopic -ক্ষীনদৃষ্টি/সংকীর্ণমনা
450: Intolerant -অসহনীয়
451: Affirm/Assert -দৃঢ়ভাবে কোন কিছু বলা
452: Deny -দৃঢ়ভাবে কোন কিছু অস্বীকার করা
453: Panic -ভয় পাওয়া
454: Abandon/Desert -ছেড়ে যাওয়া
455: Waive -মওকুফ করা
456: Evenhanded -নিরপেক্ষ
457: Enunciate -উচ্চারন করা
458: Consolidation -ঐক্যবদ্ধ/একসাথে
459: Instigation -উত্তেজনা
460: Provocation -প্ররোচনা
461: Painstaking/Persevering -পরিশ্রমী
462: Stimulus/Impetus -আবেগ,প্রেরণা
463: Revulsion/Abhorrence/Aversion/Repugnance -প্রতিক্রিয়া
464: Evanescent/Fleeting -ক্ষনস্থায়ী
465: Limpid -স্পষ্ট
466: Evident -স্পষ্ট
467: Subtlety -অস্পষ্ট
468: Prima facie -প্রথম দর্শনে
469: Subterfuge /Trickery -প্রতারনা
470: Simplicity -সরল
471: Applause -সাধুবাদ
472: Impinge -আঘাত হানা
473: Facilitate -সহজতর
474: Trespass -পাপ/সীমালঙ্গন
475: Profligate -লম্পট
476: Intermittent- অনিয়মিতভাবে
477: Broker -দালাল
478: Merchant prince -মহা ধনবান বণিক
479: Persistent -নাছোড়বান্দা
480: Destitute -দরিদ্র
481: Teller -ব্যাংকের ক্যাশিয়ার
482: Intense -তীব্র
483: Abrasive -ঘর্ষণের মাধ্যমে তুলে ফেলা
484: Attempts -চেষ্টা করা
485: Screams -আর্তনাদ করা
486: Admits -স্বীকার করা
487: Lucrative -লাভজনক
488: Ridiculous -হাস্যকর
489: Continuation -ধারাবাহিকতা
490: Offshore -সাগরমুখী
491: Solemn -আনুষ্ঠানিক
492: Wholesale -পাইকারী
493: Retail -খুচরা
494: Push sale -জোর করে বিক্রি করা
495: Slothful -নিষ্ক্রিয়
496: Quarrelsome -ঝগড়াটে
497: Flat out -সোজা
498: Backtrack -প্রত্যাখ্যান করা
499: Curved -বক্ররেখা
500: To do away with / To drive off -পরিহার করা
501: Hastening -দ্রুত চলা
502: Braking -গতিরোধ
503: Slackening -ঝিমুনি
504: Vigorous -সবল
505: Sluggish -আলস্যপরায়ণ,কুড়ে
506: Infuriate -ক্রোধে ক্ষিপ্ত হওয়া
507: Commend -প্রশংসা করা
508: Manifest -স্পষ্ট
509: Apparent -দৃশ্যমান
510: Circulation -প্রচার,প্রচলন,মুদ্রণ 511: Surreal -পরাবাস্তব
512: Appeal -আবেদন
513: Repression -দমন,নিপীড়ন
514: Greeting -অভিবাদন
515: Notorious/Ominous -ভয়ংকর
516: Robbery -ডাকাতি
517: Cursory -দ্রুত নিষ্পন্ন
518: Demur -আপত্তি/আশংকা প্রকাশ করা
519: Convicted -দোষী/অপরাধী
520: Culpable -শাস্তি পাবার যোগ্য
521: Pay off old scores -প্রতিশোধ নেয়া
522: Worth yours -দক্ষ
523: Host in himself -আয়োজক
524: Hang in balance -সাফল্যের জন্য কোন কিছুর উপর নির্ভর করা
525: Pusillanimous -ভীতু
526: Venturesome/Valorous/plucky/Spunky -সাহসী
