Sonia & Shakir

Sonia & Shakir Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sonia & Shakir, Digital creator, Fulbaria.
(2)

আসসালামু আলাইকুম
Sonia & Shakir এই পেইজে বেবিদের+বেবির মায়েদের জন্য গুরুত্বপুর্ন দিক নির্দেশনা, নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য গাইড লাইন, মনিটাইজেশন, ফেসবুক মার্কেটিং সহ অনলাইন বিজনেসের গুরুত্বপুর্ন বিষয় নিয়ে আলোচনা করবো, আশাকরি অনেকের কাজে আসবে।

ভদ্রভাবে "না" বলা মানে অসভ্যতা নয় বরং আত্মসম্মানের পরিচয়।অনেকেই মনে করেন, কাউকে "না" বললেই সেটা রূঢ়তা বা অবহেলা। কিন্তু ...
09/07/2025

ভদ্রভাবে "না" বলা মানে অসভ্যতা নয় বরং আত্মসম্মানের পরিচয়।

অনেকেই মনে করেন, কাউকে "না" বললেই সেটা রূঢ়তা বা অবহেলা। কিন্তু আসলে, ভদ্রভাবে "না" বলা মানে হলো নিজের সীমা নির্ধারণ করা, নিজের সময় ও মানসিক শান্তিকে গুরুত্ব দেওয়া।

যখন আপনি বিনয়ের সঙ্গে "না" বলেন তখন আপনি অন্যকে ছোট করেন না, বরং নিজের প্রয়োজন ও সামর্থ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকেন।

মনে রাখবেন...
সবকিছুতে ‘হ্যাঁ’ বলাটা সবসময় পেশাদারিত্ব নয়।
সময় মতো ভদ্রভাবে ‘না’ বলতে পারা এটাই সত্যিকারের প্রফেশনালিজম।

চুপ করে সম্মতি নয়, সাহস করে ভদ্রতা দিয়ে সীমা তৈরি করুন। কারণ আত্মসম্মান দিয়ে শুরু হয় সঠিক সিদ্ধান্তের পথ।

09/07/2025

সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কোন নারী?

আজকে বউ টানাবে 🙂
08/07/2025

আজকে বউ টানাবে 🙂

🏠 এলোমেলো ঘর? নাকি ভালোবাসার চিহ্ন!আজ হয়তো আপনার ঘরটা একদম এলোমেলো।খেলনাগুলো ছড়িয়ে-ছিটিয়ে, দেওয়ালে রঙের দাগ, ছোট পায়ের দ...
08/07/2025

🏠 এলোমেলো ঘর? নাকি ভালোবাসার চিহ্ন!
আজ হয়তো আপনার ঘরটা একদম এলোমেলো।
খেলনাগুলো ছড়িয়ে-ছিটিয়ে, দেওয়ালে রঙের দাগ, ছোট পায়ের দৌড়ঝাঁপে প্রতিটি কোণ মুখর!
হয়তো আপনি বিরক্ত, ক্লান্ত একটু শান্তি চান।

কিন্তু ভেবে দেখেছেন কি!
এই বিশৃঙ্খল ঘর একদিন পরিপাটি হয়ে যাবে।
খেলনা থাকবে না, দেওয়ালে থাকবে না নতুন দাগ।
আর সেই ছোট্ট পা দুটোও থাকবে না, যে পায়ে দৌড়ে এসে আপনাকে জড়িয়ে ধরত।

সেই ঘরটা নিঃশব্দ হবে...
না থাকবে হাসির কলতান, না থাকবে কান্নার সুর, না থাকবে আম্মু-আব্বু বলে জড়িয়ে ধরার মুহূর্ত। কারণ, আপনার ছোট্ট সোনামণি তখন বড় হয়ে নিজের জগতে ব্যস্ত।

আপনি হয়তো তখন ভাববেন..
ওই এলোমেলো সময়টাই বরং ছিল সবচেয়ে সুন্দর...

👶 সন্তান আল্লাহর দেওয়া অমূল্য নেয়ামত।
যাদের কোল খালি, তারা জানেন এই নেয়ামতের অভাব কতটা যন্ত্রণার।

তাই আজ আপনার ঘরের বিশৃঙ্খলাটাকে বিরক্তির নয়, ভালোবাসার স্মৃতি হিসেবে দেখুন। পারলে কিছু সময় শিশুর সঙ্গে কাটান, খেলায় অংশ নিন, ওর ছোট্ট জগতে ঢুকে পড়ুন। কারণ এই মুহূর্তগুলো আর কখনো ফিরে আসবে না।

💭 মনে রাখবেন...
শিশুর সঙ্গে কাটানো সময় শুধু তাকে গড়ে তোলে না, আপনাকেও একজন পরিপূর্ণ মানুষ বানায়।
রিজিক তো আল্লাহই দেন। কিন্তু সন্তানের ভালোবাসা আর চরিত্র আপনার সময় আর সান্নিধ্যের ওপরই গড়ে ওঠে।

হয়তো কঠিন সময় যাচ্ছে, তবুও সন্তানের পাশে থাকুন।
শিক্ষা দিন, আদর দিন, ভালোবাসা দিন। কারণ কালকে যখন সময় পাল্টে যাবে, তখন এই দিনগুলোই হয়ে থাকবে আপনার জীবনের সবচেয়ে দামী স্মৃতি।

