08/07/2025
🏠 এলোমেলো ঘর? নাকি ভালোবাসার চিহ্ন!
আজ হয়তো আপনার ঘরটা একদম এলোমেলো।
খেলনাগুলো ছড়িয়ে-ছিটিয়ে, দেওয়ালে রঙের দাগ, ছোট পায়ের দৌড়ঝাঁপে প্রতিটি কোণ মুখর!
হয়তো আপনি বিরক্ত, ক্লান্ত একটু শান্তি চান।
কিন্তু ভেবে দেখেছেন কি!
এই বিশৃঙ্খল ঘর একদিন পরিপাটি হয়ে যাবে।
খেলনা থাকবে না, দেওয়ালে থাকবে না নতুন দাগ।
আর সেই ছোট্ট পা দুটোও থাকবে না, যে পায়ে দৌড়ে এসে আপনাকে জড়িয়ে ধরত।
সেই ঘরটা নিঃশব্দ হবে...
না থাকবে হাসির কলতান, না থাকবে কান্নার সুর, না থাকবে আম্মু-আব্বু বলে জড়িয়ে ধরার মুহূর্ত। কারণ, আপনার ছোট্ট সোনামণি তখন বড় হয়ে নিজের জগতে ব্যস্ত।
আপনি হয়তো তখন ভাববেন..
ওই এলোমেলো সময়টাই বরং ছিল সবচেয়ে সুন্দর...
👶 সন্তান আল্লাহর দেওয়া অমূল্য নেয়ামত।
যাদের কোল খালি, তারা জানেন এই নেয়ামতের অভাব কতটা যন্ত্রণার।
তাই আজ আপনার ঘরের বিশৃঙ্খলাটাকে বিরক্তির নয়, ভালোবাসার স্মৃতি হিসেবে দেখুন। পারলে কিছু সময় শিশুর সঙ্গে কাটান, খেলায় অংশ নিন, ওর ছোট্ট জগতে ঢুকে পড়ুন। কারণ এই মুহূর্তগুলো আর কখনো ফিরে আসবে না।
💭 মনে রাখবেন...
শিশুর সঙ্গে কাটানো সময় শুধু তাকে গড়ে তোলে না, আপনাকেও একজন পরিপূর্ণ মানুষ বানায়।
রিজিক তো আল্লাহই দেন। কিন্তু সন্তানের ভালোবাসা আর চরিত্র আপনার সময় আর সান্নিধ্যের ওপরই গড়ে ওঠে।
হয়তো কঠিন সময় যাচ্ছে, তবুও সন্তানের পাশে থাকুন।
শিক্ষা দিন, আদর দিন, ভালোবাসা দিন। কারণ কালকে যখন সময় পাল্টে যাবে, তখন এই দিনগুলোই হয়ে থাকবে আপনার জীবনের সবচেয়ে দামী স্মৃতি।
#পিতামাতারভূমিকা #শৈশব #ভালোবাসারঘর #সন্তানহলনেয়ামত