527: Reproach/Chide/Rebuke/Scold -তিরস্কার করা
528: Bustling -হৈ চৈ পূর্ণ
529: Tranquil -শান্ত
530: Prodigal -বেহিসাবী ভাবে ব্যয় করা
531: Thrifty/Parsimonious/Niggardly/Skinflint -মিতব্যয়ী,কিপটে
532: Sage -জ্ঞানী
533: Cretin/Imbecile/Dullard/Ninny -বোকা জাতীয়
534: Pretty Penny -অত্যন্ত ব্যয় বহুল
535: On their toes -সজাগ সতর্ক হওয়া
536: Step on somebody’s toes -অনুভূতি বা সংস্কারে আঘাত হানা
537: Toot your own horn -গর্ব করা
538: Possess -করায়ত্ব করা
539: Destruction -ধ্বংস
540: Intimacy -গভীর সুসম্পর্ক
541: Alluring -লোভনীয়
542: Arouse -জাগানো
543: Tenacity -কোন কিছুর প্রতি আগ্রহ,জিদ
544: Elusiveness -বুঝতে বা স্মরণ করতে কষ্টকর এমন
545: Adornment -অলংকরণ
546: Anonymous -নামহীন/বেনামী
547: Namesake – মিতা,অন্যের নামের সাথে মিল
548: Pseudonym -ছদ্মনাম
549: Cannibal -নরখাদক
550: Holocaust -ব্যাপক হত্যাকাণ্ড
551: Nugatory -বাদ দেয়া
552: Judiciary -আইন বিভাগ
553: Jurisdiction -আইনগত অধিকার
554: Famish -প্রচন্ড ক্ষুধায় মৃতপ্রায় হওয়া
555: Keen -তীব্র
556: Amenable -ব্ন্ধুভাবাপন্ন
557: Covenant -আইনসম্মত চুক্তিপত্র
558: Summons -ডেকে পাঠানো
559: Subpoena -আদালতে ডাকা
560: Tract -ধর্ম বা নৈতিকতা বিষয়ে পুস্তিকা
561: Treatise -গবেষণামূলক আলোচনা গ্রন্থ
562: Chronic -নিয়মিত ঘটা
563: Impute -আরোপ করা
564: Honorary -বিনাবেতনে
565: Interpret -ব্যাখ্যা করা
566: Memento -স্মারকচিহ্ন,অভিজ্ঞ
567: Elegy -বিষাদসঙ্গীত
568: Cosmos -নিসর্গ
569: Duffer -নির্বোধ লোক
570 : Snob -উন্নাসিক লোক (যে ব্যক্তি নিম্নতর সামাজিক শ্রেণীর মানুষকে অবজ্ঞার চোঁখে দেখে)
571: Licentious -দুশ্চরিত্র লোক
572: Suspect – সন্দেহভাজন
573: Trick/Deceit -প্রতারনা
574: Hazardous -বিপজ্জনক
575: Represent- চিত্রিত করা
576: Superior -শ্রেষ্ঠ
577: Revealing -প্রকাশ করা
578: Complexity -জটিলতা
579: Vigilant -সজাগ
580: Diversion -গতিপরিবর্তন,অপসারণ
581: Alienation – বিচ্ছেদ,বিচ্ছিন্নতা
582: Worthy of -যোগ্য
583: Emulation -অনুকরণীয়
584: Exploration -অনুসন্ধান
585: Trial -চেষ্টা
586: Demise -মৃত্যু
587: Unimaginable -অকল্পনীয়
588: Inexplicable -বর্ণনাতীত
589: Entertain -আপ্যায়ন
590: Enamoured -প্রেমমুগ্ধ
591: Possessed -অধিকারী
592: Fanciful schemes -কাল্পনিক পরিকল্পনা
593: Unforeseen -অপ্রত্যাশিত
594: To blow hot and cold -অসামঞ্জস্যপূর্ণ হওয়া
595: Initiate -সূচনা করা
596: Blaze -আলোকচ্ছটা
597: Horn -শিঙা
598: visionary -কাল্পনিক
599: Newborn -নবজাত
600: Trustworthy -বিশ্বস্ত
601: Gratitude -কৃতজ্ঞবোধ