#পিতামাতারভূমিকা #শৈশব #ভালোবাসারঘর #সন্তানহলনেয়ামত

🌿 একটু বোঝাপড়াই হতে পারে প্রশান্তির আশ্রয় 🌿একজন পুরুষ যখন সারাদিনের কাজ, ট্রাফিক, দুশ্চিন্তা আর হাজারো সামাজিক চাপ সাম...
08/07/2025

🌿 একটু বোঝাপড়াই হতে পারে প্রশান্তির আশ্রয় 🌿
একজন পুরুষ যখন সারাদিনের কাজ, ট্রাফিক, দুশ্চিন্তা আর হাজারো সামাজিক চাপ সামলে ঘরে ফেরে, তখন তার চাওয়া খুব বেশি কিছু নয়, শুধু একটু শান্তি। অফিসের চাপ, বাইরের নানা রকম মানুষ ও পরিস্থিতি তার মনটাকে ক্লান্ত করে দেয়। এমন ক্লান্ত হৃদয়টা চায় একটা জায়গা, যেখানে থাকবে প্রশ্রয়, বোঝাপড়া, আর একটু মানসিক স্বস্তি।

সেই জায়গাটা হতে পারে তার নিজ ঘর।
আর সেই ঘরটিকে আশ্রয়ে পরিণত করতে পারেন একজন স্ত্রী, একটা হাসি, এক কাপ চা, অথবা একটু মমতার কথাই যথেষ্ট।

সব সংসারেই ক্লান্তি থাকে, চাপ থাকে। কিন্তু সেই চাপের ভার হালকা হয়ে যেতে পারে, যদি দুজনেই চেষ্টা করেন একে অন্যকে বোঝার।
ভালোবাসার সংসার গড়তে দামি উপহার বা বড় আয়োজন দরকার নেই। দরকার শুধু মন থেকে বোঝা, শ্রদ্ধা আর সময় দেওয়া।

💞 আমরা একে অপরের জন্য আশ্রয় হই।
ভালো থাকুক সব দম্পতি,
ভালোবাসা থাকুক প্রতিটি সংসারে।

🥰
02/07/2025

🥰

আজ ২৯ জুন সকাল ৮টায় মাহিরা জামান পিউ নামের একজন শিক্ষার্থী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এইচএসসি পরীক্ষার জন্য রওনা হয়। তার...
29/06/2025

আজ ২৯ জুন সকাল ৮টায় মাহিরা জামান পিউ নামের একজন শিক্ষার্থী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এইচএসসি পরীক্ষার জন্য রওনা হয়। তার কলেজ ছিলো গভঃ বাংলা কলেজ এবং পরীক্ষার কেন্দ্র ছিলো মিরপুর কলেজ। মাহিরা একাই বাসা থেকে বের হয়, কিন্তু এরপর থেকে সে নিখোঁজ এবং পরীক্ষাকেন্দ্রেও উপস্থিত হয়নি।

যদি কেউ তার সন্ধান পান বা কোনো তথ্য জানতে পারেন, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করুন:
📞 01752840426

24/06/2025

সুস্বাস্থ্য, সৌন্দর্য আর সম্পত্তি নিয়ে কখনো অহংকার করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনো কাউকে বলে আসে না...আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক।

যতবার হোঁচট খেয়েছি, ততবারই আমার রর আমাকে দাঁড় করিয়েছেন! আলহামদুলিল্লাহ 🥺❤️
19/06/2025

যতবার হোঁচট খেয়েছি, ততবারই আমার রর আমাকে দাঁড় করিয়েছেন! আলহামদুলিল্লাহ 🥺❤️

দাদার বিক্রি করা ৭০ টাকার জমি যদি ৫৬ বছর পর, ৭০ লাখ টাকা দাম হয় তাহলে ভাবুন তো,আপনার আমার ১০ টাকা দান। রোজ হাশরের মাঠে ...
16/06/2025

দাদার বিক্রি করা ৭০ টাকার জমি যদি ৫৬ বছর পর, ৭০ লাখ টাকা দাম হয় তাহলে ভাবুন তো,আপনার আমার ১০ টাকা দান। রোজ হাশরের মাঠে কি পরিমাণ দাম হবে!

দোয়া প্রার্থীলক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের কৃতি সন্তান আমাদের সবার প্রিয় শায়খ আহমাদুল্লাহ সাহ...
06/09/2023

দোয়া প্রার্থী
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের কৃতি সন্তান আমাদের সবার প্রিয় শায়খ আহমাদুল্লাহ সাহেব অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আলহামদুলিল্লাহ বর্তমানে তিনি সুস্থ আছেন....
রাজধানী এবার কেয়ার হাসপাতালে পাইলসের অপারেশন সাকসেসফুল, আলহামদুলিল্লাহ শায়েখ এখন বর্তমানে অনেকটা ভালো আছেন।

ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবহানাহু তায়ালার দয়ায় তিনি খুব দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন।

সবাই উনার জন্য দোয়া করবেন।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonia & Shakir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sonia & Shakir:

Share