602: Thankless -অকৃতজ্ঞ
603: Indebted/Grateful -কৃতজ্ঞ
604: Owe -ঋণী থাকা
605: Ingest -গলাধঃকরণ করা
607: Inertia -জড়তা
608: Inadvertent -অনিচ্ছাকৃত
609: Inundate -প্লাবিত হওয়া
610: Trapped -আটকা পরা
611: Coherent -সুসজ্জিত,যৌক্তিত
612: Amity -মিত্রতা
613: Vague -অস্পষ্ট
614: Vocation -বৃত্তি,ব্যবসায়
615: Vital -অত্যাবশ্যক ,সজীব
616: Faculty -অনুষদ ,কর্মদক্ষতা
617: Vehemently -তীব্রভাবে
618: Meticulous /Precise /fussy -অতিসতর্ক
619: Colossal /Enormous /Mammoth /Massive /Titanic –বিশাল
620: Homogeneous /Uniform /Identical -সমজাতীয়
621: Allay /Mitigate /Ameliorate -প্রশমিত করা (কষ্ট,যন্ত্রণা )
622: Worsen /Exacerbate -শোচনীয় হওয়া
623: Inquisitive -সন্ধানী
624: Proximate -নিকটতম
625: Idyllic -শান্ত
626: Contemplative /brooding /Cogitating /Ruminative –চিন্তানিমগ্ন
628: Affinity /Kinship/
Rapport -ঘনিষ্ট সম্পর্ক
629: Suffrage -ভোটাধিকার
630: Dearth -স্বল্পতা
631: Amass -পুঞ্জীভূত করা
632: Accrue -বৃদ্ধি
633: Disperse -ছত্রভঙ্গ
634: Plenty -প্রচুর
635: Animate /Lively -প্রশান্ত,সজীব
636: Squalor -নোংরা,অস্বস্তিকর অবস্থা
637: Pressurizing -চাপ প্রয়োগ
638: Arouse -জাগ্রত করা
639: Pressing/Urgency -জরুরী
640: Odds and ends -ছোটখাট জিনিস
641: Exhausted -নিঃশেষ হওয়া
642: Dead and buried -পুরোপুরি থেমে যাওয়া
643: At bottom -প্রকৃতপক্ষে
644: Offended -বিক্ষুব্ধ
645: Cut and dried -রুক্ষ
646: Dealings -আচরণ
647: Above board /Frank -অকপট,খোলাখুলি
648: Abate /Soothe -প্রশমিত করা,কমানো
649: Grant -অনুদান
650: Frown -তিরস্কার করা
651: Regret -অনুশোচনা করা
652: Head and Ears -পুরোপুরি
653: Interrupt /Eat into vitals -ছিন্ন করা ,ব্যাঘাত করা
654: Square meal -সুষম খাদ্য
655: Rank and file -সাধারণ জনগণ
656: Plainness -সরলতা
657: Adequacy -সাদৃশ্য
658: Drowsiness -আলস্য
659: Vigor -শারীরিক বা মানসিক শক্তি
660: Mild -হালকা ,কোমল
661: Artistic -শৈল্পিক
662: Shortcoming -ত্রুটি,সীমাবদ্ধতা
663: Extravagance -অমিতব্যয়ি,সীমালঙ্ঘন
664: Enduring -স্থায়ী
665: Ball to the wall -পুরোদমে
666: Pitfall -ফাঁদ
667: Toppling -ডিগবাজি খাইয়ে পড়া
668: Regime -শাসন
669: Tantamount -সমপরিমাণ
670: Arbitrary -বিধিবহির্ভূত,স্বৈরচারী
671: Worship -পূজা
672: Bibliography -গ্রন্থপুঞ্জি
673: Amicable person -বন্ধুভাবাপন্ন
674: Naive/Candour -সাধাসিধা,বিশ্বাসপ্রবণ
675: Lenient -দয়ামায়া প্রবণ
676: Obstinate /Adamant -একগুঁয়ে
677: Exaggeration -বাড়িয়ে বলা
678: Hegemony/Predominance -আধিপত্য
679: Subordination -অধীনস্থ
680: Fiasco -বড় ধরনের ব্যর্থতা
681: Fruitful -ফলপ্রসূ
682: Triumph -বিজয়
683: Adopted -গ্রহণ করা
684: Forsaken -পরিত্যক্ত করা
685: Discarded -বাদ দেয়া
686: Vociferous -শব্দবহুল ,গোলমালকারী
687: Courageous -সাহসী
688: Mockery -উপহাস
689: Mean -নীচ
690: Negotiation -আলাপালোচনা
691: Shallow -ভাসাভাসা
692: Excessive -অতিরিক্ত
693: Wear out -ব্যবহারের ধারা ক্ষয় হওয়া
694: Brittle -ভঙ্গুর
695: Negligible -অবহেলার যোগ্য
696: Uninfluenced -প্রভাবমুক্ত
697: Thorough -পুঙ্খানুপুঙ্খ
698: Imprison -শৃঙ্খলাবদ্ধ করা
699: Expel -বহিষ্কার করা
700: Exonerate /Exculpate / Acquit -অভিযোগ হতে মুক্তি দেয়া
701: Castigate -তিরস্কার করা
702: Fastidious -খুঁতখুঁতে
703: Aloof -একাকী ,নির্লিপ্ত
704: Lawn -বনভূমি
705: Stream -জলপ্রবাহ
706: Petrology -শিলাতত্ব
707: Shore -তীরভূমি,কূল
708: Flatten -সমতল হয়ে যাওয়া
709: Valley -উপত্যকা
710: Interminable -থামেনা এমন ,অন্তহীন
711: Easygoing -সহজে মেনে নেয়া
712: Indictment -অভিযোগ
713: Tirade -তিরস্কারপূর্ণ দীর্ঘ বক্তৃতা
714: Taciturn -স্বল্পভাষী
715: Placatory -আপোস
716: Espy -পর্যবেক্ষণ করা
717: Cogitate -বুঝতে পারা
718: Attribute -আরোপ করা
719: Reassurance -পুনরায় নিশ্চিত করা
720: Dilemma -উভয়সংকট
721: Constraint -বাঁধা
722: Agitation -অশান্ত
723: Stir -আলোড়িত করা
724: Void -বাতিল
725: Refute -অস্বীকার করা
726: Optimist-আশাবাদী
727: Idealistic -আদর্শবাদী
728: Pessimist -হতাশাবাদী
729: Peak -সর্বোচ্চ চূড়া
730: Extreme -চরম
731: Get along -দুজনের মাঝে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
732: Pragmatic -বাস্তবধর্মী প্রয়োগবাদী
733: Insectivorous-পতঙ্গভূক
734: Electorate -নির্বাচকমন্ডলী
735: Exigency -জরুরী প্রয়োজন
736: Complacent -সন্তুষ্টি
737: Austere -উগ্র,কঠোর
738: Artillery -কামান
739: Docile -ভদ্র
740: Biased -পক্ষপাতদুষ্ট
741: Salient -প্রধান বৈশিষ্ট
742: Shove -ধাক্কা মারা
743: Visible -দৃশ্যমান
744: Omission -ভ্রান্তি
745: Inamorata -প্রণয়ী
746: Come round -আরোগ্য লাভ করা
747: Hit Upon -খুঁজে পাওয়া
748: Depart -গমন করা
749: Conclude -শেষ করা
750: Elective -নির্বাচক
751: Craft -দক্ষতা
752: Impede -ব্যাহত করা
753: Mutation -পরিবর্তন
754: Commence -শুরু করা
756: Episodic -অনিয়মিত
757: Conventional -গতানুগতিক
758: Recapture -পুনরুদ্ধার করা
759: Conducive -সহায়ক
760: Facile -সাবলীল
761: Crank -বাঁকা
762: Formless -আকৃতিহীন
763: Equitable -ন্যায়সঙ্গত
764: Cereal /grain -খাদ্যশস্য
765: Queue -লাইন
766: Inimical -শত্রুভাবাপন্ন
767: Impel / Goad -অনুপ্রাণিত করা
768: Orchestrate -সুসমন্বিত করা (সঙ্গীত)
769: Repent -অনুশোচনা করা
770: Braggart -দাম্ভিক
771: Dilettante -অপটুকর্মী
772: Pilferer -ছিঁচকে চোর
773: Prevaricator -সত্যের আলাপকারী
774: Raconteur -গল্পকথক
775: Scurrilous -অমার্জিত,অপমান করা
776: Compassionate -করুণাময়
777: Servile -ক্রীতদাস সুলভ
778: Strict -কঠোর
779: Outshine/Steal a march -ঔজ্বল্যে ছাপিয়ে যাওয়া
780: Hole and Corner -গোপনীয়
781: Defy -বাধা দেয়া
782: State of Shock -কিংকর্তব্যবিমূঢ়
784: Amateur -অপেশাদার
785: Anticipated -অনুমান বা বুঝতে পারা
786: Antagonism -প্রতিদ্বন্দীতা
787: Delirious -বিকারগ্রস্থ
788: Hefty -প্রবল,তাগড়া
789: Delusive -ভ্রান্তি
790: Heinous -জগন্য
791: Inveigle -চাটুকারিতায় মুগ্ধ করা
792: Monopoly -একচেটিয়া অধিকার
793: Rational -যুক্তিসঙ্গত
794: Demolish -চূর্ণ করা
795: Understatement -কমিয়ে বলা
796: Tenure -কার্যকাল
797: Protract -দীর্ঘায়িত করা
798: Distract -বিভ্রান্ত করা
799: Currency -প্রচলিত
800: Obsolescence -অপ্রচলিত
801: Propensity -প্রবণতা
802: Inebriated /Intoxicated -মদ্যপ
803: Befuddled -বিভ্রান্ত
804: Sane /Rational -বিবেকী ,যুক্তিসম্মত
805: Arrogant -অহংকারী
806: Vicissitudes -উথানপতন
807: Bohemian -ভবঘুরে ধরনের লোক
808: Sinister -অপকারী ,অশুভ
809: Meditative -চিন্তাশীল
810: Categorical -নিরপেক্ষ
811: Sermon -নৈতিক বক্তৃতা
812: Fire and brimstone -জাহান্নামের অনুমিত শাস্তি
813: Agnostic -অজ্ঞানবাদী
814: Oracular -জ্ঞানবিশিষ্ট
815: Sacrilegious -পবিত্র ব্যক্তির অসম্মানকারী
816: Empirical -গবেষণামূলক
817: Puerile -তুচ্ছ
820: Nonchalant -উদাসীন
821: Sardonic -ঘৃণাপূর্ণ
822: Voluptuous -আনন্দবাদী
823: Rotund -গোলাকার
824: Gourmand -পেটুক
825: Condiment -আচার ,মশলা
826: Piquant -তীব্র,কটু
827: Repast -আহার
828: Nourishing -পুষ্টিকর
829: Gifted -প্রতিভাধর
830: Prolific -উর্বর
831: Revolution -বিপ্লব
832: Warlock -মায়াবী
833: Adopt -গ্রহণ করা
834: Pose -জাহির করা
835: Infrared -অবলোহিত
836: Finagle/Swindle -প্রতারণা করা
837: Supplant -স্থানচ্যুত
838: Incite -উৎসাহিত করা
839: Abyss -গহ্বর
840: Alabaster -সাদা পাথর
841: Boaster -অহংকারী ব্যক্তি
843: Fatalist -অদৃষ্টবাদী
844: Tenterhooks -উদ্বেগপূর্ণ অনিশ্চিত অবস্থা
845: Reproof -অসমর্থন
846: Impertinence -অপ্রাসঙ্গিকতা
847: Denigration -দুর্নাম
848: Imbecility -মূর্খতা
849: Senility -বার্ধক্য
850: Dotage -ভীমরতি
851: Notwithstanding -তথাপি,যদিও
852: Adoring -প্রেমপূর্ণ
853: Myriad -অসংখ্য
854: Shortcomings -ত্রুটি
855: Idolatrous -পরম ভক্তিশীল
856: Exaltation -পদমর্যাদায় উন্নতিসাধন
857: Venture -উদ্যোগ
858: Conspire -চক্রান্ত করা
859: Reimburse -পরিশোধ করা
860: Pretend -সাজা ,মিথ্যা বর্ণনা করা
861: Incongruous -বেমানান
862: Hedge -প্রতিবন্ধক
863: Derrick -ভার উত্তোলন যন্ত্র
864: Sacrosanct -অলঙ্ঘনীয়
865: Resentment -আক্রোশ
866: Equanimity -প্রশান্তি
867: Dubiousness -অনিশ্চয়তা
868: Supercilious -অহংকৃত,গর্বিত
869: Flagitious -নিষ্ঠুর
870: Frivolous -ছেলেমানুষীপূর্ণ,নগণ্য
871: Impair -দুর্বল করা
872: Spool/Reel -নাটাই
873: Thread -সুতা
874: Convolution -কুণ্ডলী
875: Q***r -অদ্ভুত
876: Orderly -গোছালো
877: Murky -আবছা,অস্পষ্ট
878: Archives -নথিপত্র
879: Pedestal -স্তম্ভের পাদভূমি
880: Regicide -রাজহত্যা
881: Belittlement -হীনতা,খর্বতা
882: Zest -রুচি,প্রানবন্ততা
883: Fiddling -তুচ্ছ
884: Linguistic -ভাষাবিজ্ঞান
885: Polyglot -বহুভাষী
886: Green eye -ঈর্ষান্বিত
887: Taunting -বিদ্রুপ
888: Deter -নিরুৎসাহিত করা
889: Blight -ক্ষয় করা
890: Theist -আস্তিক
891: Theologist -ধর্মতত্ত্ববিৎ
892: Pantheist -সর্বেশ্বরবাদী
893: Monotheist -একেশ্বরবাদী
894: Debris -ধ্বংসাবশেষ
895: Relics -পুরাতাত্ত্বিক নিদর্শন
896: Prick – ছিদ্র করা
897: Paleontology -জীবাশ্ম বিজ্ঞান
898: Encyclopedia -বিশ্বকোষ
899: Bygone -বিগত
900: Polity -রাষ্ট্র ব্যবস্থা
901: Muster -সমবেশ
902: Demobilize -সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া
903: Troops -দল বা পাল
904: Jury -নির্ণায়ক সভা
905: Laggard -পিছিয়ে পড়া ব্যক্তি
906: Haggler -যে ব্যক্তি দরকষাকষি করে
907: Perjury -শপথভাঙ্গ
908: Embezzlement -অর্থ আত্মসাৎ
909: Oath /Vow -শপথ করা
910: Encomium -উচ্চ প্রশংসা
911: Aphorism -সংক্ষিপ্ত জ্ঞানগর্ব
912: Insolent -অপমানজনক
913: Delicate -কোমল,উপাদেয়
914: Effusive -উচ্ছ্বাস প্রবণ
915: Mercenary -ভাড়াটে সৈনিক
916: Altruistic -পরের জন্য মঙ্গলজনক
917: Deceptive -প্রতারণামূলক
918: Far-fetched -অস্বাভাবিক,সন্দেহজনক
919: Paucity -অভাব
920: Plaintiff -বাদী
921: Preponderance -ভারাধিক্য
922: Indulgent -প্রশ্রয়,ক্ষমাশীল
923: Pampered -অত্যাধিক প্রশ্রয়
924: Pout -বিরক্তিভাব,ঠোঁট ফুলিয়ে রাগ দেখানো
925: Sullen -চাপা ক্রোধযুক্ত
926: Elated -অত্যন্ত আনন্দিত
927: Desolation -নির্জন
928: Pittance -সামান্য বেতন
929: Enthralling -বিমুগ্ধ
930: Pedestrian -পথচারী
931: Ravages -ধ্বংস বা নষ্ট করা
932: Masterful -দক্ষ
933: Critique -সমালোচনামূলক নিবন্ধ
934: Towered high -মাথা উঁচু করে দাড়ানো
935: Electrify -উত্তেজিত করা
936: Bankrupt -দেওলিয়া
937: Solvent -দেনা পরিশোধে সক্ষম
938: Unwitting -অনিচ্ছাকৃত
939: Zenith -চূড়া
940: Nadir/lowest point -সর্বনিম্ন বিন্দু
941: Poignant -গ্লানিকর/দুঃখ উদ্রেককারী
942: Freak -খামখেয়াল
943: Prodigy -দৈত্য
944: Resemble -অনুরূপ
945: Renowned -বিখ্যাত
946: Revamp -পুনর্গঠন
947: Esteem -সম্মান করা
948: Furtive -চুপিচুপি
949: Cud chew -জাবর কাটা স্তন্যপায়ী প্রাণী
950: Grasp accurately -বুঝতে পারা
951: Misconstrue -ভূল বোঝা
952: Effeminacy -মেয়েলী স্বভাব
953: Boorishness -রুক্ষতা
954: Celibacy /Chastity -সতীত্ব
955: Misogyny -নারীদের ঘৃণা করে যে
956: Matrimony -বিবাহিত
957: Eat drink and be merry -খাও,দাও ফুর্তি করা জাতীয় ব্যক্তি
958: Epicurean -ইন্দ্রিয় সুখে বিশ্বাসী
959: Versatility -বহুমুখী
960: Extradition -আসামী হস্তান্তর
961: Patronage -সহযোগিতা
962: Correspond -মিল
963: Manliness -সাহসিকতা
964: Instability -অস্থায়ীত্ব
965: Materialistic -প্রকৃতিবাদী
966: Remnants -ধ্বংসাবশেষ
967: Abeyance -স্থগিতাবস্থা
968:Chagrin/Irk -বিরক্তি
969: Distraught -অত্যধিক বিমর্ষ
970: Lodge a complaint -অফিসিয়ালি অভিযোগ করা
971: Tenant -ভাড়াটিয়া
972: Recluse -সন্নাসী
973: Prevalent -প্রচলিত
974: Implacable -নির্দয়,ক্ষমাশীল
975: Sober -গাম্ভীর্যপূর্ণ
976: Frantic -নিয়ন্ত্রণহীন
977: Ambiguous -অস্পষ্ট
978: Admonish -সতর্ক করা
979: Reconcile -মিলনসাধন করা
980: Equilibrate -ভারসাম্য
981: Undertake -দায়িত্বভার গ্রহণকরা
982: Intake -পানাহার
983: Ambivalent -বিপরীত
984: Ambidextrous -সব্যসাচী
985: Retractable -সংকোচনীয়
986: Conscript/Recruit/Novice/Rookie-নতুন নিয়োগপ্রাপ্ত অনভিজ্ঞ কর্মী
987: Devoid -বর্জিত
988: Repeal/Quash/Rescind/Annul-বাতিল করা
989: Arduous/Onerous/Grueling/Laborious-কষ্টসাধ্য বা পরিশ্রমসাধ্য কিছু
990: Hoard -মজুতদারি
991: Unfathomable -অতল/গভীর
992: Traduce/Disparage/Denigrate/Vilify -নিন্দা করা,অপবাদ দেয়া
993: Emigrant -দেশান্তরী
994: Immigrant -অভিবাসী
995: Wander -উদ্দেশ্যহীনভাবে ভ্রমণ করা
996: Meddle -হস্তক্ষেপ করা
997: Discern -দৃশ্যমান হওয়া
998: Refugees -শরণার্থী
999: Demonstrative -প্রমাণদায়ক
1000: Horde -বড় দল
করে নিজের কাছে রেখে দিন।

[Collected ]

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashfakul Fahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share